প্রার্থনা预览

প্রার্থনা

3天中的第3天

আমরা যখন নানা ধরনের পরিস্থিতির কারণে আমাদের জন্য ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া, তাঁর ইচ্ছা কী তা জানতে না পারি তখন প্রার্থনাই কিন্তু তাঁর ইচ্ছা জানার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়।

সুর-ফৈনীকীয় স্ত্রীলোকটি যদি মন্দ আত্মায় পাওয়া তার মেয়ের জন্য যীশুর কাছে কাকুতি-মিনতি না করতো তাহলে তার মেয়ে কোনদিনই সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করতে পারতো না;

যদি যিরীহো শহরের বাইরের ঐ অন্ধ লোকটি চিৎকার করে যীশুকে না ডাকতো তাহলে হয়তো বা তাকে সারা জীবনই অন্ধ থাকতে হতো;

ঈশ্বর বলেন, আমরা কোন কিছু পাই না, কারণ আমরা তাঁর কাছে তাঁর ইচ্ছানুযায়ী সেগুলো চাই না (যাকোব ৪:২ পদ)।

এক অর্থে, প্রার্থনা হলো লোকের কাছে সুসমাচার প্রচার করার মত একটি বিষয়। আমরা যতক্ষণ না কারও কাছে সুসমাচারের কথা বলি ততক্ষণ আমরা জানতে পারি না যে, কার কার এই সুসমাচার-বাণীর প্রতি সাড়া দেওয়ার মনোভাব রয়েছে। ঠিক একইভাবে, আমরা যতক্ষণ না প্রার্থনা করি ততক্ষণ আমরা আমাদের করা প্রার্থনার কোন ফল দেখতে পাই না।

প্রার্থনাহীনতা আমাদের বিশ্বাসের এবং ঈশ্বরের বাক্যে আস্থা রাখার অভাববোধকেই প্রকাশ করে থাকে। ঈশ্বরের প্রতি আমাদের যে বিশ্বাস আছে তা দেখানোর জন্যই আমরা প্রার্থনা করে থাকি। কারণ আমরা ঈশ্বরের কাছে যতটুকু চাইতে পারি কিংবা আশা করতে পারি তারচেয়েও অনেক বেশী কিছু করার এবং আমাদের জীবনে তাঁর অফুরন্ত আশীর্বাদ ঢেলে দেওয়ার প্রতিজ্ঞা তিনি করেছেন; (ইফিষীয় ৩:২০ পদ)। প্রার্থনা হলো আমাদের জীবনের প্রাথমিক একটি অভিপ্রায় মাত্র যেন আমরা অন্য লোকদের জীবনে ঈশ্বরের সাধিত কাজ দেখতে পাই। কারণ, প্রার্থনা হচ্ছে- ঈশ্বরের শক্তির মধ্যে আমাদের “আবদ্ধ থাকা”-র একটি অভিপ্রায় বা বাসনা মাত্র; আর আমাদের অভিপ্রায় বা বাসনা হলো, শয়তানকে এবং সেই সঙ্গে তার বিশাল বাহিনীকে সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতায় পরাজিত করা। কারণ, আমাদের নিজেদের শক্তিতে শয়তান ও তার বাহিনীর উপর জয়লাভ করার ক্ষেত্রে আমরা শক্তিহীন ও দুর্বল।

অতএব, ঈশ্বর চান যেন তাঁর সিংহাসনের সামনে আমাদের দেখতে পাওয়া যায়। কারণ সেখানে আমাদের জন্য এমন একজন মহাপুরোহিত আছেন যেখানে আমরা যেসব কঠিন পরিস্থিতি পার হয়ে এসেছি সেগুলো তিনিও (যীশু) পার হয়ে এসেছেন; (ইব্রীয় ৪:১৫-১৬ পদ)। আমরা তাঁর কাছ থেকে এই প্রতিজ্ঞা লাভ করেছি যে, ধার্মিক লোকের উৎসাহজনক প্রার্থনা অনেক বড় বড় কাজ সাধন করে থাকে (যাকোব ৫:১৬-১৮ পদ)।

সুতরাং, প্রেমময় ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে তাঁর নাম মহিমান্বিত করুন; কারণ আমরা তাঁকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি এবং সেই আত্ম-বিশ্বাসে প্রার্থনার মধ্য দিয়ে তাঁর কাছে উপস্থিত হই॥

[ আমেন]।

读经计划介绍

প্রার্থনা

আর হান্না নাম্নী এক ভাববাদিনী ছিলেন, তিনি পনূয়েলের কন্যা, আশের বংশজাত; তাঁহার অনেক বয়স হইয়াছিল, তিনি কুমারী অবস্থার পর সাত বৎসর স্বামীর সহিত বাস করেন, আর চুরাশি বৎসর পর্যন্ত বিধবা হইয়া থাকেন, তিনি ধর্মধাম হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে রাত দিন উপাসনা করিতেন। তিনি সেই দণ্ডে উপস্থিত হইয়া ঈশ্বরের ধন্যবাদ করিলেন, এবং যত লোক যিরূশালেমের মুক্তির অপেক্ষা করিতেছিল, তাহাদিগকে যীশুর কথা বলিতে লাগিলেন।

More