গীত ১৩৫
১৩৫
1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর;
সদাপ্রভুর নামের প্রশংসা কর,
হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা কর;
2 তোমরা, যাহারা সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাক,
আমাদের ঈশ্বরের গৃহ-প্রাঙ্গণে দাঁড়াইয়া থাক।
3 সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলময়;
তাঁহার নামের উদ্দেশে সঙ্গীত কর, কেননা তাহা মনোহর।
4 কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকোবকে,
নিজস্ব অধিকার বলিয়া ইস্রায়েলকে মনোনীত করিয়াছেন।
5 আমি ত জানি, সদাপ্রভু মহান,
আমাদের প্রভু সমস্ত দেবতা অপেক্ষা মহান।
6 সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন, তাহাই করিয়াছেন,
আকাশে, পৃথিবীতে, সমুদ্রসমূহে ও সমস্ত জলধি-মধ্যে করিয়াছেন।
7 তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষপ উত্থাপন করেন,
তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন,
আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন।
8 তিনি মিসরের প্রথমজাতদিগকে আঘাত করিয়াছিলেন,
মনুষ্য ও পশু উভয়ের মধ্যে।
9 হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠাইয়াছিলেন,
ফরৌণের ও তাঁহার সমস্ত দাসের বিরুদ্ধে।
10 তিনি আঘাত করিয়াছিলেন বড় বড় জাতিকে,
বধ করিয়াছিলেন বিক্রমী রাজগণকে;
11 ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে,
ও কনানের সমস্ত রাজ্যকে।
12 তিনি তাহাদের দেশ অধিকারের জন্য দিলেন,
আপন প্রজা ইস্রায়েলকে অধিকারের জন্য দিলেন।
13 হে সদাপ্রভু, তোমার নাম অনন্তকালস্থায়ী,
হে সদাপ্রভু, তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী।
14 কারণ সদাপ্রভু আপন প্রজাদের বিচার করিবেন,
আপন দাসগণের উপরে সদয় হইবেন।
15 জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ,
সেগুলি মনুষ্যের হস্তের কার্য।
16 মুখ থাকিতেও তাহারা কথা কহে না;
চক্ষু থাকিতেও দেখিতে পায় না;
17 কর্ণ থাকিতেও শুনিতে পায় না;
তাহাদের মুখে শ্বাসমাত্রও নাই।
18 যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্মাতারা,
আর যে কেহ সেইগুলিতে নির্ভর করে।
19 হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর;
হে হারোণের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর;
20 হে লেবির কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর;
হে সদাপ্রভুর ভয়কারিগণ, সদাপ্রভুর ধন্যবাদ কর।
21 ধন্য হউন সদাপ্রভু সিয়োন হইতে,
তিনি যিরূশালেমে বাস করেন।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Trenutno odabrano:
গীত ১৩৫: বিবিএস
Istaknuto
Podijeli
Kopiraj

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.