Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

মথি 27

27
পীলাতের সম্মুখে যীশু
(মার্ক 15:1; লুক 23:1-2; যোহন 18:28-32)
1পরদিন সকালে পুরোহিত-প্রধানেরা ও সমাজপতিরা সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন, কি করে তাঁরা যীশুর মৃত্যু ঘটাতে পারেন।#মার্ক 15:1; লুক 22:66; যোহন 18:28-31 2তাঁরা তাঁকে বেঁধে নিয়ে গিয়ে রোমীয় রাজ্যপাল পীলাতের হাতে সমর্পণ করলেন।#লুক 23:1
ইসকারিয়োতের যিহুদা আত্মহত্যা
(প্রেরিত 1:14-19)
3এদিকে, যীশুকে যে ধরিয়ে দিয়েছিল সেই যিহুদা যখন দেখতে পেল যে যীশুকে দণ্ডিত করা হয়েছে, তখন সে অত্যন্ত অনুতপ্ত হল এবং পুরোহিত প্রধান ও সমাজপতিদের কাছে সেই ত্রিশটি রৌপ্যমুদ্রা ফিরিয়ে দিয়ে বলল,#আদি 26:15 4আমি পাপ করেছি, নির্দোষ ব্যক্তিকে ধরিয়ে দিয়েছি। কিন্তু তাঁরা বললেন, তাতে আমাদের কি? সে তোমার ব্যাপার। 5যিহুদা তখন সেই রৌপ্যমুদ্রাগুলি মন্দিরের মধ্যে ফেলে দিয়ে চলে গেল এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল।#প্রেরিত 1:18; ২ শমু 17:23 6পুরোহিত প্রধানেরা মুদ্রাগুলি তুলে নিয়ে বললেন, এগুলি কোষাগারে রাখা ঠিক হবে না। কারণ এ হল রক্তের মূল্য। 7তাঁরা পরামর্শ করে বিদেশীদের কবর দেবার জন্য ঐ অর্থ দিয়ে ‘কুমোর ডাঙ্গা’ কিনে নিলেন। 8এই কারণে ঐ জায়গাটি আজও “রক্ত ক্ষেত্র’ নামে পরিচিত।#প্রেরিত 1:19। 9তাতে নবী যিরমিয়ের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হল, ইসরায়েলীরা একটি মানুষের মূল্য ধার্য করল ত্রিশটি মুদ্রা, সেই অর্থ তারা গ্রহণ করল এবং#সখ 11:12-13; যির 32:6-9 10তা দিয়ে তারা কিনে নিল কুমোরের জমি-প্রভু আমাকে বলেছেন এ কথা।
রোমীয় রাজ্যপালের দরবারে যীশু
(মার্ক 15:2-5; লুক 23:3-5; যোহন 18:33-38)
11যীশুকে রাজ্যপালের সামনে উপস্থিত করা হল, রাজ্যপাল তাঁকে বললেন, তুমি কি ইহুদীদের রাজা?#মার্ক 15:2-5; লুক 23:2-3; যোহন 18:29-38। যীশু তাঁকে বললেন, আপনি নিজেই বলছেন। 12প্রধান পুরোহিতদের নেতৃবৃন্দ ও সমাজপতিরা তাঁর বিরুদ্ধে ও অভিযোগ করতে লাগলেন, কিন্তু তিনি তার কোনো উত্তর দিলেন না।#মথি 26:63; যিশা 53:7 13তখন পীলাত তাঁকে বললেন, তোমার বিরুদ্ধে এরা এত সব অভিযোগ আনছে, তুমি কি তার কিছুই শুনছ না? 14যীশু কোনো কথারই উত্তর দিলেন না। এতে রাজ্যপাল অত্যন্ত আশ্চর্য হলেন।#যোহন 19:9
প্রভু যীশুর বিচার ও প্রাণদণ্ড
(মার্ক 15:6-15; লুক 23:13-25; যোহন 18:39—19:16)
