সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা 预览

মূল্য দেওয়ার সাহস
দানিয়েল পুস্তকটি পাঠ করার সময় আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে, সাহসের সাথে জীবনযাপন করার বিষয়টা সহজ নয়, বিশেষ করে অশান্ত সময়ে।
এই পুস্তকের ৩ অধ্যায়টি দানিয়েলের তিন বন্ধু: শদ্রক, মৈশক ও অবেদ্নগোর ঘটনার কথা বলে। রাজা নবূখদ্নিৎসর তার নিজের একটি মূর্তি স্থাপন করেন এবং সবাইকে সেই মূর্তির সামনে উবুড় হয়ে উপাসনা করতে বলে। কিন্তু ৩জন যিহূদী যখন তা করতে অমান্য করে, তখন তারা চরম অমানবিক ও কঠোর শাস্তির মধ্যে পড়ে: জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে জীবন্ত ফেলে দেওয়া।
তিনজন যিহূদী যুবকের এই ঐতিহাসিক ঘটনা এক গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে, অর্থাৎ আমরা যদি দৃঢ়তার সাথে জীবনযাপন করতে চাই ও দাঁড়াতে চাই, তাহলে আমরা যেন মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকি। সাহসের সাথে জীবনযাপন করা যদি সহজ হত, তাহলে আমরা সবাই তা করতাম। অন্যদিকে সাহসের সাথে জীবনযাপন, বিশেষ করে অশান্ত সময়ে, মূল্য দেওয়ার জন্য তৈরি থাকতে বলে।
তবে এটা অবশ্যই মনে রাখা দরকার যে, মূল্য দেওয়ার বিষয়টি কোনও আবেগের খেলা, বা হঠকারী সিদ্ধান্ত নয়। আমাদেরকে এমন জায়গায় আহ্বান করা হয়নি, যেখানে আমাদেরকে আফশোস করে বাঁচতে হবে। পরিবর্তে, মূল্য দেওয়া ও নিজেদের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসার সাহসের জন্য প্রয়োজন পরিপক্বতা, নমনীয়তা ও অধ্যাবসায়। কঠিন সময়ে ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য এটি সজ্ঞানে, স্বেচ্ছাকৃত সিদ্ধান্ত। সেইজন্যই এই বন্ধুরা দাঁড়াতে পেরেছিল।
নৃশংতার সামনে তারা যেভাবে তাদের সাহস দেখিয়েছিল, তা উল্লেখযোগ্য। রাজার আদেশের প্রতি তাদের প্রতিক্রিয়ার কথা ১৬-১৮ পদে লেখা আছে। তাদের প্রতিক্রিয়ায় দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখতে পাওয়া যায়:
(১) তাদের অটল বিশ্বাস – শদ্রক মৈশক ও অবেদ্নগো আত্মবিশ্বাসী ছিল যে, যদি তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, তাহলে তারা যে ঈশ্বরের সেবা করেন, তিনি তাদেরকে সেই অগ্নিকুণ্ড ও রাজার হাত থেকে রক্ষা করতে সক্ষম। এটা আমাদের কাছে মনে রাখা গুরুত্বপূর্ণ। মূল্য দেওয়ার জন্য তখনই আমরা সাহস পেতে পারি, যখন আমাদের অটল বিশ্বাস থাকে যে, আমাদের ঈশ্বর অশান্ত সময় থেকে আমাদেরকে উদ্ধার করতে সক্ষম। তাঁর কাছে অসম্ভব কিছুই নেই। তিনি তাঁর বাক্য দ্বারা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের উদ্ধার করতে সমর্থ।
(২) তাদের আপোষহীন সঙ্কল্প – তিন বন্ধু রাজাকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে, যদি তারা নাও বাঁচে, তবুও তাদের বিশ্বাসের সাথে তারা আপোষ করবে না। এই ধরনের সঙ্কল্প আমাদেরকে মূল্য দেওয়ার জন্য প্রস্তুত করে। ঈশ্বরের কাজ করার পদ্ধতি সবসময় আমাদের পদ্ধতির সাথে মিলবে না, তবুও দৃঢ়সঙ্কল্পভাবে তাঁকে সম্মান করার জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে। কঠিন সময়ে এই ধরনের আপোষহীন সঙ্কল্প এক অকল্পনীয় সাহসের জন্ম দেয়।
যাই হোক না কেন, তবে এই অভিজ্ঞতার কঠিনতা আমরা ভুলে যেতে পারি, যেহেতু এর পরিণতি আমাদের জানা রয়েছে। তিন বন্ধুকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, কিন্তু রাজা চতুর্থ এক ব্যক্তিকে দেখতে পায়, যাঁকে ঐশ্বরিক লাগছিল। শদ্রক, মৈশক ও অবেদ্নগোর কোনও ক্ষতি হয়নি। তাদেরকে অগ্নিকুণ্ড থেকে তুলে আনতে বলা হয় এবং তাদেরকে বিশিষ্ট স্থান দিয়ে নবূখদ্নিৎসর ঘোষণা করেন যে, তাদের ঈশ্বরকে সম্মান করতে হবে। এই জয় ও মুক্তির কারণে হয়তো তাদের বেদনা ও যন্ত্রণা হারিয়ে যেতে পারে। কিন্তু আমরা যেন মনে রাখি যে, সেই বন্ধুরা তাদের বিশ্বাস ও সঙ্কল্পের প্রকাশ রেখেছিল। তারা শুধু জানত যে, মূল্য দেওয়ার জন্য তাদের ইচ্ছা, কঠিন সময়ে তাদেরকে স্রোতে ভেসে থাকতে সাহায্য করবে।
শদ্রক, মৈশক ও অবেদ্নগো আমাদের শিক্ষা দেয় যে, আমাদের যখন মূল্য দেওয়ার সাহস থাকে, তখন প্রবল জলোচ্ছ্বাসে ঘিরে থাকলেও, আমরা সাফল্যলাভ করতে পারি।
圣经
读经计划介绍

যখন আমি চারিদিক থেকে চাপের মধ্যে থাকি, তখন কী করি? আমার পরিকল্পনাগুলো যখন পাথরের উপরে ঢেউয়ের মতো ভেঙ্গে পড়ে, তখন আমার প্রতিক্রিয়া কী? “সাহসিকতায় তৈরি” একটি ৬ দিনের অধ্যয়ন, যেটি এক বন্দীর জীবনকে এবং কীভাবে তিনি তাঁর সময়ে এক প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন, তা বর্ণনা করে।
More