Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

মথি 21

21
সগৌরবে যীশুর জেরুশালেমে প্রবেশ
(মার্ক 11:1-11; লুক 19:28-38; যোহন 12:12-19)
1জেরুশালেমের কাছে এসে তাঁরা বেথ-ফাগে নামক একটি গ্রামে উপস্থিত হলেন। ঐ গ্রামটি ছিল অলিভ পাহাড়ের ধারে। #মার্ক 11:1-10; লুক 19:29-38; যোহন 12:12-19 2যীশু তাঁর দু'জন শিষ্যকে এ কথা বলে পাঠিয়ে দিলেন, তোমরা সামনের ঐ গ্রামে যাও। সেখানে গেলেই দেখতে পাবে, শাবক সমেত একটা গাধা বাঁধা রয়েছে। তাদের খুলে নিয়ে আমার কাছে চলে এস। 3কেউ যদি তোমাদের কিছু বলে, তবে বলবে, ‘প্রভুর দরকার আছে’, তাহলে সে গাধা দুটি পাঠিয়ে দেবে।#মথি 26:18 4এই ঘটনায় নবীর মুখনিঃসৃত বাণী পূর্ণ হলঃ
5সিয়োন তনয়াকে তোমরা বল:
ঐ দেখ, তোমরা অধিরাজ আসছেন
তোমারই কাছে তিনি নম্র,
গর্দভ-পৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবকই তাঁর বাহন।#সখ 9:9; যিশা 62:11
6শিষ্যেরা গিয়ে যীশুর নির্দেশ মত কাজ করলেন। 7তাঁরা শাবকসমেত গাধাটাকে এনে তাদের পিঠের উপরে নিজেদের কাপড় পেতে দিলেন আর যীশু তার উপরে বসলেন। 8সমবেত জনতার মধ্য থেকে অনেকে পথের মাঝখানে নিজেদের পোষাক বিছিয়ে দিল, আর অন্যেরা গাছের ডাল ভেঙ্গে এনে পথের উপরে ছড়িয়ে দিল।#২ রাজা 9:13। 9তাঁর সামনে ও পিছনে জনতা চীৎকার করে বলতে লাগল:#21:9 হিব্রু শব্দ: ‘হে প্রভু উদ্ধার কর।’ গ্রীক অনুবাদে শব্দটি লিপ্যন্তরিত হয়েছে।
‘হোশান্না! দাউদ কুলতিলক!
ধন্য তিনি প্রভুর প্রতিভূরূপে
যাঁর আগমন।
ঊর্ধ্বলোকে হোক হোশান্না ধ্বনি।#গীত 118:25-26; ২ শমু 14:4
10যীশু জেরুশালেমে প্রবেশ করলেন সমস্ত নগরে এক মহা আলোড়নের সৃষ্টি হল। 11লোকে জিজ্ঞাসা করল, কে ইনি? উত্তরে জনতা উত্তর দিল, ইনি যীশু, গালীলের নাসরত নগরের সেই নবী।#মথি 21:46
12যীশু মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের মধ্যে যারা বেচাকেনা করছিল তিনি তাদের সকলকে তাড়িয়ে দিলেন। তিনি পোদ্দারদের টেবিল ও ঘুঘু ব্যাপারীদের আসন উলটিয়ে ফেলে দিলেন। 13তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ প্রার্থনা ভবন রূপে আখ্যাত হবে’। কিন্তু তোমরা একে দস্যুর আস্তানায় পরিণত করেছ। 14মন্দিরে মধ্যে অন্ধ ও খঞ্জেরা তাঁর কাছে এল, তিনি তাদের সুস্থ করে দিলেন। 15প্রধান পুরোহিত ও শাস্ত্রীরা তাঁর অলৌকিক কাজ দেখে এবং মন্দিরের মধ্যে ছেলেমেয়েদের “হোশান্না দাউদ কুলতিলক।” এই চীৎকার শুনে খুব ক্রুদ্ধ হলেন। 16তাঁরা যীশুকে বললেন, ওরা কী বলতে শুনতে পাচ্ছ? যীশু তাঁদের বললেন, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু তোমরা কি কখনও একথা পাঠ করনি, ‘তুমি বালক ও দুগ্ধপোষ্য শিশুদের মুখ প্রশংসায় করেছ মুখরিত'? 17তাদের কাছ থেকে তিনি নগরের বাইরে বেথানিয়া গ্রামে চলে গেলেন এবং সেখানেই রাত কাটালেন।
