Logo de YouVersion
Icono de búsqueda

আদিপুস্তক 45

45
যোষেফের আত্মপরিচয় দান
1যোষেফ তাঁর কর্মচারীদের সামনে আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি চীৎকার করে বলে উঠলেন, আমার সামনে থেকে সব লোকজনকে সরিয়ে দাও। তাঁর কাছে কেউ যখন আর রইল না তখন যোষেফ ভাইদের কাছে নিজের পরিচয় দিলেন।#প্রেরিত 7:13 2তিনি এত জোরে কাঁদতে লাগলেন যে মিশরীরা ও ফারাও-এর প্রাসাদের লোকেরা তাঁর কান্না শুনতে পেল। 3যোষেফ তাঁর ভাইদের বললেন, আমি যোষেফ, পিতা কি এখনও বেঁচে আছেন? ভাইয়েরা তাঁর সাক্ষাতে বিহ্বল হয়ে পড়ল, কোন কথা বলতে পারল না। 4যোষেফ তাদের বললেন, তোমরা আমার কাছে এস। তারা তাঁর কাছে গেল। তিনি বললেন, আমি যোষেফ, তোমাদের ভাই, যাকে তোমরা মিশরযাত্রী বণিকদের কাছে বিক্রি করে দিয়েছিলে। 5যাই হোক, আমাকে বিক্রি করে দিয়েছিলে বলে তোমরা এখন দুঃখ করো না বা নিজেদের ধিক্কার দিও না, কেননা তোমাদের প্রাণ রক্ষা করার জন্যই ঈশ্বর তোমাদের আগে আমাকে এখানে পাঠিয়েছেন। 6দেশে এই দুই বছর দুর্ভিক্ষ চলছে এবং আরও পাঁচ বছর চাষবাস বা ফসল কাটা হবে না। 7পৃথিবীতে তোমাদের জন্য এবং তোমাদের বংশধরদের প্রাণ রক্ষা করার জন্য ঈশ্বরই তোমাদের আগে আমাকে এখানে পাঠিয়েছেন। 8সুতরাং তোমরা যে আমাকে এখানে পাঠিয়েছ তা নয় ঈশ্বরই পাঠিয়েছেন এবং তিনিই আমাকে ফারাও-এর উপদেষ্টা, তাঁর সমগ্র পরিবারের কর্তা এবং সারা মিশর দেশের শাসনকর্তা করেছেন। তোমরা আর দেরী করো না, শীঘ্র পিতার কাছে চলে যাও। 9তাঁকে গিয়ে বল, আপনার পুত্র যোষেফ এই কথা বলেছে: ঈশ্বর আমাকে সমগ্র মিশর দেশের কর্তা করেছেন। আপনি এখন আমার কাছে চলে আসুন, দেরী করবেন না।#প্রেরিত 7:14 10আপনি পুত্র ও পৌত্র, গরুভেড়া ইত্যাদি যথা সর্বস্ব সঙ্গে নিয়ে এসে আমার কাছে গোশেন প্রদেশে বাস করুন। 11সেখানে আমিই আপনাকে প্রতিপালন করব যাতে আপনার পরিবারবর্গ ও লোকজন দুর্ভিক্ষে না পড়েন, কারণ আরও পাঁচ বছর এই দুর্ভিক্ষ থাকবে। 12তোমরা এবং আমার সহোদর বিন্যামীন সকলেই স্বচক্ষে দেখছ যে আমি স্বয়ং তোমাদের সঙ্গে কথা বলছি। 13মিশরে আমার প্রভাব প্রতিপত্তি যা তোমরা দেখছ তা সবই গিয়ে পিতাকে জানাবে এবং তাঁকে সত্বর এখানে নিযে আসবে। 14এই বলে যোষেফ তাঁর সহোদর বিন্যামীনের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বিন্যামীনও তাঁর গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। 15যোষেফ তাঁর অন্য ভাইদেরও চুম্বন করলেন ও তাদের গলা জড়িয়ে ধরে কাঁদলেন। পরে তাঁর ভাইয়েরা তাঁর সঙ্গে কথাবার্তা বলতে লাগল।
16ফারাও-এর প্রাসাদে যোষেফের ভাইদের আসার সংবাদ পৌঁছলে ফারাও ও তাঁর অমাত্যবর্গ সকলেই খুব সন্তুষ্ট হলেন। 17ফারাও যোষেফকে বললেন, তুমি তোমার ভাইদের বল তারা যেন পশুগুলির পিঠে শস্য বোঝাই করে কনান দেশে চলে যায় এবং 18তোমাদের পিতাকে ও তাদের পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে আসে। আমি তাদের মিশরের সেরা জিনিসপত্র দেব এবং তারা মিশরের উৎকৃষ্ট ফসল ভোগ করবে। 19তাদের আরও বল যে তারা যেন তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার জন্য মিশর থেকে গাড়ি নিয়ে যায় এবং তাদের সকলকে ও তোমাদের পিতাকে নিয়ে আসে। 20তারা যেন নিজেদের সম্পত্তির জন্য দুশ্চিন্তা না করে, কারণ মিশরের যাবতীয় উৎকৃষ্ট দ্রব্য তাদের দেওয়া হবে।
21ইসরায়েলের পুত্রেরা তাই করলেন। ফারাও-এর নির্দেশ অনুযায়ী যোষেফ তাদের গাড়ি ও পাথেয় দিলেন। তিনি তাদের প্রত্যেককে এক প্রস্থ করে পোষাক দিলেন, 22কিন্তু বিন্যামীনকে তিনি দিলেন তিনশো রূপোর টাকা এবং পাঁচ প্রস্থ পোষাক। 23আর তাঁর পিতার জন্য তিনি পাঠালেন দশটি গর্দভের পিঠে বোঝাই করা মিশরের সব সেরা জিনিসপত্র এবং তাঁর পাথেয়ের জন্য দশটি গর্দভীর পিঠে বোঝাই করা শস্য, রুটি এবং অন্যান্য খাদ্যদ্রব্য। 24এইভাবে তিনি তাঁর ভাইদের বিদায় দিলে তারা চলে গেল। যোষেফ তাদের পথে ঝগড়াবিবাদ করতে নিষেধ করে দিলেন।
25তারা মিশর থেকে রওনা হয়ে কনান দেশে তাদের পিতার কাছে এসে উপস্থিত হল। তারা তাঁকে বলল, যোষেফ এখনও বেঁচে আছে, সে সারা মিশর দেশের শাসনকর্তা হয়েছে। 26এ কথা শুনে যাকোব হতবুদ্ধি হয়ে গেলেন, তিনি তাদের কথা বিশ্বাস করতে পারলেন না।
27কিন্তু যোষেফ তাদের যেসব কথা বলেছিলেন সেসব কথা যখন তারা তাঁকে বলল এবং তাঁকে নিয়ে যাওয়ার জন্য যে গরুর গাড়িগুলি পাঠিয়েছিলেন সেগুলি যখন তিনি দেখলেন তখন তাঁর সংবিৎ ফিরে এল। 28ইসরায়েল তখন বললেন, আমার পুত্র যোষেফ যে এখনও বেঁচে আছে তা-ই যথেষ্ট। মৃত্যুর আগে আমি আবশ্যই গিয়ে তাকে দেখব।

Destacar

Compartir

Copiar

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión