পরমগীত ৩

1 রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম,
অন্বেষণ করিতেছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।
2 [বলিলাম], আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব,
গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করিব,
আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিব;
অন্বেষণ করিয়াছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।
3 নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল,
[আমি বলিলাম], তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখিয়াছ?
4 আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম,
অমনি আমার প্রাণ-প্রিয়তমকে পাইলাম,
আমি তাঁহাকে ধরিলাম, ছাড়িলাম না,
যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম,
আমার জননীর অন্তঃপুরে না আনিলাম।
5 অয়ি যিরূশালেমের কন্যাগণ।
আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি,
মৃগী ও মাঠের হরিণীদের দিব্য দিয়া বলিতেছি,
তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজিত করিও না,
যে পর্যন্ত তাহার বাসনা না হয়।
6 গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হইয়া,
বণিকের সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া,
ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন, উনি কে?
7 দেখ, উহা শলোমনের শিবিকা #৩:৭ পাল্‌কি,
উহার চারিদিকে ষাট জন বীর আছেন,
উহারা ইস্রায়েলের বীরগণের মধ্যবর্তী।
8 উহারা সকলে খড়্‌গধারী ও রণকুশল;
উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্‌গ বাঁধা আছে,
রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।
9 শলোমন রাজা আপনার জন্য এক চতুর্দোল নির্মাণ করিলেন,
লিবানোনের কাষ্ঠ দিয়া করিলেন।
10 তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্মাণ করিলেন,
সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙ্গের আসন করিলেন,
এবং যিরূশালেমের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল।
11 অয়ি সিয়োন-কন্যাগণ।
তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর;
তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাঁহার মাতা তাঁহার মাথায় দিয়াছিলেন,
তাঁহার বিবাহের দিনে, তাঁহার চিত্তের আনন্দের দিনে।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på