একটি নিষ্ফলা ডুমুর গাছ
(মার্ক 11:12-14,20-24)
18ভোরবেলায় শহরে ফিরে যাবার পথে যীশু ক্ষুধার্ত হলেন। 19পথের পাশে একটি ডুমুর গাছ দেখতে পেয়ে তিনি কাছে এগিয়ে এলেন, কিন্তু গাছটিতে পাতা ছাড়া আর কিছুই তিনি দেখতে পেলেন না। গাছটাকে লক্ষ্য করে তখন তিনি বললেন, আর কখনও যেন তোমাতে ফল না ধরে। ডুমুর তখনই শুকিয়ে গেল। 20শিষ্যেরা তা দেখে আশ্চর্য হয়ে বললেন, ডুমুর গাছটা সঙ্গে সঙ্গেই শুকিয়ে গেল কি করে? 21যীশু তাঁদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি তোমাদের বিশ্বাস থাকে এবং সন্দেহ না কর, তবে ডুমুর গাছের প্রতি যা করা হল শুধু যে তা-ই তোমরা করতে পারবে তা নয়, এমন কি এই পাহাড়টিকে যদি তোমরা বল, ‘ওঠ, সাগরে গিয়ে পড়,’ তাহলে তা-ই হবে। 22প্রার্থনায় যা তোমরা চাইবে, বিশ্বাস যদি কর, তবে তা পাবেই।
যীশুর অধিকার সম্পর্কে প্রশ্ন
(মার্ক 11:27-33; লুক 20:1-8)
23তিনি মন্দিরে এলে প্রধান পুরোহিত ও ইহুদীসমাজের প্রবীণবৃন্দ তাঁর কাছে এসে বললেন, তুমি কোন অধিকারে এসব কাজ করছ এবং তোমাকে এসব অধিকার কে-ই বা দিয়েছে?#মার্ক 11:27-33; লুক 20:1-8 #যোহন 2:18 24যীশু তাঁদের বললেন, আমিও তোমাদের একটি প্রশ্ন করব, তার উত্তর যদি তোমরা দাও তবে আমিও তোমাদের বলব, কোন অধিকারে এসব আমি করছি। 25বাপ্তিস্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন? স্বর্গ থেকে না মানুষের কাছ থেকে? তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা যদি বলি, ‘স্বর্গ থেকে’ তাহলে সে আমাদের বলবে, ‘তবে তোমরা তাঁকে বিশ্বাস করনি কেন?’ 26আর যদি বলি, ‘মানুষের কাছ থেকে’ তাহলে জনসাধারণের ভয় আছে, কারণ সকলেই যোহনকে নবী বলে মানে।#মথি 14:5। 27তাই যীশুকে তাঁরা বললেন, আমরা জানি না। তিনিও তাঁদের বললেন, কী অধিকারে আমি এসব করছি, আমিও তা তোমাদের বলব না।
দুজন পুত্রের দৃষ্টান্ত
28তোমাদের কি মনে হয়? একজন লোকের দুটি ছেলে ছিল। প্রথম ছেলেটির কাছে গিয়ে তিনি বললেন, ‘বাবা আজ তুমি আমার দ্রাক্ষাকুঞ্জে গিয়ে কাজ কর।’ 29ছেলেটি বলল, ‘আজ্ঞে আমি যাব’। কিন্তু পরে সে গেল না।#মথি 7:21 30তারপর বাবা দ্বিতীয় ছেলেটির কাছে এসে একই কথা বললেন। ছেলেটি বলল, ‘না, আমি যাব না। ‘কিন্তু পরে অনুতপ্ত হয়ে সে কাজে গেল। 31এ দুজনের মধ্যে কে পিতার আদেশ পালন করল? তাঁরা বললেন, শেষের জন। যীশু তাঁদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, কর-আদায়কারী ও বারবণিতারা তোমাদের আগেই ঈশ্বরের রাজ্যে গিয়ে প্রবেশ করবে। 32যোহন এসেছিলেন তোমাদের কাছে, তিনি ধর্মপথে চলতেন, তোমরা তাঁকে বিশ্বাস করনি। কিন্তু কর-আদায়কারী ও বারবণিতারা তাঁকে বিশ্বাস করেছিল। কিন্তু তা দেখেও তোমরা অনুশোচনা করলে না, তাঁকে বিশ্বাস করলে না।#লুক 7:29।
