Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

প্রেরিত 28

28
মালটা দ্বীপে পৌলের অলৌকিক কাজ
1নিরাপদে তীরে পৌঁছাবার পর জানতে পারলাম, সেই জায়গাটির নাম মালটা দ্বীপ। 2স্থানীয় অধিবাসীরা আমাদের সঙ্গে খুবই সদয় ব্যবহার করল। সেই সময় বৃষ্টি আরম্ভ হয়েছিল আর শীতও পড়েছিল, তাই তারা আগুনে জ্বেলে আমাদের সবাইকে অভ্যর্থনা করল।#২ করি 11:27 3পৌল এক বোঝা কাঠ জড়ো করেছিলেন। সেগুলো তিনি আগুনে দিচ্ছিলেন, এমন সময় একটা বিষাক্ত সাপ আগুনের তাপে বেরিয়ে এসে পৌলের হাত জড়িয়ে ধরল। 4স্থানীয় অধিবাসীরা ওভাবে সাপটাকে তাঁর হাতে ঝুলতে দেখে নিজেদের মধ্যে বলতে লাগল, নিশ্চয়ই এই লোকটা খুনী সমুদ্রের হাত থেকে রেহাই পেলে কি হবে, দেবতার বিচারে এ প্রাণে বাঁচবে না। 5পৌল কিন্তু সাপটাকে আগুনে ঝেড়ে ফেলে দিলেন, কোন ক্ষতিই তংআর হল না।#মার্ক 16:8; লুক 10:19 6তারা অবস্য আশা করেছিল, যে কোন মুহূর্তে পৌলের দেহ ফুলে উঠবে অথবা হঠাৎ তিনি মরে ঢলে পড়বেন। কিন্তু বহুক্ষম অপেক্ষার পরও যখন তারার দেখল যে পৌলের উপর কোন অঘটনই ঘটল না, তখন তারা মত পাল্টে বলল, উনি নিশ্চয় দেবতা।#প্রেরিত 14:11
7মালটা দ্বীপে যিনি প্রধান ছিলেন তাঁর ভূসম্পত্তি ছিল সেই জায়গারই কাছাকাছি অঞ্চলে। তাঁর নাম ছিল পাবলিয়াস। তিনি আমাদের পরম সমাদরে আতিথ্য করলেন। 8পাবলিয়াসের বাবা জ্বর ও আমাশা রোগে শয্যাশায়ী ছিলেন। পৌল তাঁর কাছে গিয়ে প্রার্থনা করলেন এবং তাঁর উপর হস্তার্পণ করে তাঁকে সুস্থ করে দিলেন। 9এই ঘটনার পর সেই দ্বীপের সমস্ত অসুস্থ লোক তাঁর কাছে এসে সুস্থ হতে লাগল। 10তারা অনেক প্রীতি উপহার দিয়ে আমাদর সম্মান দেখাল। তারপর আমরা আবার যখন যাত্রা শুরু করলাম, তখন তারা আমাদের প্রয়োজনীয যাবতীয় রসদ জাহাজে দিয়ে গেল।
মালটা থেকে রোম
11তিন মাস পর আমরা ‘যমজ দেবতা'র মূর্তি আঁকা আলেকজান্দ্রিয়ার একটি জাহাজে করে রওনা হলাম। এই দ্বীপেই জাহাজটা শীতকাল কাটাচ্ছিল। 12সাইরাকিউজ শহরে পৌঁছে আমরা তিন দিন থাকলাম। 13সেখান থেকে রওনা হয়এ আমরা পৌঁছালাম রেজিয়াম শহরে। পরের দিন দখিণা বাতাস বইতে শুরু হওয়ার দুই দিনেই আমরা পটেওলিতে পৌঁছালাম। 14সেখানে কযেকজন খ্রীষ্টান ভাই-এর সঙ্গে দেখা হল। তাঁরা আমাদের তাঁদের সঙ্গে সাত দিন থাকতে আমন্ত্রণ জানালেন। এইভাবে আমরা গিয়ে পৌঁছালাম রোমে। 15সেখানকার খ্রীষ্টানরা আমাদের কথা শুনতে পেয়ে আপ্পিয়ের হাট ও তিনটে পান্থশালা পর্যন্ত এগিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে। পৌল তাঁদের দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ও মনে সাহস পেলেন।
রোমে পৌলের প্রচার
16আমরা রোমে গিয়ে পৌঁছালে পৌল সৈন্যদের প্রহরায় থাকার অনুমতি পেলেন।#প্রেরিত 27:3
