প্রার্থনা预览

প্রার্থনা

3天中的第2天

প্রার্থনা করবার অন্যতম প্রধান কারণটি হলো-

ঈশ্বর চান যেন আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের পরিস্থিতি বা সমস্যার সমাধানে প্রার্থনা যেন একটি বিশেষ মাধ্যম হিসাবে বিবেচিত হয়। যেমন-

🤘 আমরা অনেক বড় কোন সিদ্ধান্ত নেবার প্রস্তুতি হিসাবে।

🤘 শয়তানের সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করতে।

🤘 আত্মিক ফসল কাঁটার জন্য অধিক সংখ্যক প্রচারক যোগাড় করতে।।

🤘 পরীক্ষা বা প্রলোভনের উপর জয়লাভ করার জন্য শক্তি সঞ্চয় করতে।

🤘 এবং অন্য লোকদের আত্মিকভাবে শক্তিশালী করতে প্রার্থনা করে থাকি।

আমরা ঈশ্বরের কাছে আমাদের বিশেষ বিশেষ প্রার্থনার অনুরোধ নিয়ে উপস্থিত হয়ে থাকি। ঈশ্বর আমাদের কাছে এই প্রতিজ্ঞা করেছেন যে, তাঁর কাছে করা আমাদের বিশেষ বিশেষ প্রার্থনার উত্তর যদি আমরা নাও পাই তবুও তা কখনও ব্যর্থ বা অর্থহীন হবে না; (মথি ৬:৬; রোমীয় ৮:২৬-২৭ পদ)। ঈশ্বর আমাদের কাছে এই শপথও করেছেন যে, আমরা যদি তাঁর ইচ্ছানুযায়ী কিছু চাই তিনি অবশ্যই আমাদের তা দেবেন (১যোহন ৫:১৪-১৫ পদ)। কখনও কখনও তিনি তাঁর বিচার-বিবেচনার কারণে এবং আমাদের ভালো’র জন্য, আমাদের করা প্রার্থনার উত্তর দিতে দেরি করেন। এমনটি ঘটে, যেন আমরা আরও বেশী করে আমাদের প্রার্থনায় পরিশ্রমী হই এবং প্রার্থনায় আন্তরিকতার মনোভাব বজায় রাখি; (মথি ৭:৭; লূক ১৮:১-৮ পদ)।

প্রার্থনাকে কখনই ঈশ্বরকে পাওয়ার মধ্য দিয়ে পৃথিবীতে আমাদের নিজস্ব ইচ্ছা সিদ্ধ করার মাধ্যম হিসাবে দেখা ঠিক নয়, বরং প্রার্থনাকে পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ করার মাধ্যম হিসাবে দেখা উচিত।

মনে রাখা প্রয়োজন যে, ঈশ্বরের প্রজ্ঞা বা জ্ঞান-বুদ্ধি আমাদের নিজস্ব জ্ঞান-বুদ্ধির সীমানা ছাড়িয়ে বহু দূরে বিস্তৃতি লাভ করে থাকে।

读经计划介绍

প্রার্থনা

আর হান্না নাম্নী এক ভাববাদিনী ছিলেন, তিনি পনূয়েলের কন্যা, আশের বংশজাত; তাঁহার অনেক বয়স হইয়াছিল, তিনি কুমারী অবস্থার পর সাত বৎসর স্বামীর সহিত বাস করেন, আর চুরাশি বৎসর পর্যন্ত বিধবা হইয়া থাকেন, তিনি ধর্মধাম হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে রাত দিন উপাসনা করিতেন। তিনি সেই দণ্ডে উপস্থিত হইয়া ঈশ্বরের ধন্যবাদ করিলেন, এবং যত লোক যিরূশালেমের মুক্তির অপেক্ষা করিতেছিল, তাহাদিগকে যীশুর কথা বলিতে লাগিলেন।

More