15পূর্বের সময়ে রাজ্যপাল একটি রীতি অনুসরণ করতেন, জনসাধারণের ইচ্ছানুসারে যে কোন একজন বন্দীকে তিনি মুক্ত করে দিতেন।#মার্ক 15:6-15; লুক 23:13-25; যোহন 18:39; 19:1 16সে সময়ে যীশু বারাব্বাস নামে একজন কুখ্যাত বন্দী ছিল। 17জনতা যখন এসে ভিড় করে দাঁড়াল, তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কার মুক্তি চাও-আমি কাকে ছেড়ে দেব, যীশু বারাব্বাসকে না যাকে খ্রীষ্ট বলে সেই যীশুকে? 18কারণ তিনি ভালভাবেই জানতেন যে ঈর্ষাবশতই তারা তাঁকে ধরিয়ে দিয়েছিল।#যোহন 11:47-48; 12:19।
19পীলাত যখন বিচারের আসনে উপবেশন করলেন সেই সময়ে তাঁর স্ত্রী তাঁকে বলে পাঠালেন, ঐ ধার্মিক ব্যক্তির বিরুদ্ধে তুমি সব কিছু করো না, কারণ ওঁর সম্বন্ধে আমি আজ খুব দুঃস্বপ্ন দেখেছি।
20এদিকে পুরোহিতদের নেতৃবৃন্দ জনতাকে প্ররোচনা দিল যেন তারা বারাব্বাসের মুক্তি ও যীশুর মৃত্যু দাবী করে। 21রাজ্যপাল তাদের আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে চাও? এ দুজনের মধ্যে আমি কাকে মুক্তি দেব? তারা একসঙ্গে বলল, বারাব্বাসকে। 22পীলাত তাদের বললেন, তাহলে যাকে খ্রীষ্ট বলে সেই যীশুর সম্বন্ধে আমি কি করব? তারা সকলে বলল, ওকে ক্রুশে দেওয়া হোক। 23পীলাত আবার তাদের বললেন, কী অপরাধ সে করেছে? তারা আরও বেশি চীৎকার করে বলতে লাগল, ওকে ক্রুশে দাও। 24পীলাত যখন দেখলেন যে তাঁর চেষ্টায় কোনো ফল হচ্ছে না, বরং গোলমাল ক্রমেই বেড়ে চলেছে, তখন তিনি জল নিয়ে জনতার সামনে হাত ধুয়ে বললেন, এই নির্দোষ মানুষটির রক্তপাতের জন্য আমি দায়ী নই, এ দায়-দায়িত্ব সব তোমাদের।#দ্বি.বি. 21:6-7। 25তখন সমগ্র জনতা সমস্বরে বলল, ওর রক্তের দায় আমাদের ও আমাদের সন্তানদের উপর বর্তাক।#প্রেরিত 5:28 26তখন পীলাত বারাব্বাসকে মুক্তি দিলেন এবং যীশুকে কশাঘাত ও ক্রুশবিদ্ধ করার নির্দেশ দিলেন।
যীশুকে সৈনিকদের বিদ্রূপ
(মার্ক 1:16-20; যোহন 19:2-3)
27তারপর রাজ্যপালের সৈন্যরা যীশুকে রাজভবনে সৈন্যাবাসে নিয়ে গেল এবং সমগ্র সেনাদল তাঁর চারপাশে জড়ো হল।#মার্ক 15:16-19; যোহন 19:2-3 28তাঁর জামাকাপড় খুলে নিয়ে তারা তাঁকে একটি গাঢ় বেগুনী পোষাক পরিয়ে দিল। 29একটি কাঁটার মুকুট গেঁথে তারা তাঁর মাথায় বসিয়ে দিল আর তাঁর ডান হাতে তুলে দিল একটি লাঠি। তাঁর সামনে তারা নতজানু হয়ে উপহাস করে বলতে লাগল, ইহুদী রাজের জয় হোক! 30তারা তাঁর গায়ে থুতু দিল এবং সেই লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করল।#যিশা 50:6 31এইভাবে বিদ্রূপ করার পর তারা তাঁর গায়ের সেই পোষাক খুলে নিল, আবার তাঁকে তাঁর নিজের জামাকাপড় পরিয়ে তাঁকে ক্রুশে দেবার জন্য নিয়ে চলল।#মার্ক 15:20-41; লুক 23:26,33-49; যোহন 19:16-30