17তিন দিন পর পৌল সেখানকার স্থানীয় ইহুদী নেতাদের ডেকে পাঠালেন! তাঁরা একত্রিত হলে তিনি তাঁদের বললেন, ভাইসব, স্বজাতির বিরুদ্ধে অথবা আমাদের পিতৃপুরুষদের আচরণীয় প্রথার বিরুদ্ধে আমি কিছু না করা সত্ত্বেও জেরুশালেমে আমাকে বন্দী করে রেআমীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। 18তারার আমাকে জেরা করে যখন দেখল যে মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধই আমি করিনি তখন তারা আমাকে মুক্তি দিতে চেয়েছিল। 19কিন্তু ইহুদীরা আপত্তি করায় আমি সীজারের কাছে আবেদন জানাতে বাধ্য হলাম, অবশ্য স্বজাতির বিরুদ্ধে আমার কোন নালিশ ছিল না।#প্রেরিত 25:1 20ইসরায়েল জাতি যে প্রত্যাশায় প্রতীক্ষমান, আমি তারই জন্য এভাবে শৃঙ্খলাবদ্ধ —একথা বলার জন্য ও আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি আপনাদের ডেকেছিলাম।#প্রেরিত 26:17
21তাঁরা তাঁকে বললেন, যিহুদীয়া থেকে তোমার সম্বন্ধে আমরা কোন চিঠিই পাইনি এবং আমাদের সমাজের কেউ এখানে এসে তোমার বিষয়ে কোন মন্দ সংবাদ দেয়নি বা খারাপ কিছু বলেনি। 22কিন্তু আমরা তোমার ধ্যান-ধারণা কি তা জানতে চাই। কারণ তোমাদের এই সম্প্রদায় সম্পর্কে আমরা যতটুকু আনি, তাতে কেউই তোমাদের সুখ্যাতি করে না।#প্রেরিত 24:5-14
23পৌলের সঙ্গে একটা দিন স্থির করে তাঁরা অনেকে মিলে পৌলের বাড়ীতে গেলেন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পৌল তাঁদের কাছে সব ব্যাখ্যা করে বললেন এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করলেন। মোশির বিধানশাস্ত্র এবং নবীদের গ্রন্থ থেকে প্রমাণ দিয়ে যীশুর সম্বন্ধে তাঁদের মনে দৃঢ় প্রত্যয় জন্মাতে চেষ্টা করলেন।#প্রেরিত 9:15 24তাঁদের মধ্যে কয়েকজন পৌলের কথায় বিশ্বাস করলেন কিন্তু বাকীরা বিশ্বাস করলেন না। 25এতে তাঁদের নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় তাঁরা সেখান থেকে চলে গেলেন, তখন পৌল বললেন, নবী যিশাইয়র মাধ্যমে পবিত্র আত্মা তোমাদের পিতৃপুরুষদের কাছে ঠিক কথাই বলেছিলেন! 26‘এই জাতির কাছে গিয়ে বল:
তোমরা শুধু শুনেই যাবে, বুঝবে না কিছুই,
শুধু তোমরা চেয়েই থাকবে, দেখতে কিছুই পাবে না।#যিশা 6:9-10; মথি 13:14; মার্ক 4:12; যোহন 12:40; রোমীয় 11:8
27কারণ এদের চিত্ত অসাড়,শ্রবণ বধির, দৃষ্টি আচ্ছন্ন।
ওরা যদি দেখে, যদি ওরা শোনে এবং
ওদের হৃদয় যদি উপলব্ধি করে
তাহলে ওরা ফিরে আসবে আমার কাছে,
আর আমি সুস্থ করব ওদের।’
28আপনারা তাহলে এ কথা জেনে যান যে, এখন থেকে ঈশ্বরের এই পরিত্রাণের বার্তা এমন সব জাতির কাছেই পাঠানো হবে যারা ইহুদী নয়। আর তারা তাতে কর্ণপাত করবে।#গীত 67:2; 98:3; লুক 3:6; প্রেরিত 13:46-47 29[পৌলের একথা শুনে ইহুদীরা নিজেদের মধ্যে ভীষণ তর্ক করতে করতে সেখান থেকে চলে গেল।*]
30রোমে পৌল নিজে একটি বাড়ি ভাড়া করে দুবছর থাকলেন। যাঁরা তাঁর কাছে যেতেন, সকলকে তিনি অভ্যর্থনা জানাতেন। 31তিনি প্রকাশ্যে সকলের কাছে ঈশ্বরের বার্তা প্রচার করতেন এবং প্রভু যীশু খ্রীষ্টের জীবন ও কর্ম সম্বন্ধে শিক্ষা দিতেন, কেউ তাঁকে বাধা দিত না।#প্রেরিত 1:3; 8:12; 20:25; 28:23

Kuonyesha

Shirikisha

Nakili

None

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia