গীত ১৩৯

১৩৯
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1 হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ,
আমাকে জ্ঞাত হইয়াছ।
2 তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ,
তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।
3 তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ,
আমার সমস্ত পথ ভালরূপে জান।
4 যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই,
দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ।
5 তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ,
আমার উপরে তোমার করতল রাখিয়াছ।
6 এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য,
তাহা উচ্চ, আমার বোধের অগম্য।
7 আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব?
তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব?
8 যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি;
যদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানেও তুমি।
9 যদি অরুণের পক্ষ অবলম্বন করি,
যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,
10 সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে,
তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে।
11 যদি বলি, ‘আঁধার আমাকে ঢাকিয়া ফেলিবে,
আমার চারিদিকে আলোক রাত্রি হইবে’, #১৩৯:১১ (বা) তবে রাত্রি আমার চারিদিকে আলোক হইবে।
12 বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না,
বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়;
অন্ধকার ও আলোক উভয়ই সমান।
13 বস্তুতঃ তুমিই আমার মর্ম রচনা করিয়াছ;
তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে।
14 আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।
15 আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না,
যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম,
পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম।
16 তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে,
তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল,
যাহা দিন দিন গঠিত হইতেছিল, #১৩৯:১৬ (বা) [আমার] দিন সকল নিরূপিত হইয়াছিল।
যখন সেই সকলের একটিও ছিল না।
17 হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সঙ্কল্প সকল কেমন মূল্যবান।
তাহার সমষ্টি কেমন অধিক!
18 গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহুসংখ্যক হয়;
আমি যখন জাগিয়া উঠি, তখনও তোমার নিকটে থাকি।
19 হে ঈশ্বর, তুমি নিশ্চয়ই দুষ্টকে বধ করিবে;
হে রক্তপাতীরা, আমার নিকট হইতে দূর হও।
20 তাহারা দুষ্টভাবে তোমার নাম উচ্চারণ করে; #১৩৯:২০ (বা) তোমার বিরুদ্ধে কথা কহে।
তোমার শত্রুগণ তাহা অনর্থক লয়। #১৩৯:২০ (বা) তোমার শক্রগণ তোমার বিরুদ্ধে বৃথাই উঠে।
21 হে সদাপ্রভু, যাহারা তোমাকে দ্বেষ করে,
আমি কি তাহাদিগকে দ্বেষ করি না?
যাহারা তোমার বিরুদ্ধে উঠে,
তাহাদের প্রতি কি বিরক্ত হই না?
22 আমি যার পর নাই দ্বেষে তাহাদিগকে দ্বেষ করি;
তাহাদিগকে আমারই শত্রু মনে করি।
23 হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর,
আমার অন্তঃকরণ জ্ঞাত হও;
আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও;
24 আর দেখ, আমাতে দুষ্টতার #১৩৯:২৪ (বা) দুঃখদায়ক। পথ পাওয়া যায় কি না,
এবং সনাতন পথে আমাকে গমন করাও।

Tällä hetkellä valittuna:

গীত ১৩৯: বিবিএস

Korostus

Jaa

Kopioi

None

Haluatko, että korostuksesi tallennetaan kaikille laitteillesi? Rekisteröidy tai kirjaudu sisään