প্রেরিত 23
23
সমাজপতি পরিষদের সামনে পৌল
1পৌল সমাজপতি পরিষদের সদস্যদের দিকে তাকিয়ে বললেন, বন্ধুগণ, আজকের এই দিনটি পর্যন্ত সারাটি জীবন আমি নিখুঁতভাবে কাটিয়েছি, ঈশ্বরের সাক্ষাতে আমার বিবেক নির্মল।#প্রেরিত 24:16 2এ কথা শুনে প্রধান পুরোহিত অননিয়, তাঁর পাশে যারা দাঁড়িয়েছিল তাদের পৌলের মুখে আঘাত করতে আদেশ দিলেন।#যোহন 18:22-23 3পৌল তখন তাঁকে বললেন, ঈশ্বর তোমাকে আঘাত করবেন। তুমি চূণকাম করা দেওয়াল! বিধানসঙ্গতভাবে তুমি আমার বিচার করতে বসেছ অথচ বিধান বিরুদ্ধভাবে আমাকে আঘাত করার আদেশ দিচ্ছ?#মথি 23:17; যিহি 13:10-15; লেবীয় 19:15
4যারা সেখানে দাঁড়িয়েছিল তারার তাঁকে বলল, তুমি ঈশ্বরের প্রধান পুরোহিতকে অপমান করছ।
5পৌল বললেন, আমি জানতাম না ভাই যে উনি প্রধান পুরোহিত। কারণ শাস্ত্রে লেখা আছেঃ ‘তোমার স্বজাতির কোন কর্তৃপক্ষকে কটূ কথা বলো না।’#যাত্রা 22:28
6সমবেত জনতার মধ্যে ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ভুক্ত লোকজন দেখে পৌল সভাকে উদ্দেশ্য করে বললেন, ভাইসব, আমি একজন ফরিসী। জন্মসূত্রে এবং শিক্ষাদীক্ষাতেও ফরিসী। মৃতদের পুনরুত্থানে আমি বিশ্বাস করি বলেই আজ আমার বিচার করা হচ্ছে।#প্রেরিত 22:3; 26:5; 24:21
7একথা বলার সঙ্গে সঙ্গে ফরিশী ও সদ্দূকীদের মধ্যে ঝগড়া বেধে গেল এবং সভা দু'দলে ভাগ হয়ে গেল। (8কারণ সদ্দুকীরা পুনরুত্থান, স্বর্গদূত ও আত্মায় বিশ্বাস করে না কিন্তু ফরিশীরা এ সবই বিশ্বাস করে।)#মথি 22:23 9ফলে প্রচণ্ড বাকবিতণ্ডা আরম্ভ হয়ে গেল। তখন ফরিশীদের মধ্যে থেকে কয়েকজন শাস্ত্র বিশারদ উঠে দাঁড়িয়ে দৃঢ় প্রতিবাদ জানিয়ে বললেন, এই লোকটার কোন অপরাধ আমরা দেখতে পাচ্ছি না। হয়তো কোন আত্মা বা কোন স্বর্গদূত বাস্তবিকই এর সঙ্গে কথা বলেছিলেন!#প্রেরিত 22:7; 25:25
10এইভাবে তর্ক যখন চরমে পৌঁছেছে তখন সেনানায়কের ভয় হল যে হয়তো বা তারা পৌলকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। তাই তিনি পৌলকে ভীড়ের মধ্যে থেকে বার করে এনে দুর্গের মধ্যে নিয়ে যেতে আদেশ দিলেন।
11সেই দিনই রাত্রিবেলায় প্রভু পৌলের সামনে দাঁড়িয়ে বললেন, সাহস রাখ। জেরুশালেমে আমার সম্বন্ধে যেভাবে সাক্ষ্য দিয়েছ, রোমেও তোমাকে সেই ভাবে সাক্ষ্য দিতে হবে।#প্রেরিত 9:15; 18:9; 19:21; 27:24; 28:16
পৌলের জীবননাশের ষড়যন্ত্র
12পরের দিন ইহুদীরা সমবেত হয়ে ষড়যন্ত্র করল। তাদের মধ্যে কয়েকজন শপথ নিল যে, পৌলকে হত্যা না করে তারা কোন খাদ্য কিম্বা পানীয় গ্রহণ করবে না।#যোহন 16:2,3; প্রেরিত 9:23; 20:3-19 13চল্লিশ জনেরও বেশী এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 14তারা মুখ্য পুরোহিত ও প্রধান নেতাদের কাছে গিয়ে বলল: পৌলকে হত্যা না করা পর্যন্ত আমরা খাদ্য বা পানীয় গ্রহণ করব না বলে কঠিন শপথে আবদ্ধ হয়েছি। 15সুতরাং পৌলের সম্বন্ধে আরও তদন্ত করার ছল করে পরিষদের সদস্য সমেত আপনারা সেনানায়কের কাছে বলে পাঠান যেন পৌলকে আপনাদের সামনে আনা হয়। আমরা ঠিক করেছি, সে কাছে আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে হত্যা করব।
16পৌলের ভাগিনেয় তাদের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে দুর্গের ভতরে পৌলের কাছে গিয়ে এ কথা বলে দিল। 17পৌল তখন একজন সেনাপতিকে ডেকে বললেন, এই যুবককে সেনানায়কের কাছে নিয়ে যান। তাঁকে এর কছু কথা বলার আছে। 18সেই কর্মচারী তাকে সেনানায়কের কাছে নিয়ে গিয়ে বলল, বন্দী পৌল আমাকে ডেকে এই ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসতে বলেছে। আপনাকে এর কিছু কথা বলার আছে।
19সেনানায়ক তাকে একান্তে নিয়ে গিয়ে বললেন, আমাকে তুমি কি বলতে চাও?
