Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

যোহন 20

20
শূন্য সমাধি
(মথি 28:1-8; মার্ক 16:1-8; লুক 24:1-12)
1রবিবার দিন ভোরবেলা মাগদালাবাসিনী মরিয়ম গেলেন সেই সমাধির কাছে তখনও আঁধার কাটে নি। গিয়ে দেখলেন, সমাধিমুখ থেকে পাথরটা সরান রয়েছে।#মথি 28:1-10; মার্ক 16:1-11; লুক 24:1-12 2তিনি দৌড়ে গেলেন শিমোন পিতর এবং যীশুর সেই প্রিয় শিষ্যের কাছে। বললেন, ওরা সমাধি থেকে প্রভুকে নিয়ে গেছে, কোথায় তাঁকে রেখেছে আমরা জানি না।#যোহন 13:23; 18:15; 21:7-20
3তখনই পিতর এবং অন্য শিষ্যটি চললেন সমাধি অভিমুখে। 4ছুটে চললেন তাঁরা দুজনে। অন্যজন দৌড়ে পিতরকে পিছনে ফেলে সমাধিতে আগে গিয়ে পৌঁছালেন। 5সমাধির ভিতর ঝুঁকে দেখতে পেলেন, ক্ষৌমবস্ত্রের ফালিগুলো সেখানে পড়ে রয়েছে। তিনি কিন্তু তার ভিতরে গেলেন না। 6তারপর শিমোন পিতর তাঁর পিছনে পিছনে এসে সোজা সমাধিগুহায় প্রবেশ করলেন। দেখলেন, ক্ষৌমবস্ত্রের ফালিগুলো পড়ে রয়েছে। 7যে রুমালখানা যীশুর মাথায় দেওয়া ছিল সেটি কিন্তু ঐ ফালিগুলোর সঙ্গে ছিল না, আলাদা এক জায়গায় জড়ান অবস্থায় রাখা ছিল। 8যে শিষ্যটি সমাধিতে আগে এসেছিলেন তিনিও ভিতরে গিয়ে সব দেখে বিশ্বাস করলেন। 9কারণ মৃত্যুলোক থেকে যীশু পুনরুত্থিত হবেন, শাস্ত্রের এই বাণীর প্রকৃত মর্ম তখনও পর্যন্ত তাঁরা বুঝতে পারেন নি।#১ করি 15:4; প্রেরিত 2:24-32 10শিষ্যেরা বাড়ি ফিরে গেলেন
মাগ্‌দালাবাসিনী মরিয়ম যীশুর দর্শন দান
(মথি 28:9-10; মার্ক 16:9-12)
11মরিয়ম কিন্তু সমাধির বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে সমাধির ভিতরে উঁকি দিতেই দেখতে পেলেন 12শুভ্রবসনশোভিত দুজন স্বর্গদূত বসে আছেন। যীশুর দেহ যেখানে ছিল সেখানে মাথার দিকে একজন, পায়ের দিকে অপর জন। 13তাঁরা তাঁকে বললেন, কেন কাঁদছো তুমি? তিনি বললেন, ওরা আমার প্রভুকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে আমি জানি না।
14এই বলে তিনি পিছন দিকেই দেখতে পেলেন, যীশু দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি তাঁকে চিনতে পারলেন না। 15যীশু তাঁকে বললেন, তুমি কাঁদছ কেন? আর কেকেই বা তুমি খুঁজছ? মরিয়ম যীশুকে বাগানের মালী মনে করে বললেন, মশাই, আপনি যদি তাঁকে সরিয়ে নিয়ে গিয়ে থাকেন তাহলে বলুন কোথায় তাঁকে রেখেছেন, আমি তাঁকে নিয়ে যাব।
16যীশু তাঁকে ডাকলেন, মরিয়ম! মরিয়ম চকিত হয়ে তাঁর দিকে ফিরে বলে উঠলেন, রব্বুণি! (হিব্রু ভাষায় এর অর্থ গুরুদেব)
17যীশু বললেন আমাকে ছুঁয়ো না, আমি এখনও পিতার সান্নিধ্যে নীত হই নি। তুমি যাও, আমার ভাইদের কাছে গিয়ে বল যে যিনি আমার ও তোমাদের পিতা এবং আমার ও তোমাদের ঈশ্বর, ঊর্ধ্বলোকে আমি এবার তাঁর কাছে যাচ্ছি।#হিব্রু 2:11-12; রোমীয় 8:29
18মাগদালাবাসিনী মরিয়ম তখন শিষ্যদের কাছে গিয়ে বললেন, আমি প্রভুকে দেখেছি। যীশু তাঁকে যা বলেছিলেন সে কথাও তিনি তাঁদের বললেন।
শিষ্যদের সামনে যীশুর আবির্ভাব
(মথি 28:16-20; মার্ক 16:14-18; লুক 24:36-49)
19সেই রবিবার দিনেই সন্ধ্যেবেলায় শিষ্যেরা সকলে ইহুদীদের ভয়ে একটি ঘরে দরজা বন্ধ করে বসেছিলেন। যীশু তাঁদের মধ্যে আবির্ভূত হয়ে বললেন, তোমাদের শান্তি হোক!#মার্ক 16:14-18; লুক 24:36-49; যোহন 20:26 20তারপর তিনি নিজের হাত-পা আর পাঁজর তাঁদের দেখালেন। প্রভুকে দেখে শিষ্যদের মন আনন্দে ভরে গেল। 21যীশু তাঁদের আবার বললেন, তোমাদের শান্তি হোক! পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমনি আমিও তোমাদের পাঠাচ্ছি।#যোহন 17:18 22এই বলে তিনি তাদের মাথায় ফুঁ দিয়ে বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ কর!#আদি 2:7 23তোমরা যদি কারও পাপ মার্জনা কর তাহলে তারা মার্জনা লাভ করবে। আর যদি কারও পাপ মার্জনা না কর তাহলে তা থেকে যাবে।#মথি 16:19; 18:18
থোমার সন্দেহ নিরসন
24শিষ্যদের কাছে যীশুর আবির্ভাবের সময় বারোজন শিষ্যের অন্যতম থোমা যার অপর নাম দিদুম সেখানে ছিল না।#যোহন 11:16; 14:5 25তাই অন্য শিষ্যরা যখন তাঁকে বললেন, আমরা প্রভুকে দেখেছি, তিনি তাঁদের বললেন, তাঁর হাত দুখানিতে পেরেকের চিহ্ন না দেখলে এবং সেই ক্ষতস্থানে আঙ্গুল দিয়ে ও তাঁর পাঁজরে হাত দিয়ে না দেখলে আমি একথা বিশ্বাস করব না।#যোহন 19:34
26এক সপ্তাহ পর আবার শিষ্যরা একটি ঘরে একত্র হয়ে ছিলেন। থোমাও ছিলেন তাঁদের সঙ্গে। ঘরের সব দরজা বন্ধ থাকা সত্ত্বেও যীশু আবির্ভূত হলেন সেখানে। তাঁদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক!#যোহন 20:19 27তারপর থোমাকে বললেন, এখানে তোমার আঙ্গুল দাও, দেখ আমার হাত দুখানি। হাত বাড়িয়ে আমার কুক্ষিদেশ স্পর্শ কর। সংশয় রেখো না মনে, বিশ্বাস কর।
28থোমার কন্ঠ থেকে উৎসারিত হল, প্রভু আমার, ঈশ্বর আমার!
29যীশু তাঁকে বললেন, তুমি আমায় দেখেছ বলেই বিশ্বাস করলে। ধন্য তারা, যারা আমায় না দেখে বিশ্বাস করে।#১ পিতর 1:8; ২ করি 5:7
পুস্তক রচনার উদ্দেশ্য
30শিষ্যদের সামনে যীশু ঐশীশক্তির আরও অনেক নিদর্শন দেখালেন। সে সব এ গ্রন্থে লিপিবদ্ধ হয় নি। 31কিন্তু এইগুলি লিপিবদ্ধ হয়েছে যাতে তোমরা বিশ্বাস করতে পার যে যীশুই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র এবং এই বিশ্বাসের মাধ্যমে তাঁর নামের মাহাত্ম্যে তোমরা জীবন লাভ কর।#১ যোহন 5:13; রোমীয় 1:17; যোহন 3:16; 5:40; 10:10

Kuonyesha

Shirikisha

Nakili

None

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia