মার্ক 16
16
যীশুর পুনরুত্থান
(মথি 28:1-8; লুক 24:1-12; যোহন 20:1-10)
1সাব্বাথ বার কেটে গেলে মাগ্দালা নিবাসী মরিয়ম, যাকোবের মা মরিয়ম আর শালোমী যীশুর দেহে মাখাবার জন্য সুগন্ধি মশলা কিনলেন।#মথি 28:1-8; লুক 24:1-12; যোহন 20:1-10 2তারপর সপ্তাহের প্রথম দিনে খুব ভোরবেলায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাঁরা সমাধির কাছে এলেন। 3নিজেদের মধ্যেই তাঁরা বলছিলেন, “সমাধিগুহার মুখ তেকে কে পাথরটা সরিয়ে দেবে?” 4কিন্তু সমাধির দিকে তাকাতেই তাঁরা দেখতে পেলেন পাথরটা সরান রয়েছে। পাথরটা ছিল বিরাট বড়। 5সমাধিগুহার মধ্যে ঢুকতেই তাঁরা দেখতে পেলেন শুভ্র বসন পরা একটি যুবক ডান দিকে বসে আছে। দেখে তাঁরা খুব অবাক হয়ে গেলেন। 6যুবকটি তাঁদের বললেন, অবাক হয়ো না। নাসরতের যীশুকে তোমরা কুঁজছ তো, যিনি ক্রুশে হত হয়েছেন? তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি এখানে নেই। দেখ, এইখানে তারা তাঁকে শুইয়ে রেখেছিল। 7তোমরা যাও, তাঁর শিষ্যদের আর পিতরকে একথা বল, ‘তিনি তোমাদের আগে গালীলেঐ যাচ্ছেন। তিনি তোমাদের যেমন বলেছিলেন, সেইমতই তোমরা তাঁকে সেখানে দেখতে পাবে।’#মার্ক 14:28 8বিস্ময়ে ভয়ে তাঁরা সমাধিগুহা থেকে দৌড়ে পালিয়ে গেলেন। তাঁরা এত ভয় পেয়েছিলেন যে কাউকে একথা বললেন না।
মরিয়মেরর সামনে যীশুর আবির্ভাব
(মথি 28:9-10; যোহন 20:11-18)
9সপ্তাহের প্রথম দিন ভোরবেলায় যীশু পুনরুত্থিত হয়ে প্রথমে মাগ্দালা নিবাসী মরিয়মকে দেখা দিলেন, যার মধ্যে থেকে যীশু সাতটি অপদেবতাকে দূর করেছিলেন।#লুক 8:2; যোহন 20:11-18 10তিনিই যীশুর শোকার্ত ভক্ত শিষ্যদের এই সংবাদ দিয়েছিলেন। সেই সময় তাঁরা 11যীশু জীবিত হয়ে উঠেছেন এবং তাঁকে দেখা দিয়েছেন, একথা শুনেও তাঁরা বিশ্বাস করলেন না।
শিষ্যদের সামনে যীশুর আবির্ভাব
(লুক 24:13-35; যোহন 20:19-20; প্রেরিত 1:6-8)
12তারপর শিষ্যদের মধ্যে দুজনকে যীশু পথে অন্য রূপে দেখা দিলেন, তাঁরা তখন একটি গ্রামে যাচ্ছিলেন।#লুক 24:13-35 13এঁরা গিয়ে অড়্য শিষ্যদের এ কথা বললেন। তাঁরা এঁদের কথাও বিশ্বাস করলেন না। 14পরে এগারো জন শিষ্য যখন আহারে বসেচিলেন সেই সময় যীশু তাঁদের দেখা দিলেন এবং অবিশ্বাস ও হৃদয়ের কাঠিন্যের জন্য তাঁদের তিরস্কার করলেন। কারণ যাঁরা তাঁকে দেখেছিলেন তাঁদের কথা তাঁরা বিশ্বাস করেননি।#লুক 24:36-40; যোহন 20:19-23#১ করি 15:5 15যীশু তাঁদের বললেনঃ সারা পৃথিবীর কাছে যাও, সর্বমানবের কাছে প্রচার কর সুসমাচার।#মথি 28:18-20 16যে বিশ্বা করবে এবং বাপ্তিষ্ম গ্রহণ করবে সে-ই লাভ করবে পরিত্রাণ এবং যে বিশ্বা করবে না সে পাবে অপরাধের সান্তি।#প্রেরিত 2:38 17বিশ্বাসীদের অভিজ্ঞান স্বরূপ এই সমস্ত শক্তি দেওয়া হবে: তারা আমার নামে অপদেবতা দূর করবে, নতুন ভাষায় কথা বলবে,#প্রেরিত 16:18; 2:4-11; 10:46; যোহন 14:12 18হাত দিয়ে তারা সাপ ধরবে। যদি তারা বিষ পানও করে তবু তাদের কোন ক্ষতি হবে না। অসুস্থ মানুষের উপর তারা হস্তার্পণ করলে রোগীরা সুস্থ হয়ে যাবে।#লুক 10:19; প্রেরিত 28:3-6; যাকোব 5:14-15
যীশুর স্বর্গারোহণ
(লুক 24:50-53; প্রেরিত 1:9-10)
19শিষ্যদের সঙ্গে যীশুর কথা বলা হয়ে গেলে যীশুকে স্বর্গে নেওয়া হল, তিনি ঈশ্বরের দক্ষিণ দিকে উপবিষ্ট হলেন।#লুক 24:50-53; প্রেরিত 1:4-11; ১ তিম 3:16; গীত 110:1; প্রেরিত 7:55; ২ রাজা 2:11 20শিষ্যেরা সর্বত্র গিয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন, এবং প্রভু শিষ্যদের সঙ্গে কর্মরত থেকে তাঁদের নানাবিধ অলৌকিক শক্তি ও নিদর্শন দান করে তাঁদের প্রচারিত সুসমাচারের সত্যতা প্রতিষ্ঠিত করলেন।#হিব্রু 2:4; ১ করি 3:9
Iliyochaguliwa sasa
মার্ক 16: BENGALCL-BSI
Kuonyesha
Shirikisha
Nakili

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.