প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আকাশের দিকে হাত বাড়িয়ে দাও, তাহলে মিশর দেশ নিকষ কালো অন্ধকারে ঢেকে যাবে। মোশি আকাশের দিকে হাত বাড়ালেন, আর সমগ্র মিশর দেশ তিন দিন গাঢ় অন্ধকারে আচ্ছন্ন হয়ে রইল। এই তিন দিন কেউ কাউকে দেখতে পেল না এবং ঘর ছেড়ে কেউ বার হতে পারল না। কিন্তু ইসরায়েলীরা যেখানে বাস করত সেখানে আলোর অভাব হল না।