20সে বলল, ইহুদীরা সবাই পরামর্শ করেছে যে, আগামীকাল তারা পৌলকে সমাজপতি পরিষদের সামনে উপস্থিত করার জন্য আপনাকে বলবে। এমন ভাণ করবে যেন তারা তাঁর সম্বন্ধে আরও তদন্ত করতে চায়। 21কিন্তু তাদের কথায় কান দেবেন না। ওরা চল্লিশ জনেরও বেশী লোক তাঁর জন্য ওৎ পেতে আছে। ওরা শপথ নিয়েছে যে, পৌলকে হত্যা না করা পর্যন্ত খাদ্য কিম্বা পানীয় কিছুই গ্রহণ করবে না। এখন তারা প্রস্তুত হয়ে আপনার অপেক্ষায় আছে।
22সেনাপতি তাকে বললেন, তুমি যে আমাকে এই সংবাদ দিয়েছ, একথা কাউকে বলো না। এই কথা বলে তাকে বিদায় দিলেন।
রাজ্যপাল ফেলিক্সের দরবারে পৌল
23তারপর সেনানায়ক তাঁর দুজন সেনাপতিকে ডেকে বললেন, আজ রাত্রি নটার সময় দুশো সৈন্য নিয়ে সীজারিয়াতে যাবা জন্য প্রস্তুত হও। এ ছাড়াও সঙ্গে নাও সত্তর জন ঘোড়সওয়ার সৈন্য এবং দুশো জন বর্শাধারী সৈন্য। 24সেই সঙ্গে পৌলের জন্য আরো কয়েকটা অশ্ব মজুত রেখো। তাকে নিরাপদে সোজা নিয়ে যাও রাজ্যপাল ফেলিক্সের কাছে। 25তারপর সেনাপতি এই মর্মে একটা চিঠি লিখলেন,
26‘মহামহিম রাজ্যপাল ফেলিক্সের সমীপে ক্লডিয়াস লিসিয়াসের অভিবাদন। 27ইহুদীরা এই ব্যক্তিকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল এবং হত্যা করতে প্রায় উদ্যত হয়েছিল। যখন আমি জানতে পারলাম যে, এই ব্যক্তি রোমীয় নাগরিক তখন আমি আমার সৈন্যদের নিয়ে গিয়ে তাকে উদ্ধার করলাম।#প্রেরিত 21:31-33; 22:25 28তারপর তার বিরুদ্ধে তাদের কি অভিযোগ তা জানবার জন্য তাকে সমাজপতি পরিষদের সামনে নিয়ে গেলাম।#প্রেরিত 22:30 29সেখানে আমি জানলাম যে তার বিরুদ্ধে ওদের অভিযোগ ওদের বিধানশাস্ত্রের বিতর্কিত বিষয়ে। কিন্তু সেই অভিযোগ তার মৃত্যুদণ্ড বা কারাদণ্ড হতে পারে না।#প্রেরিত 18:14-15; 23:9-29; 26:31 30শেষে যখন সংবাদ পেলাম যে এই ব্যক্তির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে তখন সঙ্গে সঙ্গে তাকে আমি আপনার কাছে পাঠিয়ে দিলাম এবং তার বিরুদ্ধে অভিযোগকারীদের আদেশ দিলাম যে এর বিরুদ্ধে তাদের যে বক্তব্য আছে তা যেন আপনার কাছে পেশ করে।’#প্রেরিত 24:8
31সৈন্যরা নির্দেশমত রাত্রিবেলায় পৌলকে নিয়ে গেল এ্যাণ্টিপ্যাট্রিস-এ। 32তার পরের দিন তারা পৌলকে বাকী পথ নিয়ে যাওয়অর জন্য অশ্বারোহী সৈন্যদের জিম্মায় রেখে দুর্গে ফিরে গেল। 33সীজারিয়াতে পৌঁছে তারা সেই চিঠিটা রাজ্যপালকে দিল এবং পৌলকে তাঁর সামনে উপস্থিত করল। 34রাজ্যপাল চিঠি পড়ে জানতে চাইলেন যে পৌল কোন প্রদেশের লোক। যখন তিনি জানলেন যে পৌল সিলিসিয়া প্রদেশের অধিবাসী, তিনি বললেন,#প্রেরিত 22:3 35তোমার বিরুদ্ধে অভিযোগকারীরা এলে আমি তোমার কথা শুনব। তারপরে তিনি তাঁর সদর দপ্তর, হেরোদের প্রাসাদের পৌলকে প্রহরাধীনে রাখার আদেশ দিলেন।
Iliyochaguliwa sasa
প্রেরিত 23: BENGALCL-BSI
Kuonyesha
Shirikisha
Nakili

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.