Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

আদিপুস্তক 14

14
লোটের বন্দিদশা ও উদ্ধার
1শিনার দেশের রাজা অম্রাফেল, এল্লাসয়ের রাজা অরিয়োক, এলামের রাজা কেদার-লায়েমের এবং গোয়িমের রাজা তিদিয়লের আমলে উক্ত নৃপতিবৃন্দ সদোমের রাজা বিরা, 2ঘমোরার রাজা বির্শা, আদমার রাজা শিনাব্, জেবোয়িমের রাজা শেমেবার এবং বলার অর্থাৎ জোয়ার-এর রাজার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। 3এঁরা সকলেই সিদ্দিম উপত্যকায় (বর্তমান লবণসাগর)#14:3 অর্থাৎ মরুসাগর একত্র হলেন। 4বারো বছর এঁরা কেদার-লায়োমের-এর অধীন ছিলেন। তের বছরের সময় এঁরা বিদ্রোহ করেন। পরে চৌদ্দ বছরের সময় কেদার-লায়োমের ও 5তাঁর সহযোগী রাজারা এসে অস্তারোৎ-কর্ণায়িমে রেফায়িমকে হাম-এ জুজিমকে, 6শাবিকিরিয়াথায়িমে এমিমকে এবং প্রান্তরের সীমান্তে এলপারাণ পর্যন্ত সেয়ীর পর্বতনিবাসী হোরী উপজাতির লোকদের আক্রমণ করে পরাস্ত করলেন। 7পরে সেখান থেকে ঘুরে গিয়ে তাঁরা এনমিশপট অর্থাৎ কাদেশ-এ গিয়ে অমালেকী উপজাতিদের সমগ্র অঞ্চল বিধ্বস্ত করলেন এবং হাজাজোনতামার নিবাসী ইমোরী উপজাতির লোকদের আক্রমণ করলেন। 8তখন সদোম, ঘমোরা, আদমা, জেবোয়িম এবং বেলা অর্থাৎ জোয়ার-এর নৃপতিবৃন্দ বেরিয়ে এসে সিদ্দিম উপত্যকায় এলামের রাজা কেদেরলায়োমের, 9গোয়িমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফেল এবং এল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করলেন। পাঁচজন রাজার বিরুদ্ধে চারজন রাজা যুদ্ধ ঘোষণা করলেন। সিদ্দিম উপত্যকায় খনিজ তেলের অনেক কূপ ছিল 10সদোম ও ঘমোরার রাজারা পালাবার সময় অনেকেই কূপের মধ্যে পড়ে গেলেন, বাকী লোকজন পাহাড় অঞ্চলে পালিয়ে গেল। 11শত্রুপক্ষ তখন সদোম ও ঘমোরার সমস্ত ধনসম্পদ ও খাদ্যসম্ভার লুঠ করে নিয়ে গেল। 12তারা অব্রামের ভ্রাতুষ্পুত্র লোট, যিনি সদোমে বাস করছিলেন, তাঁকে এবং তাঁর সমস্ত সম্পদ সঙ্গে নিয়ে চলে গেল।
13ইব্রীয় অব্রামের কাছে একজন পলাতক এসে সেই সংবাদ জানাল। অব্রাম তখম ইমােরীয় মাম্রের ওক বনের কাছে বাস করছিলেন। মাম্রে ছিলেন এশকোল ও আনের-এর ভাই। এঁরা সকলেই ছিলেন অব্রামের মিত্রপক্ষ। 14অব্রাম তাঁর আত্মীয় বন্দী হয়েছেন শুনে তাঁর পরিবারে জাত তিনশো আঠার জন রণনিপুণ দাসকে সঙ্গে নিয়ে দান পর্যন্ত তাড়া করে গেলেন। 15রাত্রিকালে তিনি তাঁর লোকজনসহ শত্রুদের ঘেরাও করে হঠাৎ আক্রমণ করলেন এবং দামাস্কাসের উত্তরে হোবা পর্যন্ত তাদের তাড়া করে নিয়ে গেলেন। 16তিনি সমস্ত দ্রব্যসম্ভার, ধনসম্পদ, নারীপুরুষ লোকজনসহ তাঁর আত্মীয় লোটকে উদ্ধার করে ফিরিয়ে আনলেন।
17অব্রাম কেদারলায়োমের ও তাঁর সহযোগী রাজাদের পরাস্ত করে ফিরে আসার পর সদোমের রাজা শাবী উপত্যকায় অর্থাৎ রাজ উপত্যকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। 18শালেমের রাজা মেলকিসেদেকও রুটি এবং আঙুরের নির্যাস নিয়ে এলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের পুরোহিত।#হিব্রু 7:1-10 19মেল্‌কিসেদেক অব্রামকে আশীর্বাদ করে বললেন,
স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর
অব্রামকে করুন আশীর্বাদ,
20ধন্য পরাৎপর ঈশ্বর,
যিনি তোমার বিপক্ষদের তোমার হাতে করেছেন সমর্পণ।
অব্রাম সমস্ত দ্রব্যসম্ভারের এক দশমাংশ তাঁকে দিলেন। সদোমের রাজা অব্রামকে বললেন, 21আমার লোকজন শুধু আমাকে ফিরিয়ে দিন, দ্রব্যসামগ্রী যা কিছু আছে, সব আপনিই গ্রহণ করুন। 22কিন্তু অব্রাম সদোমরাজকে বললেন, স্বর্গ ও মর্ত্যের স্রষ্টা পরাৎপর ঈশ্বর প্রভুর কাছে আমি এই শপথ করেছি যে আমি আপনার কিছুই নেব না, 23এমনকি একগাছি সূতো বা জুতোর ফিতেও নয়, পরে যেন আপনি বলতে না পারেন, ‘আমিই অব্রামকে ধনবান করেছি’। 24কেবল আমার লোকজন যা খেয়েছে এবং আমার সঙ্গে যারা এসেছে তাদের প্রাপ্য অংশ ছাড়া আর কিছুই আমি নেব না। আনের, এশ্‌কোল ও মাম্রে তাঁদের প্রাপ্য অংশ গ্রহণ করুন।

Kuonyesha

Shirikisha

Nakili

None

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia