গীত ১১৬

১১৬
1 আমি সদাপ্রভুকে প্রেম করি,
কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।
2 তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন,
তজ্জন্য আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব।
3 মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল,
পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল,
আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম।
4 তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম,
বিনয় করি, সদাপ্রভু, আমার প্রাণ রক্ষা কর।
5 সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়,
বস্তুতঃ আমাদের ঈশ্বর স্নেহশীল।
6 সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন;
আমি দীনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন।
7 হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরিয়া যাও,
কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন।
8 কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ,
অশ্রু হইতে আমার চক্ষু,
পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াছ।
9 আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব,
জীবিতদের দেশেই করিব।
10 আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব; #১১৬:১০ (বা) আমার বিশ্বাস ছিল, যখন [এইরূপ] বলিলাম।
আমি নিতান্ত দুঃখার্ত ছিলাম।
11 আমি উদ্বেগে বলিয়াছিলাম,
মনুষ্যমাত্র মিথ্যাবাদী।
12 আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি,
তাহার পরিবর্তে তাঁহাকে কি ফিরাইয়া দিব?
13 আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব,
এবং সদাপ্রভুর নামে ডাকিব।
14 আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব;
তাঁহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব।
15 সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য
তাঁহার সাধুগণের মৃত্যু।
16 বিনয় করি, সদাপ্রভু, আমি তোমার দাস;
আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র;
তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ।
17 আমি তোমার উদ্দেশে স্তব-বলি উৎসর্গ করিব,
আর সদাপ্রভুর নামে ডাকিব।
18 সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব,
তাঁহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব;
19 সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে,
হে যিরূশালেম, তোমারই মধ্যে পূর্ণ করিব।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på