গণনা পুস্তক ২

শিবিরে থাকিবার ও যাত্রা করিবার নিয়ম
1 আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, 2 ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে স্ব স্ব পিতৃকুলের চিহ্নের সহিত পতাকার নিকটে সন্নিবেশিত হইবে; তাহারা সমাগম-তাম্বুর অভিমুখে চতুর্দিকে সন্নিবেশিত হইবে।
3 পূর্ব পার্শ্বে সূর্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে, এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 4 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক চুয়াত্তর সহস্র ছয়শত জন। 5 তাহার পার্শ্বে ইষাখর বংশ সন্নিবেশিত হইবে, এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 6 তাহার সৈন্য, তাহার গণিত লোক চুয়ান্ন সহস্র চারিশত জন। 7 আর সবূলূন-বংশ তথায় থাকিবে; হেলোনের পুত্র ইলীয়াব সবূলূন-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 8 তাহার সৈন্য, তাহার গণিত লোক সাতান্ন সহস্র চারি শত জন। 9 যিহূদার শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বসুদ্ধ এক লক্ষ ছিয়াশি সহস্র চারিশত জন। তাহারা সর্বপ্রথমে অগ্রসর হইবে।
10 দক্ষিণ পার্শ্বে সৈন্য অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 11 তাহার সৈন্য, তাহার গণিত লোক ছেচল্লিশ সহস্র পাঁচশত জন। 12 তাহার পার্শ্বে শিমিয়োন বংশ সন্নিবেশিত হইবে, এবং সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল শিমিয়োনের সন্তানগণের অধ্যক্ষ হইবে। 13 তাহার সৈন্য, তাহার গণিত লোক ঊনষাট সহস্র তিনশত জন। 14 গাদ বংশও তথায় থাকিবে, এবং দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ গাদ-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 15 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক পঁয়তাল্লিশ সহস্র ছয়শত পঞ্চাশ জন। 16 রূবেণের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বসুদ্ধ এক লক্ষ একান্ন সহস্র চারি শত পঞ্চাশ জন। তাহারা দ্বিতীয়তঃ অগ্রসর হইবে।
17 পরে সমাগম-তাম্বু লেবীয়দের শিবিরের সহিত সমস্ত শিবিরের মধ্যবর্তী হইয়া অগ্রসর হইবে; যাহারা যেমন সন্নিবেশিত হয়, তাহারা তেমনি আপন আপন শ্রেণীতে আপন আপন পতাকার পার্শ্বে পার্শ্বে থাকিয়া চলিবে।
18 পশ্চিম পার্শ্বে আপন সৈন্য অনুসারে ইফ্রয়িমের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীহূদের পুত্র ইলীশামা ইফ্রয়িম-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 19 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক চল্লিশ সহস্র পাঁচশত জন। 20 তাহাদের পার্শ্বে মনঃশি বংশ থাকিবে, এবং পদাহসূরের পুত্র গমলীয়েল মনঃশি-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 21 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক বত্রিশ সহস্র দুইশত জন। 22 আর বিন্যামীন বংশ তথায় থাকিবে, এবং গিদিয়োনির পুত্র অবীদান বিন্যামীন-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 23 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক পঁয়ত্রিশ সহস্র চারিশত জন। 24 ইফ্রয়িমের শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বসুদ্ধ এক লক্ষ আট সহস্র একশত জন। তাহারা তৃতীয়তঃ অগ্রসর হইবে।
25 উত্তর পার্শ্বে আপন সৈন্য অনুসারে দানের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর দান-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 26 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক বাষট্টি সহস্র সাতশত জন। 27 তাহাদের পার্শ্বে আশের বংশ সন্নিবেশিত হইবে, এবং অক্রণের পুত্র পগীয়েল আশের-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 28 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক একচল্লিশ সহস্র পাঁচশত জন। 29 নপ্তালি বংশও তথায় থাকিবে, এবং ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-সন্তানগণের অধ্যক্ষ হইবে। 30 তাহার সৈন্য, তাহাদের গণিত লোক তিপান্ন সহস্র চারিশত জন। 31 দানের শিবিরের গণিত লোকেরা সর্বসুদ্ধ এক লক্ষ সাতান্ন সহস্র ছয়শত জন। তাহারা আপন আপন পতাকা লইয়া শেষে অগ্রসর হইবে।
32 ইহারা ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলানুসারে গণিত লোক; সৈন্য অনুসারে শিবিরের গণিত লোক সর্বসুদ্ধ ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত। 33 কিন্তু লেবীয়েরা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হইল না, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন। 34 ইস্রায়েল-সন্তানগণ মোশির প্রতি দত্ত সদাপ্রভুর সমস্ত আজ্ঞা অনুসারে কর্ম করিত, আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে আপন আপন পতাকার নিকটে সন্নিবেশিত হইত ও যাত্রা করিত।

Kleurmerk

Deel

Kopieer

None

Wil jy jou kleurmerke oor al jou toestelle gestoor hê? Teken in of teken aan