1
প্রেরিত 27:25
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তাই বন্ধুগণ, সাহস হারাবেন না। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার কাছে যা ব্যক্ত করেছেন, নিশ্চিতভাবে তা ঘটবেন।
Linganisha
Chunguza প্রেরিত 27:25
2
প্রেরিত 27:23-24
আমি যে ঈশ্বরের দাস, যাঁর আরাধনা আমি করি, সেই ঈশ্বরের দূত গত রাত্রে আমার সামনে আবির্ভূত হয়ে বলেছেন, ‘ভয় পেয়ো না পৌল, সীজারের সামনে তোমাকে উপস্থিত হতে হবে। ঈশ্বর অনুগ্রহ করেছেন তাই তোমার এই সহযাত্রীদের প্রাণরক্ষা হবে।’
Chunguza প্রেরিত 27:23-24
3
প্রেরিত 27:22
এখন আপনাদের কাছে আমার অনুরোধ, সাহস হারাবেন না। শুধু এই জাহাজের ক্ষতি ছাড়া আপনাদের মধ্যে কারো কোন ক্ষতি হবে না।
Chunguza প্রেরিত 27:22
Nyumbani
Biblia
Mipango
Video