যীশুর ক্রুশারোপণ ও মৃত্যু
(মার্ক 15:31-32; লুক 23:26-42; যোহন 19:17-27)
32যাওয়ার পথে তারা সাইরিনবাসী শিমোন নামে এক জনের দেখা পেল। তাকেই তারা বাধ্য করল যীশুর ক্রুশ বয়ে নিয়ে যেতে। 33তারা গলগথা অর্থাৎ ‘মাথার খুলির স্থান’ নামে জায়গায় পৌঁছাল। 34সেখানে তাঁকে তিক্ত দ্রাক্ষারস পান করতে দিল, কিন্তু একটু আস্বাদন করে তিনি তা পান করতে চাইলেন না।#গীত 69:21 35তারাপর তাঁরা তাকে ক্রুশবিদ্ধ করল এবং পাশা চেলে তাঁর জামাকাপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল।#গীত 22:18 36সেখানে বসে তারা তাঁকে পাহারা দিতে লাগল। 37“যীশু, ইহুদীদের রাজা, “ এই মর্মে একটি অপরাধ-লিপি লিখে তাঁর মাথার উপর টাঙ্গিয়ে দেওয়া হল।
38তারপর দুজন দস্যুকেও তাঁর সঙ্গে ক্রুশবিদ্ধ করা হল, একজনকে ডানদিকে ও একজনকে বাঁদিকে। 39যারে সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে নেড়ে তাকে বিদ্রূপ করতে লাগল, 40তুমি তো মন্দির ধ্বংস করে আবার তিন দিনের মধ্যে তৈরী করতে পার! এবার নিজেকে বাঁচাও দেখি। তুমি যদি ঈশ্বরের পুত্র হয়ে থাক তবে ক্রুশ থেকে নেমে এস। 41পুরোহিত প্রধানেরাও অনুরূপভাবে শাস্ত্রী ও সমাজপতিদের সঙ্গে তাঁকে উপহাস করে বলছিলেন, 42ও অপরকে বাঁচিয়েছে, নিজেকে কিন্তু বাঁচাতে পারছে না। ও নাকি ইসরায়েলের রাজা। তাহলে ক্রুশ থেকে নেমে আসুক, তখন আমরা ওকে বিশ্বাস করব। 43ঈশ্বরের উপর ও নির্ভর করেছিল, তিনি যদি ওর উপর তুষ্ট থাকেন, তাহলে তিনি ওকে উদ্ধার করুন। কারণ ও তো বলেছিল, ‘আমি ঈশ্বরের পুত্র’। 44যে দস্যুরা তাঁর সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছিল তারাও তাঁকে উপহাস করছিল।
45বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল। 46বেলা প্রায় তিনটের সময় যীশু উচ্চকন্ঠে চীৎকার করে বলে উঠলেন, এলী এলী লামা শবক্তানী, অর্থাৎ ঈশ্বর, আমার, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করেছ?#গীত 22:1 47সেখানে যারা দাঁড়িয়েছিল তারা একথা শুনে বলল, ও এলিয়কে ডাকছে। 48তাদের একজন তখনই ছুটে গিয়ে একটা স্পঞ্জ এনে ভিজিয়ে সেটা একটা নলে লাগিয়ে তাঁকে পান করতে দিল।#গীত 69:21 49কিন্তু অন্যেরা বলল, থাক, দেখি এলিয় ওকে বাঁচাতে আসেন কি না! 50যীশু আবার উচ্চকন্ঠে চীৎকার করে প্রাণত্যাগ করলেন। 