1
মার্ক ১৪:36
পবিত্র বাইবেল গসপেল (কেরী ভার্সন)
বিবিএস-গসপেল
তিনি কহিলেন, আব্বা, পিতঃ, সকলই তোমার সাধ্য; আমার নিকট হইতে এই পানপাত্র দূর কর; তথাপি আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক।
Համեմատել
Ուսումնասիրեք মার্ক ১৪:36
2
মার্ক ১৪:38
তোমরা জাগিয়া থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল।
Ուսումնասիրեք মার্ক ১৪:38
3
মার্ক ১৪:9
আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোন স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার স্মরণার্থে ইহার এই কর্মের কথাও বলা যাইবে।
Ուսումնասիրեք মার্ক ১৪:9
4
মার্ক ১৪:34
তিনি তাঁহাদিগকে কহিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে; তোমরা এখানে থাক, আর জাগিয়া থাক।
Ուսումնասիրեք মার্ক ১৪:34
5
মার্ক ১৪:22
তাঁহারা ভোজন করিতেছেন, এমন সময়ে তিনি রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং তাঁহাদিগকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর।
Ուսումնասիրեք মার্ক ১৪:22
6
মার্ক ১৪:23-24
পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাঁহাদিগকে দিলেন, এবং তাঁহারা সকলেই তাহা হইতে পান করিলেন। আর তিনি তাঁহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়।
Ուսումնասիրեք মার্ক ১৪:23-24
7
মার্ক ১৪:27
তখন যীশু তাঁহাদিগকে কহিলেন, তোমরা সকলে বিঘ্ন পাইবে; কেননা লেখা আছে, “আমি পালরক্ষককে আঘাত করিব, তাহাতে মেষেরা ছিন্নভিন্ন হইয়া পড়িবে।”
Ուսումնասիրեք মার্ক ১৪:27
8
মার্ক ১৪:42
উঠ, আমরা যাই; এই দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে, সে নিকটে আসিয়াছে।
Ուսումնասիրեք মার্ক ১৪:42
9
মার্ক ১৪:30
যীশু তাঁহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, তুমিই আজ, এই রাত্রিতে, মোরগ দুই বার ডাকিবার পূর্বে, তিন বার আমাকে অস্বীকার করিবে।
Ուսումնասիրեք মার্ক ১৪:30
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր