1
যোহন 13:34-35
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
একটি নূতন অনুশাসন আমি তোমাদের দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালবেস। আমি যেমন তোমাদের ভালবেসেছি, তেমনি তোমরাও পরস্পরকে ভালবাসবে। পরস্পরের প্রতি তোমাদের এই ভালবাসা দেখেই সকলে জানবে, তোমরা আমার শিষ্য।
Linganisha
Chunguza যোহন 13:34-35
2
যোহন 13:14-15
তোমাদের প্রভু এবং গুরু হয়ে আমি যদি তোমাদের পা ধুইয়ে দিতে পারি তাহলে তোমাদেরও পরস্পরের পা ধুইয়ে দেওয়া উচিত। আমি তোমাদের সামনে একটি আদর্শ রেখে গেলাম যেন আমি যা করলাম, তোমরাও তাই কর।
Chunguza যোহন 13:14-15
3
যোহন 13:7
যীশু বললেন, আমার কাজের মর্ম তুমি এখন বুঝবে না কিন্তু পরে বুঝবে।
Chunguza যোহন 13:7
4
যোহন 13:16
সত্যি সত্যি আমি তোমাদের বলছি যে ভৃত্য প্রভুর চেয়ে বড় নয় এবং প্রেরিত ব্যক্তি প্রেরণকর্তার চেয়ে বড় নয়।
Chunguza যোহন 13:16
5
যোহন 13:17
এ কথা যদি তোমরা জেনে থাক এবং তা যদি কার্যতঃ পালন কর তাহলে তোমরা হবে ধন্য।
Chunguza যোহন 13:17
6
যোহন 13:4-5
তা সত্ত্বেও সবাই যখন ভোজে বসলেন তখন তিনি উঠে এসে নিজের গায়ের জামা খুলে রেখে একখানা তোয়ালে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ভরলেন এবং শিষ্যদের পা ধুইয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে আরম্ভ করলেন।
Chunguza যোহন 13:4-5
Nyumbani
Biblia
Mipango
Video