Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

মথি 28:12-15

মথি 28:12-15 BENGALCL-BSI

পুরোহিতেরা সমাজপতিদের সঙ্গে একত্র হয়ে পরামর্শ করলেন এবং সেই সৈন্যদের প্রচুর অর্থ দিয়ে বললেন, তোমরা এ কথা বলবে, ‘আমরা রাত্রে যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন তার শিষ্যরা এসে তার দেহটা চুরি করে নিয়ে গিয়েছে।’ আর এ কথা যদি রাজ্যপালের কানে গিয়ে পৌঁছায় তাহলে আমরা তাঁকে বুঝিয়ে যাতে তোমাদের কোন ক্ষতি না হয় সে ব্যবস্থা করব। তারা টাকা নিয়ে ওদের নির্দেশমত কাজ করল। তাই এই রটনা আজও ব্যাপকভাবে ইহুদীদের মধ্যে প্রচলিত আছে।