গীত ১৪৭
১৪৭
1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর,
কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম;
তাহা মনোহর; প্রশংসার উপযুক্ত।
2 সদাপ্রভু যিরূশালেম গাঁথেন,
তিনি ইস্রায়েলের দূরীকৃতদিগকে সংগ্রহ করেন।
3 তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন,
তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।
4 তিনি তারাগণের সংখ্যা গণনা করেন,
সকলের নাম ধরিয়া তাহাদিগকে ডাকেন।
5 আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান;
তাঁহার বুদ্ধির ইয়ত্তা নাই।
6 সদাপ্রভু নম্রদিগকে সুস্থির রাখেন,
তিনি দুষ্টদিগকে ভূমিতে পাড়িয়া ফেলেন।
7 তোমরা স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে গীত গাও,
বীণাযন্ত্রে আমাদের ঈশ্বরের প্রশংসা গাও।
8 তিনি মেঘমালায় আকাশমণ্ডল আচ্ছন্ন করেন,
তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন,
তিনি পর্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন।
9 তিনি পশুকে তাহার খাদ্য দেন,
দাঁড়কাকের শাবকদিগকে দেন,
যাহারা ডাকিয়া উঠে।
10 অশ্বের বলে তিনি আনন্দ করেন না,
পুরুষের চরণেও সন্তুষ্ট হন না।
11 সদাপ্রভু তাহাদের উপর সন্তুষ্ট, যাহারা তাঁহাকে ভয় করে,
যাহারা তাঁহার দয়ার অপেক্ষায় থাকে।
12 হে যিরূশালেম, সদাপ্রভুর গুণকীর্তন কর;
হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা কর।
13 কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়াছেন,
তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীর্বাদ করিয়াছেন।
14 তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন,
তিনি সুগোধূমে তোমাকে তৃপ্ত করেন।
15 তিনি পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান,
তাঁহার বাক্য বেগে ধাবমান হয়।
16 তিনি মেষলোমের সদৃশ তুষার দেন,
তিনি ভস্মের ন্যায় নীহার ছড়াইয়া দেন।
17 তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানী পাঠান;
তাঁহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে?
18 তিনি আপন বাক্য পাঠাইয়া সেই সমস্ত দ্রবীভূত করেন,
তিনি আপন বায়ু বহাইলে জল প্রবাহিত হয়।
19 তিনি জানান যাকোবকে আপন বাক্য,
ইস্রায়েলকে আপন বিধি ও শাসনকলাপ।
20 তিনি আর কোন জাতির পক্ষে এইরূপ করেন নাই,
তাঁহার শাসনকলাপ তাহারা জানে নাই।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Markert nå:
গীত ১৪৭: বিবিএস
Marker
Del
Kopier

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.