Logo ng YouVersion
Hanapin ang Icon

২ করিন্থীয় ভূমিকা

ভূমিকা
করিন্থীয় মণ্ডলীর খ্রীষ্টভক্তদের নিকটে প্রেরিত পৌল এই দ্বিতীয় পত্রটি লিখিয়াছেন এমন এক দুঃসময়ে, যখন তথাকার খ্রীষ্টভক্তদের সহিত ভুল বুঝাবুঝির ফলে তাঁহার ব্যক্তিগত সম্পর্কের দিকে সমস্যা দেখা দিয়াছিল। মণ্ডলীর কিছু সদস্য সাক্ষ্য-প্রমাণসহ পৌলের বিরোধিতা করিয়াছিল। কিন্তু পৌল গভীর আগ্রহে তাহাদের সহিত পুনর্মিলিত হইতে চাহিয়াছিলেন এবং তাঁহার পুনর্মিলনের ইচ্ছা পূর্ণ হওয়ায় তিনি অসীম আনন্দ লাভ করিয়াছিলেন।
পত্রের প্রথম অংশে পৌল করিন্থীয় মণ্ডলীর সহিত তাঁহার সম্পর্ক সম্বন্ধে আলোচনা করিয়াছেন এবং ব্যাখ্যা করিয়া বলিয়াছেন, কেন তিনি এত তীব্রভাবে মণ্ডলীতে বিরোধ ও অপমানজনক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করিয়াছিলেন এবং এই তীব্রতার ফলে অনুতাপ ও পুনর্মিলন সম্ভব হইয়াছে বলিয়া তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করিয়াছেন। তারপর তিনি মণ্ডলীর নিকটে যিহূদিয়ার দরিদ্র খ্রীষ্টভক্তদের উদার হস্তে অর্থ সাহায্য করিবার আবেদন জানাইয়াছেন। শেষের অধ্যায়গুলিতে পৌল তাঁহার শিষ্যত্ব সম্বন্ধে করিন্থীয়ের কয়েকজন লোকের অপপ্রচারের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করিয়াছেন। এই লোকগুলি আপনাদের প্রকৃত প্রেরিতরূপে প্রচার করিত এবং পৌলকে ভণ্ড শিষ্যরূপে অভিযুক্ত করিত।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-১১
পৌল এবং করিন্থীয় মণ্ডলী - ১:১২—৭:১৬
যিহূদিয়ার খ্রীষ্টীয়ানদের জন্য অর্থ সংগ্রহ - ৮:১—৯:১৫
প্রেরিত শিষ্যত্বের অধিকার সম্পর্কে পৌলের প্রতিবাদ - ১০:১—১৩:১০
উপসংহার - ১৩:১১-১৪

Haylayt

Ibahagi

Kopyahin

None

Gusto mo bang ma-save ang iyong mga hinaylayt sa lahat ng iyong device? Mag-sign up o mag-sign in