পরমগীত ৮

1 আহা, তুমি যদি আমার সহোদরের ন্যায় হইতে,
যে আমার মাতার স্তন্য পান করিত,
তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম,
তথাপি কেহ আমাকে তুচ্ছ করিত না।
2 আমি তোমাকে পথ দেখাইতাম,
আমার মাতার গৃহে লইয়া যাইতাম;
তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে,
আমি তোমাকে সুগন্ধমিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম,
আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম।
3 তাঁহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকিত,
তাঁহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করিত।
4 অয়ি যিরূশালেম-কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি,
তোমরা প্রেমকে কেন জাগাইবে? কেন উত্তেজিত করিবে,
যে পর্যন্ত তাহার বাসনা না হয়?
5 উনি কে, যিনি প্রান্তর হইতে উঠিয়া আসিতেছেন,
নিজ প্রিয়ের প্রতি নির্ভর দিয়া আসিতেছেন?
আমি নাগরঙ্গ বৃক্ষতলে তোমাকে জাগাইলাম,
সেখানে তোমার মাতা তোমাকে লইয়া ব্যথা খাইয়াছিলেন,
সেখানে তোমার জননী ব্যথা খাইয়াছিলেন, ও তোমাকে প্রসব করিয়াছিলেন।
6 তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে,
মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ;
কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান;
অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর;
তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি।
7 বহু জল প্রেম নির্বাপিত করিতে পারে না,
স্রোতস্বতীগণ তাহা ডুবাইয়া দিতে পারে না;
কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয়,
লোকে তাহাকে যার-পর-নাই তুচ্ছ করে।
8 ‘আমাদের একটি ছোট ভগিনী আছে, তাহার কুচযুগ নাই;
আমরা নিজ ভগিনীর জন্য সেই দিন কি করিব,
যে দিনে তাহার বিষয়ে প্রস্তাব হইবে?
9 সে যদি প্রাচীরস্বরূপা হয়,
তাহার উপরে রৌপ্যের গম্বুজ নির্মাণ করিব,
সে যদি দ্বারস্বরূপা হয়,
এরস কাষ্ঠের কবাট দিয়া তাহা ঘেরিব।’
10 আমি প্রাচীরস্বরূপা, এবং আমার কুচযুগ তাহার উচ্চগৃহের ন্যায়;
তখন তাঁহার নয়নগোচরে শান্তিপ্রাপ্তার ন্যায় হইলাম।
11 বাল্‌-হামোনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল,
তিনি তাহা কৃষকদিগকে জমা দিয়াছেন;
তাহার ফলের মূল্য প্রত্যেকে এক এক সহস্র মুদ্রা দিবে।
12 আমার নিজের দ্রাক্ষাক্ষেত্র আমার সম্মুখে;
হে শলোমন, সেই সহস্র মুদ্রা তোমারই হইবে।
দুই শত মুদ্রা কৃষকদের থাকিবে।
13 অয়ি উপবন-বাসিনি!
সখাগণ তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে,
আমাকে তাহা শুনিতে দেও।
14 হে আমার প্রিয়, শীঘ্র চল,
মৃগ কিম্বা হরিণশাবকের সদৃশ হও,
সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på