প্রেরিত 28:26-27
প্রেরিত 28:26-27 BENGALCL-BSI
‘এই জাতির কাছে গিয়ে বল: তোমরা শুধু শুনেই যাবে, বুঝবে না কিছুই, শুধু তোমরা চেয়েই থাকবে, দেখতে কিছুই পাবে না। কারণ এদের চিত্ত অসাড়,শ্রবণ বধির, দৃষ্টি আচ্ছন্ন। ওরা যদি দেখে, যদি ওরা শোনে এবং ওদের হৃদয় যদি উপলব্ধি করে তাহলে ওরা ফিরে আসবে আমার কাছে, আর আমি সুস্থ করব ওদের।’