জেরুশালেম তাঁদের সঙ্গে আট-দশদিন কাটিয়ে ফেস্টাস সীজারিয়াতে গেলেন। পরের দিন তিনি বিচারসভায় গিয়ে আসন গ্রহণ করলেন এবং পৌলকে সেখানে হাজির করতে আদেশ দিলেন। তিনি এলে জেরুশালেম থেকে আগত ইহুদীরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ করতে লাগলেন যা তাঁদের পক্ষে প্রমাণ করা সম্ভব ছিল না।