51তখনই মন্দিরের যবনিকা উপর থেকে নীচু পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল, ভূমিকম্প হল, পর্বত বিদীর্ণ হল,#যাত্রা 26:31; হিব্রু 10:19-20 52সমাধিগুলি খুলে গেল, বহু মৃত পুণ্যাত্মার দেহ পুনরুজ্জীবিত হয়ে উঠল, 53এবং যীশুর পুনরুত্থানের পর সমাধি থেকে বেরিয়ে এসে তাঁরা পুণ্য নগরীতে প্রবেশ করেছিলেন। #দানি 12:2 54শতপতি সেনানায়ক ও তাঁর সঙ্গে যাঁরা যীশুকে পাহারা দিচ্ছিলেন তাঁরা ভূমিকম্প আর ঐ সমস্ত ঘটানা ঘটতে দেখে ভয়ে অভিভূত হয়ে বললেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। 55সেখানে অনেক মহিলা দূরে দাঁড়িয়ে এ সব দেখছিলেন। যীশুর সেবা করার জন্য তাঁরা গালীল থেকেই তাঁর সঙ্গে এসেছিলেন।#লুক 8:2-3 56তাঁদের মধ্যে ছিলেন মাগদালার মরিয়ম, যাকোব ও যোষেফের মা মরিয়ম ও সিবদীয়ের পুত্রদের মাতা।#মথি 20:20
যীশুর সমাধি
(মার্ক 15:42-47; লুক 23:50-56; যোহন 19:38-42)
57সন্ধ্যা হবার পর যোষেফ নামে আরিমাথিয়া শহরের একজন ধনী ব্যক্তি সেখানে এলেন। তিনিও যীশুর শিষ্য হয়েছিলেন।#মার্ক 15:42-47; লুক 23:50-55; যোহন 19:38-42 58তিনি পীলাতের কাছে গিয়ে যীশুর দেহটি চাইলেন। পীলাত তাঁকে দেহটি দিতে নির্দেশ দিলেন। 59যোষেফ দেহটি নিয়ে পরিষ্কার ক্ষৌমবস্ত্রে জড়ালেন। 60তারপর নিজের জন্য পাহাড়ের গায়ে খোদিত একটি নূতন সমাধিতে সেই দেহ রাখলেন। তারপর সমাধির মুখে একখানা বড় পাথর গড়িয়ে দিয়ে তিনি চলে গেলেন।#যিশা 53:9। 61মাগদালার মরিয়ম ও মরিয়ম নামে অপর মহিলাও সেখানে সমাধির সামনে বসে পড়লেন।
62পরের দিন অর্থাৎ উৎসবের প্রস্তুতি দিবসের পরের দিন পুরোহিত প্রধানেরা ও ফরিশীরা একসঙ্গে এসে পীলাতকে বললেন, 63হে মহামান্য, আমাদের মনে পড়ছে, সেই প্রতারক তার জীবিতকালে বলেছিল, তিনদিন পরে আমি পুনরুত্থিত হব।#মথি 12:40; 27:40 64কাজেই আপনি আদেশ দিন যাতে তিনিদিন পর্যন্ত তার সমাধি পাহারা দেওয়া হয়, পাছে তার শিষ্যেরা এসে দেহটি চুরি করে নিয়ে যায় এবং জনসাধারণকে বলে, ‘মৃতদের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন’। তাহলে শেষের প্রতারণা প্রথমের চেয়ে আরও গুরুতর হবে। 65পীলাত তাদের বললেন, প্রহরী তো তোমাদের দেওয়া হয়েছে। তোমরা গিয়ে তোমাদের ইচ্ছামত পাহারার ব্যবস্থা কর। 66তখন তারা গিয়ে সমাধির প্রস্তরখানির উপর সীলমোহর করে প্রহরী বসিয়ে সমাধিকে সুরক্ষিত করল।#দানি 6:17

Iliyochaguliwa sasa

মথি 27: BENGALCL-BSI

Kuonyesha

Shirikisha

Nakili

None

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia