পরমগীত ৪
৪
1 অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী,
দেখ, তুমি সুন্দরী;
ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কপোতের ন্যায়;
তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়,
যাহারা গিলিয়দ-পর্বতের পার্শ্বে শুইয়া থাকে।
2 তোমার দন্তশ্রেণী ছিন্নলোমা মেষীর পালবৎ,
যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে,
যাহারা সকলে যমজ শাবকবিশিষ্টা,
যাহাদের মধ্যে একটিও মৃতবৎসা নাই।
3 তোমার ওষ্ঠাধর সিন্দূরবর্ণ সুত্রের ন্যায়,
তোমার মুখ অতি মনোহর,
তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের ন্যায়।
4 তোমার গলদেশ দায়ূদের সেই দুর্গের সদৃশ,
যাহা অস্ত্রাগারের নিমিত্ত নির্মিত,
যাহার মধ্যে এক সহস্র বর্ম টাঙ্গান রহিয়াছে,
সে সমস্তই বীরগণের ঢাল।
5 তোমার কুচযুগল দুই হরিণ-শাবকের,
হরিণীর দুই যমজ বৎসের ন্যায়,
যাহারা শোশন পুষ্পবনে চরে।
6 যাবৎ দিবস শীতল না হয়,
ও ছায়া সকল পলায়ন না করে,
তাবৎ আমি গন্ধরসের পর্বতে যাইব,
আর কুন্দুরুর পর্বতে যাইব।
7 অয়ি মম প্রিয়ে! তুমি সর্বাঙ্গসুন্দরী,
তোমাতে কোন দোষ নাই।
8 আমারই সঙ্গে লিবানোন হইতে আইস,
কান্তে! আমারই সঙ্গে লিবানোন হইতে আইস;
অবলোকন কর #৪:৮ (বা) চলিয়া যাও। অমানার শৃঙ্গ হইতে,
শনীর ও হর্মোণ পর্বতের শৃঙ্গ হইতে, সিংহদের বাসস্থান হইতে,
চিতা বাঘদের পর্বত হইতে।
9 তুমি আমার মন হরণ করিয়াছ,
অয়ি মম ভগিনি! মম কান্তে! তুমি আমার মন হরণ করিয়াছ,
তোমার এক নয়নকটাক্ষ দ্বারা,
তোমার কন্ঠের এক হার দ্বারা।
10 তোমার প্রেম কেমন মনোরম! অয়ি মম ভগিনি, মম কান্তে!
তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট!
তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্য অপেক্ষা কত উৎকৃষ্ট!
11 কান্তে! তোমার ওষ্ঠাধর হইতে ফোঁটা ফোঁটা মধু ক্ষরে,
তোমার জিহ্বার তলে মধু ও দুগ্ধ আছে;
তোমার বস্ত্রের গন্ধ লিবানোনের গন্ধের ন্যায়।
12 মম ভগিনি, মম কান্তা অর্গলবদ্ধ উপবন,
অর্গলবদ্ধ জলাকর, মুদ্রাঙ্কিত উৎস।
13 তোমার চারাগুলি দাড়িম্বের উপবন,
তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সহিত মেঁহেদি,
14 জটামাংসী ও কুমকুম,
বচ, দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধূনার বৃক্ষ,
গন্ধরস অগুরু ও প্রধান প্রধান সমস্ত সুগন্ধির তরু।
15 তুমি উপবন সকলের উৎস,
তুমি জীবন্ত জলের কূপ,
লিবানোন-প্রবাহিত স্রোতোমালা।
16 হে উত্তরীয় বায়ু, জাগ, হে দক্ষিণ বায়ু,
আইস, আমার উপবনে বহ;
উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হউক,
আমার প্রিয় আপন উদ্যানে আইসুন,
আপন উপাদেয় ফল সকল ভোজন করুন।
17 আমি আপন উপবনে আসিয়াছি,
অয়ি মম ভগিনি! মম কান্তে!
