Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

প্রেরিত 3:7-8

প্রেরিত 3:7-8 BENGALCL-BSI

এই বলে তিনি তার ডান হাত ধরে তুলে দাঁড় করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার গোড়ালি আর পাপ সবল হয়ে উঠল। সে তখন লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগল। তারপর নাচতে নাচতে, লাফাতে লাফাতে ঈশ্বরের স্তুতিতে মুখর হয়ে তাঁদের সঙ্গে মন্দিরের ভিতরে গেল।