যাকোব ভূমিকা

ভূমিকা
প্রেরিত শিষ্য যাকোব এই পত্রখানি লিখিয়াছিলেন “সারা পৃথিবীতে ছড়াইয়া থাকা” ঈশ্বরের ভক্ত প্রজাদের উদ্দেশ্যে। পত্রটি কিছু বাস্তব নীতি নির্দেশের সঙ্কলন। লেখক খ্রীষ্টীয় মানসিকতা ও আচরণের জন্য যে বাস্তব জ্ঞান ও পরিচালনার প্রয়োজন, তাহারই নির্দেশ দিতে গিয়া অনেক বাক্যালঙ্কার ব্যবহার করিয়াছেন। খ্রীষ্টীয় দর্শন অনুযায়ী বহু বিচিত্র বিষয়বস্তুর অবতারণা করিয়াছেন, যেমন সম্পদ ও দারিদ্র্য, প্রলোভন, সৎ আচরণ, কুসংস্কার, বিশ্বাস ও কর্ম, ভাষার ব্যবহার, প্রজ্ঞা, বিবাদ, গর্ব এবং নম্রতা, অপরের বিচার করিবার প্রবণতা, দম্ভ, ধৈর্য এবং প্রার্থনা।
পত্রে খ্রীষ্টীয় বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসের সহিত কর্মের গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১
বিশ্বাস ও জ্ঞান - ১:২-৮
দারিদ্র্য ও সম্পদ - ১:৯-১১
পরীক্ষা ও প্রলোভন - ১:১২-১৮
শুনিয়া সেইমত কাজ করা - ১:১৯-২৭
প্রভেদ করিবার বিরুদ্ধে সতর্কবাণী - ২:১-১৩
বিশ্বাস ও কর্ম - ২:১৪-২৬
খ্রীষ্টবিশ্বাসী ও তাহার ভাষা - ৩:১-১৮
খ্রীষ্টবিশ্বাসী ও পৃথিবী - ৪:১—৫:৬
বহুবিধ নীতি-নির্দেশ - ৫:৭-২০

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

যাকোব ভূমিকা: বিবিএস

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்