Logo de YouVersion
Icono de búsqueda

যাত্রাপুস্তক 40

40
সম্মিলন শিবির প্রতিষ্ঠা
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2তুমি প্রথম মাসের প্রথম দিনে সম্মিলন শিবির স্থাপন করবে। 3এই শিবিরের মধ্যে তুমি চুক্তি সিন্দুকটি রাখবে। পর্দা টাঙ্গিয়ে সেটিকে আড়াল করে রাখবে। 4তারপর তুমি বেদীটি ভিতরে এনে যথাস্থানে স্থাপন করবে এবং দীপাধারটিও ভিতরে এনে প্রদীপগুলি জ্বেলে দেবে। 5ধূপ উৎসর্গের সোনার বেদীটি তুমি চুক্তিসিন্দুকের সামনে স্থাপন করবে এবং শিবিরদ্বারে পর্দা টাঙ্গিয়ে দেবে। 6সম্মিলন শিবিরের প্রবেশদ্বারের সম্মুখে তুমি হোম বেদী স্থাপন করবে, 7এবং সম্মিলন শিবির ও হোম বেদীর মাঝখানে প্রক্ষালনপাত্রটি স্থাপন করে সেটি জলে পূর্ণ করবে। 8এর চারিদিকে প্রাঙ্গণ রচনা করে তার প্রবেশ মুখে পর্দা টাঙ্গিয়ে দেবে। 9তারপর তুমি অভিষেকের তেল নিয়ে শিবির এবং তার ভিতরের যাবতীয় বস্তু অভিষিক্ত করে পবিত্র করবে। এর ফলে শিবিরের সব কিছুই হবে পবিত্র।
10তারপর তুমি হোম বেদী এবং তার সমস্ত আসবাবপত্র অভিষিক্ত করে হোম বেদীটি পবিত্র ,করবে। এর ফলে সেই বেদী হবে মহাপবিত্র। 11তুমি প্রক্ষালনপাত্র ও তার পায়াগুলিও অভিষিক্ত করে পবিত্র করবে।
12তার পর তুমি হারোণ ও তার পুত্রদের সম্মিলন শিবিরের দ্বারে এনে তাদের স্নান করিয়ে শুচি করবে। 13তারপর হারোণকে পবিত্র বসনগুলি পরিয়ে দেবে এবং আমার পৌরোহিত্য করার জন্য তাকে অভিষিক্ত করে পবিত্র করবে। 14তার পুত্রদেরও এনে তুমি পোষাক পরাবে। 15এবং পিতার মত তাদেরও অভিষিক্ত করাবে। তাহলে তারা আমার পৌরোহিত্য করতে পারবে। এই অভিষেকের ফলে তারা পুরুষানুক্রমে আমার পৌরোহিত্যের কাজে নিযুক্ত হওয়ার অধিকার লাভ করবে।
16মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজ যথাযথভাবে করলেন। 17দ্বিতীয় বছরের প্রথম মাসের প্রথম দিনে সম্মিলন শিবির স্থাপিত হল। 18মোশি শিবির স্থাপন করে তার ভিত্তি ও তক্তাগুলি বসালেন এবং তার ভিতরে খিল ও শিবিরের খুঁটিগুলি লাগিয়ে দিলেন। 19তার পর শিবিরের উপরে ছাউনি বিছিয়ে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
20তার পর যে পাষাণ ফলক দুটির উপরে দশ অনুশাসন উৎকীর্ণ করা হয়েছিল, তিনি সেই দুটি সিন্দুকের মধ্যে রাখলেন এবং সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি সিন্দুকের সঙ্গে লাগিয়ে দিলেন ও সিন্দুকের উপরে পাপ আচ্ছাদক আবরণ স্থাপন করলেন। 21তারপর তিনি সিন্দুকটি শিবিরের মধ্যে নিয়ে গেলেন এবং পর্দা টাঙ্গিয়ে তার আড়ালে সেটি স্থাপন করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
22তারপর তিনি শিবিরের উত্তর দিকে পর্দার সম্মুখে সম্মিলন শিবিরের মধ্যে বেদীটি স্থাপন করলেন 23এবং তার উপরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য রুটি সাজিয়ে রাখলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন।
24তারপর তিনি শিবিরের মধ্যে বেদীর সম্মুখে দক্ষিণ দিকে দীপাধারটি স্থাপন করলেন 25এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে দীপ জ্বেলে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
26তারপর তিনি সম্মিলন শিবিরে পর্দার সামনে সোনার বেদীটি স্থাপন করলেন এবং 27তার উপরে সুগন্ধি ধূপ জ্বেলে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন। 28তারপর তিনি শিবিরের দ্বারে পর্দা টাঙ্গিয়ে দিলেন। 29সম্মিলন শিবিরের দ্বারে হোম বেদী স্থাপন করে তার উপরে হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন।
30এর পরে তিনি সম্মিলন শিবির ও বেদীর মাঝখানে প্রক্ষালন পাত্রটি স্থাপন করে তার মধ্যে প্রক্ষালনের জন্য জল রাখলেন। 31সেই জলে মোশি, হারোণ ও তাঁর পুত্রেরা হাত-পা ধুতেন।
32তাঁরা যখন সম্মিলন শিবিরে প্রবেশ করতেন কিম্বা বেদীর কাছে যেতেন তখন তাঁরা হাত-পা ধুতেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন। 33এর পরে তিনি শিবির ও বেদীর চারিদিকে প্রাঙ্গণ রচনা করলেন এবং প্রাঙ্গণের দ্বারে পর্দা টাঙ্গিয়ে দিলেন। এইভাবে মোশি সমস্ত কাজ সম্পন্ন করলেন।
প্রভু পরমেশ্বরের মহিমা
(গণনা 9:15-23)
34তখন একখণ্ড মেঘ এসে সম্মিলন শিবিরটিকে আবৃত করল এবং প্রভু পরমেশ্বরের মহিমায় সমগ্র শিবির পরিপূর্ণ হল।#১ রাজা 8:10-11; যিশা 6:4; যিহি 43:4-5; প্রকা 15:8 35শিবিরটি মেঘাবৃত এবং প্রভু পরমেশ্বরের মহিমায় পূর্ণ থাকায় মোশি সম্মিলন শিবিরে প্রবেশ করতে পারলেন না।
36ইসরায়েলীদের সমগ্র যাত্রাপথে শিবিরের উপর থেকে মেঘের আচ্ছাদন অপসৃত হলে তারা যাত্রা করত। 37মেঘের আচ্ছাদন যতদিন না অপসৃত হত ততদিন তারা যাত্রা স্থগিত রাখত। 38ইসরায়েলীদের সমগ্র যাত্রাপথে তাদের সকলের দৃষ্টিগোচরে শিবিরের উপরে দিনে প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক মেঘপুঞ্জ বিরাজ করত এবং রাত্রে তার মধ্যে দেখা যেত অগ্নিশিখা।

Destacar

Compartir

Copiar

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión