যাত্রাপুস্তক ১৫

১৫
ইস্রায়েলের বিজয়-সঙ্গীত
1 তখন মোশি ও ইস্রায়েল-সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশে এই গীত গান করিলেন; তাঁহারা বলিলেন,
আমি সদাপ্রভুর উদ্দেশে গান করিব;
কেননা তিনি মহিমান্বিত হইলেন,
তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।
2 সদাপ্রভু আমার বল ও গান,
তিনি আমার পরিত্রাণ হইলেন;
এই আমার ঈশ্বর,
আমি তাঁহার প্রশংসা করিব;
আমার পৈতৃক ঈশ্বর,
আমি তাঁহার প্রতিষ্ঠা করিব।
3 সদাপ্রভু যুদ্ধবীর;
সদাপ্রভু তাঁহার নাম।
4 তিনি ফরৌণের রথসমূহ ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন;
তাঁহার মনোনীত সেনানিগণ সূফসাগরে নিমগ্ন হইল।
5 জলরাশি তাহাদিগকে আচ্ছাদন করিল;
তাহারা অগাধ জলে প্রস্তরবৎ তলাইয়া গেল।
6 হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত পরাক্রমে গৌরবান্বিত;
হে সদাপ্রভু, তোমার দক্ষিণ হস্ত শত্রু চূর্ণকারী।
7 তুমি নিজ মহিমার মহত্ত্বে,
যাহারা তোমার বিরুদ্ধে উঠে,
তাহাদিগকে নিপাত করিয়া থাক;
তোমার প্রেরিত কোপাগ্নি শুষ্ক তৃণের ন্যায় তাহাদিগকে ভক্ষণ করে।
8 তোমার নাসিকার নিশ্বাসে জল রাশীকৃত হইল;
স্রোত সকল স্তূপের ন্যায় দণ্ডায়মান হইল;
সমুদ্র-গর্ভে জলরাশি ঘনীভুত হইল।
9 শত্রু বলিয়াছিল, আমি পশ্চাৎ ধাবিত হইব,
উহাদের সঙ্গ ধরিব, লুট বিভাগ করিয়া লইব;
উহাদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হইবে;
আমি খড়্‌গ নিষ্কোষ করিব,
আমার হস্ত উহাদিগকে বিনাশ করিবে।
10 তুমি নিজ বায়ু দ্বারা ফুঁ দিলে,
সমুদ্র তাহাদিগকে আচ্ছাদন করিল;
তাহারা প্রবল জলে সীসাবৎ তলাইয়া গেল।
11 হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য?
কে তোমার ন্যায় পবিত্রতায় আদরণীয়,
প্রশংসায় ভয়ার্হ, আশ্চর্য ক্রিয়াকারী?
12 তুমি আপন দক্ষিণ হস্ত বিস্তার করিলে,
পৃথিবী উহাদিগকে গ্রাস করিল।
13 তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ,
তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ,
তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ।
14 জাতি সকল ইহা শুনিল, কম্পান্বিত হইল,
পলেষ্টীয়া-বাসিগণ ব্যথাগ্রস্ত হইয়া পড়িল।
15 তখন ইদোমের দলপতিগণ বিহ্বল হইল;
মোয়াবের নেতৃবর্গ কমপগ্রস্ত হইল;
কনান-নিবাসী সকলে গলিয়া গেল।
16 ত্রাস ও আশংকা তাহাদের উপরে পড়িতেছে;
তোমার বাহুবলে তাহারা প্রস্তরবৎ স্তব্ধ হইয়া আছে;
যাবৎ, হে সদাপ্রভু, তোমার প্রজাগণ উত্তীর্ণ না হয়,
যাবৎ তোমার ক্রীত প্রজাগণ উত্তীর্ণ না হয়।
17 তুমি তাহাদিগকে লইয়া যাইবে,
আপন অধিকার-পর্বতে রোপণ করিবে,
হে সদাপ্রভু, তথায় তুমি আপন নিবাসার্থ স্থান প্রস্তুত করিয়াছ;
হে প্রভু, তথায় তোমার হস্ত ধর্মধাম স্থাপন করিয়াছে।
18 সদাপ্রভু যুগে যুগে অনন্তকাল রাজত্ব করিবেন।
19 কেননা ফরৌণের অশ্বগণ তাঁহার রথ সকল ও অশ্বারোহীগণ সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাহাদের উপরে ফিরাইয়া আনিলেন; কিন্তু ইস্রায়েল-সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া গমন করিল। 20 পরে হারোণের ভগিনী মরিয়ম ভাববাদিনী হস্তে মৃদঙ্গ লইলেন, এবং তাঁহার পশ্চাৎ পশ্চাৎ অন্য স্ত্রীলোকেরা সকলে মৃদঙ্গ লইয়া নৃত্য করিতে করিতে বাহির হইল। 21 তখন মরিয়ম লোকদের কাছে এই ধূয়া গাইলেন-
তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর;
কেননা তিনি মহামহিমান্বিত হইলেন;
তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।
ঈশ্বর প্রান্তরে খাদ্য ও পানীয় যোগান
22 আর মোশি ইস্রায়েলকে সূফসাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তাহারা শূর প্রান্তরে গমন করিল। আর তাহারা তিন দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না। 23 পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত। এই জন্য তাহার নাম মারা [তিক্ততা] রাখা হইল। 24 তখন লোকেরা মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, আমরা কি পান করিব? 25 তাহাতে তিনি সদাপ্রভুর নিকট ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাঁহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন, এবং তাহার পরীক্ষা লইলেন, 26 আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর কথায় মনোযোগ কর, তাঁহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই কর, তাঁহার আজ্ঞাতে কর্ণপাত কর, ও তাঁহার বিধি সকল পালন কর, তবে আমি মিসরীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না; কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। 27 পরে তাহারা এলীমে উপস্থিত হইল। সেই স্থানে জলের বারোটি উনুই ও সত্তরটি খর্জুরবৃক্ষ ছিল। তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল।

Kleurmerk

Deel

Kopieer

None

Wil jy jou kleurmerke oor al jou toestelle gestoor hê? Teken in of teken aan

Video vir যাত্রাপুস্তক ১৫