প্রেরিত 25
25
সীজারের দরবারে পৌলের আপীল
1তিন দিন পর নিয়োগপত্র পেয়ে ফেস্টাস সীজারিয়া থেকে জেরুশালেমে গেলেন। 2তখন মুখ্য পুরোহিতেরা ও বিশিষ্ট ইহুদী নেতৃবৃন্দ পৌলের বিরুদ্ধে তাঁর কাছে আবার নালিশ করলেন এবং অনুরোধ জানিয়ে বললেন 3যেন পৌলকে জেরুশালেমে আনানো হয় কারণ তাঁরা পৌলকে পথেই হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন।#প্রেরিত 23:15-21 4ফেস্টাস বললেন, পৌল এখন সীজারিয়অতে আছেন। শিগ্গিরই আমি সেখানে যাব। 5আপনাদের নেতৃবৃন্দ আমার সঙ্গে চলুন। যদি পৌল কোন অপরাধ করে থাকে তাহলে সেখানেই তাঁরা অভিযোগ আনুন।
6জেরুশালেম তাঁদের সঙ্গে আট-দশদিন কাটিয়ে ফেস্টাস সীজারিয়াতে গেলেন। পরের দিন তিনি বিচারসভায় গিয়ে আসন গ্রহণ করলেন এবং পৌলকে সেখানে হাজির করতে আদেশ দিলেন। 7তিনি এলে জেরুশালেম থেকে আগত ইহুদীরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করতে লাগলেন যা তাঁদের পক্ষে প্রমাণ করা সম্ভব ছিল না। 8পৌল তখন বললেন, ইহুদীদের বিধান শাস্ত্র বা তাদের মন্দির অথবা সীজারের বিরুদ্ধে আমি কেআন অপরাধ করিনি।
9ফেস্টাস কিন্তু ইহুদীদের খুশী করার জন্য পৌলকে বললেন, তুমি কি জেরুশালেমে গিয়ে আমার সাক্ষাতে এসব অভিযোগের বিচার নিষ্পত্তি চাও?
10পৌল বললেন, আমি সীজারের বিচারসভায় দাঁড়িয়ে আছি, এখানেই আমার বিচার করতে হবে। আপনি ভাল করেই জানেন যে ইহুদীদের বিরুদ্ধে আমি কোন অপরাধই করিনি। 11আমি যদি অপরাধী হই এবং মৃত্যুদণ্ডের যোগ্য এমন কিছু করে থাকি তাহলে আমি তার দণ্ড এড়াতে চাই না। কিন্তু আমার বিরুদ্ধে তাদের অভিযোগেরর কোন সত্যতা যদি না থাকে তাহলে কেউ আমাকে ওদের হাতে তুলে দিতে পারে না। আমি সীজারের কাছে আপীন করেছি।
12তখন ফেস্টাস তাঁর উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে বললেন, তুমি সীজারের কাছে আপীল করেছ। অতএব তেআমাকে সীজারের কাছে যেতে হবে। 13কযেকদিন পরে রাজা আগ্রিপ্প ও বের্ণিস এলেন সীজারিয়াতে ফেস্টাসকে অভিনন্দন জানাতে।#প্রেরিত 9:15; 25:23 14সেখানে তাঁরা বেশ কিছুদিন থাকলেন। ফেস্টাস তখন রাজার কাছে পৌলের মামলায় বিষয় উপস্থাপন করলেন, বললেন, এখানে একজন লোক আছে, ফেলিক্স তাঁকে বন্দী করেছিলেন।#প্রেরিত 24:27 15আমি যখন জেরুশালেমে ছিলাম তখন ইহুদীদের মুখ্য পুরোহিতেরা ও সমাজের প্রবীণ নেতারা তার বিষয় আমাকে জানিয়ে দণ্ডাজ্ঞা প্রার্থনা করেছিলেন। 16আমি তাদের বলেছিলাম যে, অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগকারীদের সামনে দাঁড়িয়ে তাদের আনা অভিযোগ খণ্ডনের সুযোগ দেবার আগে কাউকে হস্তান্তর করার প্রথা রোমীয়দের নেই। 17তারা তখন একসঙ্গে এখানে এল। আমি আর দেরী না করে পরের দিনই বিচারসভায় আসন গ্রহণ করলাম ও লোকটিকে উপস্থিত করার আদেশ দিলাম। 18অভিযোগকারীরা তার বিরুদ্ধে আমি যা ভেবেছিলাম তেমন কোন অভিযোগ আনতে পারেনি। 19তবে তাদের ধর্মীয় কতকগুলি বিশিষ্ট প্রথাসংক্রান্ত ব্যাপারে ও যীশু নামে একজন মৃত ব্যক্তিকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে। পৌলের সুনিশ্চিত দাবী, তিনি জীবিত।#প্রেরিত 18:15 20আমি তখন এই সমস্যা সমাধানের কোন সূত্র না পেয়ে নিরুপায় হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে সে এ বিষযে বিচারের জন্য জেরুশালেমে যেতে চায় কি না। 21কিন্তু পৌল সম্রাটের কাছে বিচার লাভের আবেদন জানিয়ে হাজতে থাকতে চেয়েছে। তাই সীজারের কাছে না পাঠানো পর্যন্ত তাকে আমি আটক রাখার আদেশ দিয়েছি।
22আগ্রিপ্প ফেস্টাসকে বললেন, আমি নিজে ঐ লোকটির কথা শুনতে চাই।
ফেস্টাস বললেন, আগামীকাল শুনবেন।#লুক 23:8
23পরের দিন তাই আগ্রিপ্প ও বের্ণিস বিপুল সমারোহ সেনাপতি ও নগরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভাগৃহে প্রবেশ করলেন। তারপর ফেস্টাসের আদেশে পৌলকে সেখানে নিয়ে যাওয়া হল।#মথি 10:18; প্রেরিত 9:15 24ফেস্টাস বললেন, রাজা আগ্রিপ্প এবং সমবেত ভদ্রমণ্ডলী, এই যে লোকটিকে আপনারা দেখছেন, ইহুদী সম্প্রদায় জেরুশালেমে এবং এখানে এর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানিয়েছিল, চীৎকার করে বলেছিল, যে ওর বেঁচে থাকা উচিত নয়।#প্রেরিত 21:36; 22:22 25কিন্তু আমি দেখলাম মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ এ করেনি। সে নিজে যখন সম্রাটের কাছে আপীল করেছে, আমি একে তাঁর কাছে পাঠানোই স্থির করেছি। 26কিন্তু মাননীয় সম্রাটের কাছে এর সম্বন্ধে নিশ্চিতভাবে আমার লিখে জানাবার কিছুই নেই। তাই আপনাদের সামনে একে এনেছি। রাজা আগ্রিপ্প, বিশেষ করে আপনার কাছে এনেছি, যাতে ওকে জিজ্ঞাসাবাদ করে লেখার মত কিছু পেতে পারি। 27কারণ একজন বন্দীর বিরুদ্ধে কি অভিযোগ তা না জানিয়ে তাকে পাঠানো যুক্তিসঙ্গত নয়।
Iliyochaguliwa sasa
প্রেরিত 25: BENGALCL-BSI
Kuonyesha
Shirikisha
Nakili

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
প্রেরিত 25
25
সীজারের দরবারে পৌলের আপীল
1তিন দিন পর নিয়োগপত্র পেয়ে ফেস্টাস সীজারিয়া থেকে জেরুশালেমে গেলেন। 2তখন মুখ্য পুরোহিতেরা ও বিশিষ্ট ইহুদী নেতৃবৃন্দ পৌলের বিরুদ্ধে তাঁর কাছে আবার নালিশ করলেন এবং অনুরোধ জানিয়ে বললেন 3যেন পৌলকে জেরুশালেমে আনানো হয় কারণ তাঁরা পৌলকে পথেই হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন।#প্রেরিত 23:15-21 4ফেস্টাস বললেন, পৌল এখন সীজারিয়অতে আছেন। শিগ্গিরই আমি সেখানে যাব। 5আপনাদের নেতৃবৃন্দ আমার সঙ্গে চলুন। যদি পৌল কোন অপরাধ করে থাকে তাহলে সেখানেই তাঁরা অভিযোগ আনুন।
6জেরুশালেম তাঁদের সঙ্গে আট-দশদিন কাটিয়ে ফেস্টাস সীজারিয়াতে গেলেন। পরের দিন তিনি বিচারসভায় গিয়ে আসন গ্রহণ করলেন এবং পৌলকে সেখানে হাজির করতে আদেশ দিলেন। 7তিনি এলে জেরুশালেম থেকে আগত ইহুদীরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করতে লাগলেন যা তাঁদের পক্ষে প্রমাণ করা সম্ভব ছিল না। 8পৌল তখন বললেন, ইহুদীদের বিধান শাস্ত্র বা তাদের মন্দির অথবা সীজারের বিরুদ্ধে আমি কেআন অপরাধ করিনি।
9ফেস্টাস কিন্তু ইহুদীদের খুশী করার জন্য পৌলকে বললেন, তুমি কি জেরুশালেমে গিয়ে আমার সাক্ষাতে এসব অভিযোগের বিচার নিষ্পত্তি চাও?
