২ পিতর ভূমিকা
ভূমিকা
প্রেরিত শিষ্য পিতর এই দ্বিতীয় পত্রটি লিখিয়াছিলেন আরও বিস্তৃত এলাকার অধিবাসী প্রথম যুগের খ্রীষ্টেবিশ্বাসীদের নিকটে। এই পত্র লিখিবার মূল উদ্দেশ্য ছিল ভণ্ড গুরুদের শিক্ষাদানের কাজে বাধা সৃষ্টি করা, কারণ এই শিক্ষার ফলেই মণ্ডলীতে সৃষ্টি হয় নীতিহীনতা। ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের পরম সত্যের জ্ঞানকে অনুসরণ করিলে এই সমস্যার উত্তর পাওয়া যাইবে। যাঁহারা যীশু খ্রীষ্টকে দেখিয়াছেন এবং তাঁহার নিকটে এই জ্ঞানের শিক্ষা লাভ করিয়াছেন, তাঁহাদের দ্বারাই এই জ্ঞানের কথা প্রচারিত হইয়াছে। লেখকের সেই সমস্ত ব্যক্তিদের লইয়া বিশেষ চিন্তা, যাহারা “যীশু খ্রীষ্ট আর ফিরিয়া আসিবেন না”, এই কথা বলিয়া মানুষকে বিভ্রান্ত করিয়াছে। পিতর বলিয়াছেন, আপাতঃদৃষ্টিতে খ্রীষ্টের পুনরাগমনের বিলম্বের কারণ একটি, তাহা হইল, ঈশ্বর কাহাকেও ধ্বংস করিতে চাহেন না, তিনি চাহেন সকলেই পাপের পথ হইতে ফিরিয়া আইসুক।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-২
খ্রীষ্টীয় আহ্বান - ১:৩-২১
ভণ্ড গুরু - ২:১-২২
খ্রীষ্টের শেষ আগমন - ৩:১-১৮
Dewis Presennol:
২ পিতর ভূমিকা: বিবিএস
Uwcholeuo
Rhanna
Copi

Eisiau i'th uchafbwyntiau gael eu cadw ar draws dy holl ddyfeisiau? Cofrestra neu mewngofnoda
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.