সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা 预览

সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা

6天中的第2天

সঠিক অবস্থানের জন্য সাহস

যখন আপনি কোনও বিরক্তিকর অবস্থা এবং অবুঝ নেতার সম্মুখীন হন, তখন কী করেন? দানিয়েল ২ অধ্যায় শুরু হয় রাজা নবূখদ্‌নিৎসরের বিরক্তিকর স্বপ্নের মধ্য দিয়ে। ঘুম থেকে উঠে তিনি মন্ত্রবেত্তা, গণক, মায়াবী, জাদুকর, জ্যোতিষীদের ডেকে এক অযৌক্তিক কাজ করার আদেশ দেন: সেই স্বপ্নের বিষয়ে বলা এবং তার অর্থ বুঝিয়ে দেওয়া। এইরকম অদ্ভুত কাজ এর আগে কেউ কখনও করতে বলেনি। সেই স্বপ্নের মানে কীভাবে বলা যাবে, যদি না প্রথমে কেউ সেই স্বপ্নের বিষয়ে বলে? যাদেরকে ডাকা হয়েছিল, তারা রাজার চাহিদা মেটাতে পারেনি। ফলস্বরূপ রাজা এতটাই রেগে গিয়েছিলেন যে, ব্যাবিলনের সমস্ত জ্ঞানবান লোককে বধ করার আদেশ দিলেন (১২ পদ)।

এইরকম পাগলামির মুখে দানিয়েল হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন। আমরা যেন ভুলে না যাই যে দানিয়েল, রাজা নবূখদ্‌নিৎসরের দয়াধীন বন্দী ছিলেন। কিন্তু দানিয়েলের আনুগত্য জাগতিক রাজার প্রতি ছিল না। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সেবা করতেন। তাঁতে এই যুদ্ধবন্দী সাহস পেয়েছিলেন, সাহস পেয়েছিলেন সমস্যাপূর্ণ সময়ে স্থির হয়ে দাঁড়াতে।

নিজের জন্য ও অন্য যারা মৃত্যুর কিনারায় দাঁড়িয়েছিল, তাদের হয়ে কথা বলতে আসার সময় দানিয়েল এক তাৎপর্যপূর্ণ উপায় নিয়েছিলেন। প্রথমত, তিনি যা করেছিলেন তা হল, তিনি জ্ঞান ও বিবেচনার সাথে কথা বলেছিলেন (১৪ পদ)। যখন আমরা কোনও সঠিক বিষয়ের জন্য দাঁড়াই, তখন সর্বদা তা জ্ঞান ও বিবেচনার সাথে করা উচিত। দ্বিতীয়ত, তিনি যা করেছিলেন তা হল, তিনি তাঁর বিশ্বস্ত বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে আস্থা রেখেছিলেন (১৭-১৮ পদ)। রাজা নবূখদ্‌নিৎসরের অযৌক্তিক দাবির বিরুদ্ধে দাঁড়ানোর যুদ্ধে তিনি তাদেরকে যুক্ত হতে বলেছিলেন। আর তারা তা করেছিল: সেই অশান্ত সময়ে, ঈশ্বরের করুণা লাভের জন্য তারা একসাথে অনুরোধ করেছিল (১৯ পদ)। 

রাজা এবং তাঁর যুক্তিহীন আদেশের বিরুদ্ধে দাঁড়ানো সহজ নয়। দানিয়েল যা করতে চেয়েছিলেন তা আগে কখনও করা হয়নি (১৬ পদ)। কিন্তু দানিয়েল আমাদেরকে যে শিক্ষা দিলেন তা হল, অশান্ত সময়ে আমরা যেন সাহসের সাথে জীবনযাপন করি। সঠিক ও সত্যের পক্ষে দাঁড়ানো খুব জরুরি।

যখনই কোনও পছন্দের বিষয় আসে, প্রায়শই আমরা সাহসের থেকে স্বাচ্ছন্দ্যকে পছন্দ করে থাকি। যেগুলি সুবিধাজনক সেগুলি আরামদায়ক, সহজ। আমরা এমন এক ছাঁচের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে শিখেছি, যেটি সাহসের থেকে স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেয়। কিন্তু বাইবেল সামঞ্জস্যপূর্ণভাবে সাহসের কথা বলে থাকে। ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের সাহসকে পছন্দ করতে হবে এবং দানিয়েল আমাদের তাই শিখিয়েছেন।

এটা আমাদের মধ্যে এমন এক প্রশ্ন নিয়ে আসে যে, একজন বন্দী কীভাবে একজন শক্তিশালী ও উন্মাদনায় পূর্ণ রাজার সামনে এমন সাহস প্রকাশ করতে পারে।

এখানে তিনটি বিষয় দেখা যায়। প্রথমত, দানিয়েল জানতেন ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন (২০-২১ পদ; ৩৬-৩৮ পদ)। দানিয়েলের কখনই রাজার আদেশের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হত না, যদি না তিনি বিশ্বাস করতেন যে, ঈশ্বর সময় ও ঋতুর পরিবর্তন করেন; তিনি রাজাদের পদভ্রষ্ট করেন ও অন্যদের তুলে ধরেন (২১ পদ)। ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, তা উপলব্ধি করা আমাদেরকে সঠিক ও সত্যের পক্ষে দাঁড়াতে সাহস দেয়।

দ্বিতীয়ত, দানিয়েল জানতেন যে, ঈশ্বর সমস্ত কিছু প্রকাশ করেন (২২, ২৮ পদ)। রাজা যা চেয়েছিল, তা অকল্পনীয়, কিন্তু ঈশ্বরের কাছে তা অসম্ভব ছিল না। দানিয়েল তাঁর বিশ্বাস, স্বপ্নের প্রকাশকারী ও পূর্ণকারীর প্রতি রেখেছিলেন। ঈশ্বর যা করেন, তার উপলব্ধি আমাদেরকে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সাহস দেয়।

তৃতীয়ত, দানিয়েল জানতেন যে, ঈশ্বর সামর্থ্য প্রদানকারী (২৩ পদ)। ঈশ্বর, দানিয়েলকে সেই অশান্ত সময়ে দাঁড়ানোর জন্য প্রজ্ঞা ও শক্তি দিয়েছিলেন। তিনি যখন রাজার আদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন ঈশ্বর যে তাকে জয়লাভে সক্ষম করবেন, সেই নিশ্চয়তা নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন।

অশান্ত সময়ে দাঁড়ানোর সময়ে, দানিয়েল ঈশ্বরকে তাঁর সাহসের নোঙ্গর করেছিলেন। আর তাঁর এই অবস্থানের জন্য অনেক প্রাণ রক্ষা পেয়েছিল। দানিয়েল আমাদেরকে শিক্ষা দেন যে, সঠিক অবস্থানের জন্য যখন আমাদের সাহস থাকে, তখন প্রবল জলোচ্ছ্বাসে ঘিরে থাকলেও, আমরা সাফল্যলাভ করতে পারি।


读经计划介绍

সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা

যখন আমি চারিদিক থেকে চাপের মধ্যে থাকি, তখন কী করি? আমার পরিকল্পনাগুলো যখন পাথরের উপরে ঢেউয়ের মতো ভেঙ্গে পড়ে, তখন আমার প্রতিক্রিয়া কী? “সাহসিকতায় তৈরি” একটি ৬ দিনের অধ্যয়ন, যেটি এক বন্দীর জীবনকে এবং কীভাবে তিনি তাঁর সময়ে এক প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন, তা বর্ণনা করে।

More