10পৌল বললেন, আমি সীজারের বিচারসভায় দাঁড়িয়ে আছি, এখানেই আমার বিচার করতে হবে। আপনি ভাল করেই জানেন যে ইহুদীদের বিরুদ্ধে আমি কোন অপরাধই করিনি। 11আমি যদি অপরাধী হই এবং মৃত্যুদণ্ডের যোগ্য এমন কিছু করে থাকি তাহলে আমি তার দণ্ড এড়াতে চাই না। কিন্তু আমার বিরুদ্ধে তাদের অভিযোগেরর কোন সত্যতা যদি না থাকে তাহলে কেউ আমাকে ওদের হাতে তুলে দিতে পারে না। আমি সীজারের কাছে আপীন করেছি।
12তখন ফেস্টাস তাঁর উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে বললেন, তুমি সীজারের কাছে আপীল করেছ। অতএব তেআমাকে সীজারের কাছে যেতে হবে। 13কযেকদিন পরে রাজা আগ্রিপ্প ও বের্ণিস এলেন সীজারিয়াতে ফেস্টাসকে অভিনন্দন জানাতে।#প্রেরিত 9:15; 25:23 14সেখানে তাঁরা বেশ কিছুদিন থাকলেন। ফেস্টাস তখন রাজার কাছে পৌলের মামলায় বিষয় উপস্থাপন করলেন, বললেন, এখানে একজন লোক আছে, ফেলিক্স তাঁকে বন্দী করেছিলেন।#প্রেরিত 24:27 15আমি যখন জেরুশালেমে ছিলাম তখন ইহুদীদের মুখ্য পুরোহিতেরা ও সমাজের প্রবীণ নেতারা তার বিষয় আমাকে জানিয়ে দণ্ডাজ্ঞা প্রার্থনা করেছিলেন। 16আমি তাদের বলেছিলাম যে, অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগকারীদের সামনে দাঁড়িয়ে তাদের আনা অভিযোগ খণ্ডনের সুযোগ দেবার আগে কাউকে হস্তান্তর করার প্রথা রোমীয়দের নেই। 17তারা তখন একসঙ্গে এখানে এল। আমি আর দেরী না করে পরের দিনই বিচারসভায় আসন গ্রহণ করলাম ও লোকটিকে উপস্থিত করার আদেশ দিলাম। 18অভিযোগকারীরা তার বিরুদ্ধে আমি যা ভেবেছিলাম তেমন কোন অভিযোগ আনতে পারেনি। 19তবে তাদের ধর্মীয় কতকগুলি বিশিষ্ট প্রথাসংক্রান্ত ব্যাপারে ও যীশু নামে একজন মৃত ব্যক্তিকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে। পৌলের সুনিশ্চিত দাবী, তিনি জীবিত।#প্রেরিত 18:15 20আমি তখন এই সমস্যা সমাধানের কোন সূত্র না পেয়ে নিরুপায় হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে সে এ বিষযে বিচারের জন্য জেরুশালেমে যেতে চায় কি না। 21কিন্তু পৌল সম্রাটের কাছে বিচার লাভের আবেদন জানিয়ে হাজতে থাকতে চেয়েছে। তাই সীজারের কাছে না পাঠানো পর্যন্ত তাকে আমি আটক রাখার আদেশ দিয়েছি।
22আগ্রিপ্প ফেস্টাসকে বললেন, আমি নিজে ঐ লোকটির কথা শুনতে চাই।
ফেস্টাস বললেন, আগামীকাল শুনবেন।#লুক 23:8
23পরের দিন তাই আগ্রিপ্প ও বের্ণিস বিপুল সমারোহ সেনাপতি ও নগরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভাগৃহে প্রবেশ করলেন। তারপর ফেস্টাসের আদেশে পৌলকে সেখানে নিয়ে যাওয়া হল।#মথি 10:18; প্রেরিত 9:15 24ফেস্টাস বললেন, রাজা আগ্রিপ্প এবং সমবেত ভদ্রমণ্ডলী, এই যে লোকটিকে আপনারা দেখছেন, ইহুদী সম্প্রদায় জেরুশালেমে এবং এখানে এর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানিয়েছিল, চীৎকার করে বলেছিল, যে ওর বেঁচে থাকা উচিত নয়।#প্রেরিত 21:36; 22:22 25কিন্তু আমি দেখলাম মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ এ করেনি। সে নিজে যখন সম্রাটের কাছে আপীল করেছে, আমি একে তাঁর কাছে পাঠানোই স্থির করেছি। 26কিন্তু মাননীয় সম্রাটের কাছে এর সম্বন্ধে নিশ্চিতভাবে আমার লিখে জানাবার কিছুই নেই। তাই আপনাদের সামনে একে এনেছি। রাজা আগ্রিপ্প, বিশেষ করে আপনার কাছে এনেছি, যাতে ওকে জিজ্ঞাসাবাদ করে লেখার মত কিছু পেতে পারি। 27কারণ একজন বন্দীর বিরুদ্ধে কি অভিযোগ তা না জানিয়ে তাকে পাঠানো যুক্তিসঙ্গত নয়।
Iliyochaguliwa sasa
:
Kuonyesha
Shirikisha
Nakili

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.