সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা 预览

সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা

6天中的第1天

দৃঢ়তার সাথে জীবনযাপন করার সাহস

আপনার সেই অনুভূতির কথা মনে আছে, যখন সমস্ত কিছু আপনার পরিকল্পনামাফিক হয়েছিল? আপনার মনে হয়েছিল, আপনি নিয়ন্ত্রণের মধ্যে আছেন, আপনি সন্তুষ্ট, আর আপনার মধ্যে সাফল্যের অনুভূতি ছিল। আমার ধারণা এইরকম ঘটনা আপনার জীবনে খুব বেশি হবে না। আমাদের জীবন অনেক সময় অপ্রত্যাশিতভাবে শ্লথ হয়ে যায়, অবুঝ সদস্যদের প্রবেশ ঘটে, অনর্থক প্রযুক্তিগত ভুল ঘটে, বা অবাঞ্ছিত দেরি হয়ে যায়। সমস্ত কিছু আমাদের পরিকল্পনামাফিক হয় না।

এর মধ্যে কিছু ঘটনাকে হয়তো আমরা তুচ্ছ মনে করে এড়িয়ে যেতে পারি, কিন্তু কিছু ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনুভব করি যে, এইরকম সময়ে আমাদের পরিকল্পনাগুলি কার্যকরী হবে, কিন্তু তা হয়নি। এইরকম সময় আমাদেরকে বোঝায় যে, আমরা প্রবল ঝড়ের মধ্যে আছি, অশান্ত জলের দ্বারা ঘিরে রয়েছি এবং সেখান থেকে বার হওয়ার কোনও উপায় নেই।

দানিয়েলের জীবন এইরকম অশান্ত সময়ের উপরে আলোকপাত করে। বাইবেল দানিয়েলকে এক রাজকীয় বংশের যুবক হিসাবে দেখায়, যাকে ব্যাবিলনের রাজা নবূখদ্‌নিৎসর বন্দী করে নিয়ে যায়। একজন যিহূদা-রাজবংশীয় হিসাবে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ও স্বাচ্ছন্দ্য পেয়েছিলেন। তাঁকে স্বপ্ন দেখতে, পরিকল্পনা করতে এবং তাঁর মনোবাসনা পূর্ণ করার কাজ করতে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু একদিন সমস্ত কিছু ভেঙ্গে পড়ে, কারণ তাঁকে অজানা এক দেশে বন্দী করে নিয়ে যাওয়া হয়। জীবনের বাকি অংশ তাঁকে পৌত্তলিক শাসকদের অধীনে কাটাতে হয়।

দানিয়েল কীভাবে সেই অশান্ত সময়কে কাটিয়েছিলেন? তাঁর সমস্ত পরিকল্পনা যখন ভেঙ্গে পড়েছিল, তিনি কী করেছিলেন? দানিয়েল ১:৮ পদ থেকে আমরা তার সূত্র পাই (কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে, তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাঁহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না…)।

“মনে স্থির করা” কথাটি খুব শক্তিশালী। যখন আমরা কিছু করার জন্য মনঃস্থির করি, তখন সেই পথ থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। দানিয়েল মনঃস্থির করেছিলেন যে, তিনি “নিজেকে অশুচি” করবেন না। দানিয়েল কীভাবে সেই অশান্ত সময়কে কাটাতে সক্ষম হয়েছিলেন, এই পদটি সেই বিষয়ে আলোকপাত করে – তাঁর সাহস ছিল দৃঢ়তার সাথে জীবনযাপন করার।

একজন বন্দী হিসাবে, তাঁর পক্ষে দৃঢ়তা নিয়ে বাঁচা কতটা কঠিন ছিল, বিশেষ করে যখন তিনি চারিদিক থেকে চাপের মধ্যে ছিলেন?

আসুন দানিয়েলের জীবনের পরিস্থিতির কথা আমরা একটু ভেবে দেখি। ঈশ্বর, দানিয়েলকে এই ঝড়ের হাত থেকে রক্ষা করেননি। আর এটা হতাশাজনক ছিল! যিহূদীরা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল, ফলস্বরূপ তারা শাস্তি পাচ্ছিল। আর যারা বিশ্বস্ত ছিলেন, তাদেরকে সেই বিরুদ্ধাচারীদের শাস্তি বহন করতে হচ্ছিল। এটা ঠিক ছিল না! দানিয়েল এক নতুন দেশে, এক নতুন সংস্কৃতির মধ্যে ছিলেন, তাঁকে নতুন ভাষা শিখতে হয়েছিল, নতুন নতুন খাবারের সাথে পরিচিত হতে হয়েছিল, এবং তাঁকে এক নতুন নাম দেওয়া হয়েছিল। এটা আতঙ্কের বিষয় ছিল!

দানিয়েলের পরিস্থিতি মারাত্মকভাবে কঠিন থাকলেও, তা কিন্তু তার দৃঢ়তাকে টলাতে পারেনি।  নিজেকে অশুচি না করার বিষয়ে, এবং ঈশ্বরকে অসম্মান না করার বিষয়ে তিনি দৃঢ়সঙ্কল্প ছিলেন।

তাঁর শত্রুরা তাঁর সমস্ত কিছু পাল্টাতে চেয়েছিল, কিন্তু তিনি যে বিষয়ের জন্য দাঁড়িয়েছিলেন, তারা তা পাল্টাতে পারেনি। তারা তাঁর সংস্কৃতি পাল্টালেও, তাঁর চরিত্র পাল্টাতে পারেনি। তারা তাঁর নাম পাল্টালেও, তাঁর পরিচয় পাল্টাতে পারেনি। তারা তাঁর খাবার পাল্টালেও, তাঁর মানদণ্ড পাল্টাতে পারেনি। আর তারা তাঁর ভাষা পাল্টালেও, তাঁর বিশ্বাস পাল্টাতে পারেনি।

দানিয়েলের (এবং তাঁর বন্ধুদের) সাহস ছিল দৃঢ়তার সাথে জীবনযাপন করার। আর ঈশ্বর সেই বিষয়কে সম্মানিত করেছিলেন। তারা আরও স্বাস্থ্যবান ও বুদ্ধিমান হয়েছিলেন (১৫-১৭ পদ)। এবং রাজ্যের সমস্ত মন্ত্রবেত্তা ও গণকের থেকে ১০গুণ বেশি জ্ঞানবান ও বুদ্ধিমান ছিলেন।

নিঃসন্দেহে দানিয়েল কখনই বন্দীত্বের জীবনের পরিকল্পনা করেননি। তাঁর পরিকল্পনা কার্যকর হয়নি, তাঁর স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল। হয়তো তাঁর দ্বিতীয় পরিকল্পনা ছিল না। কিন্তু তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে, যখন দৃঢ়তার সাথে জীবনযাপন করার সাহস আমাদের থাকে, তখন প্রবল জলোচ্ছ্বাসে ঘিরে থাকলেও, আমরা সাফল্যলাভ করতে পারি।


读经计划介绍

সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা

যখন আমি চারিদিক থেকে চাপের মধ্যে থাকি, তখন কী করি? আমার পরিকল্পনাগুলো যখন পাথরের উপরে ঢেউয়ের মতো ভেঙ্গে পড়ে, তখন আমার প্রতিক্রিয়া কী? “সাহসিকতায় তৈরি” একটি ৬ দিনের অধ্যয়ন, যেটি এক বন্দীর জীবনকে এবং কীভাবে তিনি তাঁর সময়ে এক প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন, তা বর্ণনা করে।

More