1
মার্ক 14:36
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তিনি বললেন, আব্বা, পিতা, তোমার পক্ষে সবই সম্ভব। এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক।
Linganisha
Chunguza মার্ক 14:36
2
মার্ক 14:38
জেগে থাক, প্রার্থনা কর যেন প্রলোভনে না পড়। আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল।
Chunguza মার্ক 14:38
3
মার্ক 14:9
সত্যিই আমি তোমাদের বলছি, পৃথিবীর যেখানেই সুসমাচার প্রচারিত হবে, সেখানেই এর কথা স্মরণ করে এই কীর্তির উল্লেখ করা হবে।
Chunguza মার্ক 14:9
4
মার্ক 14:34
তাই যীশু তাঁদের বললেন, আমার প্রাণ মর্মান্তিক যন্ত্রণায় জর্জরিত। তোমরা এখানে অপেক্ষা কর, জেগে থাক।
Chunguza মার্ক 14:34
5
মার্ক 14:22
তাঁরার সকলে খেতে বসলে যীশু রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, তারপর টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, এই নাও, আমার দেহ।
Chunguza মার্ক 14:22
6
মার্ক 14:23-24
তারপর পানপাত্র হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তাঁদের দিলেন। সকলে সেই পানপাত্র থেকে পান করলেন। যীশু তাঁদের বললেন, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধের প্রতীক এই আমার রক্ত, যা বহুজনের জন্য নিঃসারিত।
Chunguza মার্ক 14:23-24
7
মার্ক 14:27
যীশু তাঁদের বললেন, তোমরা সকলে আমাকে পরিত্যাগ করবে কারণ শাস্ত্রে লেখা আছে, ‘মেষপালককে আমি আঘাত করব, মেষেরা তখন চারিদিকে ছড়িয়ে পড়বে।’
Chunguza মার্ক 14:27
8
মার্ক 14:42
ওঠ, চল আমরা যাই। যে আমায় ধরিয়ে দেবে ঐ দেখ সে এগিয়ে আসছে।
Chunguza মার্ক 14:42
9
মার্ক 14:30
যীশু তাঁকে বললেন, সত্যিই তোমায় আমি বলছি, আজই রাত্রে মোরগ দুবার ডাকার আগে তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।
Chunguza মার্ক 14:30
Nyumbani
Biblia
Mipango
Video