আমার গন্ধরস ও সুগন্ধি দ্রব্য চয়ন করিয়াছি,
আমার মধুসহ মধুক্রম চুষিয়াছি,
আমার দ্রাক্ষারস ও দুগ্ধ পান করিয়াছি।
হে বন্ধুগণ! ভোজন কর; পান কর,
হে প্রিয়েরা, যথেষ্ট পান কর।
Markert nå:
পরমগীত ৪: বিবিএস
Marker
Del
Kopier

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
পরমগীত ৪
৪
1 অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী,
দেখ, তুমি সুন্দরী;
ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কপোতের ন্যায়;
তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়,
যাহারা গিলিয়দ-পর্বতের পার্শ্বে শুইয়া থাকে।
2 তোমার দন্তশ্রেণী ছিন্নলোমা মেষীর পালবৎ,
যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে,
যাহারা সকলে যমজ শাবকবিশিষ্টা,
যাহাদের মধ্যে একটিও মৃতবৎসা নাই।
3 তোমার ওষ্ঠাধর সিন্দূরবর্ণ সুত্রের ন্যায়,
তোমার মুখ অতি মনোহর,
তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের ন্যায়।
4 তোমার গলদেশ দায়ূদের সেই দুর্গের সদৃশ,
যাহা অস্ত্রাগারের নিমিত্ত নির্মিত,
যাহার মধ্যে এক সহস্র বর্ম টাঙ্গান রহিয়াছে,
সে সমস্তই বীরগণের ঢাল।
5 তোমার কুচযুগল দুই হরিণ-শাবকের,
হরিণীর দুই যমজ বৎসের ন্যায়,
যাহারা শোশন পুষ্পবনে চরে।
6 যাবৎ দিবস শীতল না হয়,
ও ছায়া সকল পলায়ন না করে,
তাবৎ আমি গন্ধরসের পর্বতে যাইব,
আর কুন্দুরুর পর্বতে যাইব।
7 অয়ি মম প্রিয়ে! তুমি সর্বাঙ্গসুন্দরী,
তোমাতে কোন দোষ নাই।
8 আমারই সঙ্গে লিবানোন হইতে আইস,
কান্তে! আমারই সঙ্গে লিবানোন হইতে আইস;
অবলোকন কর #৪:৮ (বা) চলিয়া যাও। অমানার শৃঙ্গ হইতে,
শনীর ও হর্মোণ পর্বতের শৃঙ্গ হইতে, সিংহদের বাসস্থান হইতে,
চিতা বাঘদের পর্বত হইতে।
9 তুমি আমার মন হরণ করিয়াছ,
অয়ি মম ভগিনি! মম কান্তে! তুমি আমার মন হরণ করিয়াছ,
তোমার এক নয়নকটাক্ষ দ্বারা,
তোমার কন্ঠের এক হার দ্বারা।
10 তোমার প্রেম কেমন মনোরম! অয়ি মম ভগিনি, মম কান্তে!
তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট!
তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্য অপেক্ষা কত উৎকৃষ্ট!
11 কান্তে! তোমার ওষ্ঠাধর হইতে ফোঁটা ফোঁটা মধু ক্ষরে,
তোমার জিহ্বার তলে মধু ও দুগ্ধ আছে;
তোমার বস্ত্রের গন্ধ লিবানোনের গন্ধের ন্যায়।
12 মম ভগিনি, মম কান্তা অর্গলবদ্ধ উপবন,
অর্গলবদ্ধ জলাকর, মুদ্রাঙ্কিত উৎস।
13 তোমার চারাগুলি দাড়িম্বের উপবন,
তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সহিত মেঁহেদি,
14 জটামাংসী ও কুমকুম,
বচ, দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধূনার বৃক্ষ,
গন্ধরস অগুরু ও প্রধান প্রধান সমস্ত সুগন্ধির তরু।
15 তুমি উপবন সকলের উৎস,
তুমি জীবন্ত জলের কূপ,
লিবানোন-প্রবাহিত স্রোতোমালা।
16 হে উত্তরীয় বায়ু, জাগ, হে দক্ষিণ বায়ু,
আইস, আমার উপবনে বহ;
উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হউক,
আমার প্রিয় আপন উদ্যানে আইসুন,
আপন উপাদেয় ফল সকল ভোজন করুন।
17 আমি আপন উপবনে আসিয়াছি,
অয়ি মম ভগিনি! মম কান্তে!
আমার গন্ধরস ও সুগন্ধি দ্রব্য চয়ন করিয়াছি,
আমার মধুসহ মধুক্রম চুষিয়াছি,
আমার দ্রাক্ষারস ও দুগ্ধ পান করিয়াছি।
হে বন্ধুগণ! ভোজন কর; পান কর,
হে প্রিয়েরা, যথেষ্ট পান কর।
Markert nå:
:
Marker
Del
Kopier

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.