বিদ্রোহী প্রজাদের উপাখ্যান
(মার্ক 12:1-12; লুক 20:9-19)
33আর একটি উপখ্যান শোন। একজন ভূস্বামী একটি দ্রাক্ষাকুঞ্জ তৈরী করলেন। তার চারপাশে বেড়া দিয়ে দিলেন। দ্রাক্ষা মাড়াই করার জন্য একটি কুণ্ড তৈরী করলেন এবং সেখানে একটি উঁচু চৌকিঘর তৈরী করলেন। তারপর জমিটা চাষীদের বিলি করে দিয়ে তিনি বিদেশে বেড়াতে গেলেন।#মার্ক 12:1-12; লুক 20:9-19 #যিশা 5:1-2 34ফলের মরশুম এলে ভূস্বামী তাঁর ভাগ নেবার জন্য চাষীদের কাছে তাঁর ভৃত্যদের পাঠালেন। 35চাষীরা তাঁর ভৃত্যদের ধরে কাউকে মারধর করল, কাউকে বা পাথর ছুঁড়ে মারল। 36ভূস্বামী তখন প্রথমবারের চেয়েও সংখ্যায় অনেক বেশী ভৃত্য পাঠালেন। চাষীরা তাদের প্রতিও অনুরূপ ব্যবহার করল। 37অবশেষে তিনি নিজের ছেলেকে পাঠালেন। তিনি ভাবলেন, তারা অন্তত আমার ছেলেকে সম্মান করবে। 38কিন্তু চাষীরা যখন ভূস্বামীর ছেলেটিকে দেখতে পেল, তারা তখন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, এ-ই হল উত্তরাধিকারী, এস, একে মেরে ফেলে এর সম্পত্তি আমরা দখল করে নিই।#মথি 27:18 39তারা তাকে ধরে দ্রাক্ষাকুঞ্জের বাইরে ফেলে হত্যা করল। 40তবে দ্রাক্ষাকুঞ্জের মালিক যখন আসবেন তখন এই চাষীদের প্রতি তিনি কি রকম ব্যবহার করবেন? 41তারা যীশুকে বলল, তিনি সেই পাপিষ্ঠদের অবশ্যই বিনাশ করবেন এবং দ্রাক্ষাকুঞ্জটি এমন চাষীদের কাছে বিলি করবেন যারা ফলের মরশুমে তাঁর প্রাপ্য অংশ তাঁকে দেবে। 42যীশু তাদের বললেন, তোমরা কি কোনদিন শাস্ত্রে এ কথা পড়নি?
যে শিলাস্তম্ভটি স্থপতিরা করেছিল বর্জন
সেটিই হল কোণের প্রধান প্রস্তর
এ মহান কীর্তি প্রভুরই!
আমাদের দৃষ্টিতে বিস্ময়কর।#গীত 118:22-23; প্রেরিত 4:11; রোমীয় 9:33; ১ পিতর 2:6-8।
43এ জন্য আমি তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, এবং দেওয়া হবে এমন প্রজাদের যারা তার উপযুক্ত ফল উৎপাদন করবে।#দানি 2:34; যিশা 8:14; রোমীয় 9:32 #21:43 এখানে কোন কোন পাণ্ডুলিপিতে, “এই পাথরের উপর যে পড়বে সে চূর্ণবিচূর্ণ হবে, যার উপর এই পাথর গিয়ে পড়বে সেটি তাকে পিষে ফেলবে”....এই পদ পাওয়া যায়।
45এ সমস্ত উপাখ্যান শুনে প্রধান পুরোহিত ও ফরিশীরা বুঝতে পারলেন যে তিনি তাঁদের সম্পর্কেই এই সব কথা বলছেন। 46তাঁরা তাঁকে গ্রেপ্তার করার সুযোগ খুঁজতে লাগলেন, কিন্তু জনসাধারণের ভয়ে তাঁরা নিরস্ত হলেন, কারণ লোকে তাঁকে নবী বলে মানত।

Iliyochaguliwa sasa

মথি 21: BENGALCL-BSI

Kuonyesha

Shirikisha

Nakili

None

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia