যাত্রাপুস্তক 38
38
হোম বেদী নির্মাণ
(যাত্রা 27:1-8)
1এর পরে তিনি হোমের জন্য শিটিম কাঠের বেদী নির্মাণ করলেন। এটি ছিল চৌকো, পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া এবং তিন হাত উঁচু। 2এর চার কোণের শৃঙ্গগুলি একই সঙ্গে অখণ্ডভাবে নির্মিত হল এবং তিনি বেদীটি পিতল দিয়ে মুড়ে দিলেন। 3তারপর তিনি বেদীর সমস্ত পাত্র অর্থাৎ হাঁড়ি, হাতা, গামলা, ত্রিশূল এবং অঙ্গার পাত্র ইত্যাদি সব কিছুই পিতল দিয়ে তৈরী করলেন। 4বেদীর বেড়ের নীচে তলা থেকে মাঝখান পর্যন্ত তিনি পিতলের ঝাঁঝরি তৈরী করলেন। 5বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড ঢোকানোর জন্য তিনি পিতলের সেই ঝাঁঝরির চার কোণে চারটি আঙটা ঢালাই করে তৈরী করলেন। 6তারপর শিটিম কাঠের দণ্ড তৈরী করে সেগুলি পিতলে মুড়ে দিলেন। 7বেদীটি বয়ে নিয়ে যাওয়ার জন্য ঐ দণ্ডগুলি তিনি বেদীর গায়ে আঙটার মধ্যে ঢুকিয়ে দিলেন। বেদীর ভিতরটা ফাঁকা ছিল।
প্রক্ষালন পাত্র
(যাত্রা 30:18)
8সম্মিলন শিবিরের দ্বারে যে মহিলারা পরিচর্যার কাজে নিযুক্ত হয়েছিলেন, তাঁদের পিতলের আয়নাগুলি দিয়ে তিনি প্রক্ষালন পাত্র ও তার পায়া তৈরী করলেন।
সম্মিলন শিবিরের প্রাঙ্গণ
(যাত্রা 27:9-19)
9তারপর তিনি সম্মিলন শিবিরের প্রাঙ্গণ রচনা করলেন। প্রাঙ্গণের দক্ষিণ দিকে সূক্ষ্ম রেশমী সুতোয় বোনা একশো হাত লম্বা একটি পর্দা টাঙ্গানে হল। 10এর জন্য তিনি কুড়িটি খুঁটি এবং কুড়িটি পিতলের খাপ তৈরী করলেন। খুঁটির আঙটা ও বালাগুলি সবই ছিল রূপোর। 11প্রাঙ্গণের উত্তর দিকের পর্দাটি ছিল একশো হাত লম্বা। সেটির জন্যও ছিল কুড়িটি খুঁটি ও পিতলের কুড়িটি খাপ। খুঁটির আঙটা ও বালাগুলো সবই ছিল রূপোর।
12পশ্চিম দিকের পর্দাটি ছিল পঞ্চাশ হাত লম্বা এবং সেটির জন্য ছিল দশটি খুঁটি ও দশটি খাপ। খুঁটির আঙটা ও বালাগুলি ছিল রূপোর। 13প্রাঙ্গণের পূর্ব দিকের দৈর্ঘ্য ছিল পঞ্চাশ হাত। 14প্রাঙ্গণের প্রবেশ পথের দুপাশেই পর্দা ছিল। এক পাশের পর্দাটি ছিল পনেরো হাত লম্বা এবং তার জন্য ছিল তিনটি খুঁটি ও তিনটি খাপ।
15অন্য পাশের পর্দাটিও ছিল পনেরো হাত লম্বা এবং তার জন্যও ছিল তিনটি খুঁটি ও তিনটি খাপ। 16প্রাঙ্গণের চারপাশের পর্দাগুলি ছিল সূক্ষ্ম রেশমী সুতোয় তৈরী।
17খুঁটির খাপগুলি ছিল পিতলের আর আঙটা ও বালাগুলি ছিল রূপোর। খুঁটিগুলির মাথা রূপো দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। প্রাঙ্গণের সবগুলি খুঁটিই রূপোর বালা দিয়ে জোড়া দেওয়া ছিল। 18প্রাঙ্গণের প্রবেশ পথের পর্দাটি ছিল নীল, বেগুনী, লাল ও সাদা রেশমী সুতোয় তৈরী এবং তার উপর সূচী শিল্পের কাজ। এটি ছিল কুড়ি হাত লম্বা এবং প্রাঙ্গণের অন্যান্য পর্দাগুলির মত এটিরও উচ্চতা ছিল পাঁচ হাত। 19এর জন্য ছিল চারটি খুঁটি ও চারটি পিতলের খাপ। খুঁটিগুলির আঙটা ও বালা ছিল রূপোর এবং সেগুলির মাথা রূপো দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। 20শিবিরের ও প্রাঙ্গণের চারিদিকের খোঁটা গুলো সবই ছিল পিতলের।
সম্মিলন শিবির নির্মাণের উপাদান
21দশ অনুশাসন সংবলিত পাষাণ ফলক যেখানে রাখা হয়েছিল, সেই শিবিরের নির্মাণকার্যে ব্যবহৃত ধাতু দ্রব্যাদির পরিমাণ এই: মোশির নির্দেশে পুরোহিত হারোণের পুত্র ইথামরের তত্ত্বাবধানে লেবীয়েরা এই দ্রব্যসামগ্রীর পরিমাপ করেছিল। 22প্রভু পরমেশ্বর মোশিকে যে নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী যিহুদা গোষ্ঠীর হুরের পৌত্র ও উরের পুত্র বৎসলেল সব কিছুই তৈরী করেছিলেন। 23দান গোষ্ঠীর অহিষামকের পুত্র অহলিয়াব ছিলেন তাঁর সহকারী। ইনি খোদাইয়ের কাজ, সূচীশিল্পের কাজ, নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম রেশমী কাপড় বোনার কাজে পারদর্শী ছিলেন।
24পবিত্র শিবির নির্মাণের কাজে উপহার স্বরূপ যে সোনা প্রদত্ত হয়েছিল তা-ই শুধু ব্যবহার করা হয়েছিল। তার পরিমাণ ছিল পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে ঊনত্রিশ তালন্ত সাতশো ত্রিশ শেকেল।
25ইসরায়েলী সমাজের আদমসুমারীর সময় যে রূপো সংগৃহীত হয়েছিল পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে তার পরিমাণ ছিল একশো তালন্ত এক হাজার সাতশো পঁচাত্তর শেকেল।#যাত্রা 30:11-16
26আদমসুমারীতে তালিকাভুক্ত অর্থাৎ যাদের বয়স কুড়ি এবং তার বেশী ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন লোকের প্রত্যেকের জন্য এক বেকা হিসাবে রূপো দিতে হয়েছিল। পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে এই পরিমাণ ছিল অর্ধ শেকেলের সমান।#মথি 17:24
27শিবির ও পর্দার জন্য প্রয়োজনীয় খাপগুলি তৈরীর জন্য একশো তালন্ত রূপো ঢালাই করা হয়েছিল। একশোটি খাপের জন্য একশো তালন্ত, অর্থাৎ এক একটি খাপের জন্য এক এক তালন্ত রূপো ব্যবহার করা হয়েছিল। 28এক হাজার সাতশো পঁচাত্তর শেকেল রূপো দিয়ে তিনি খুঁটিগুলির আঙটা ও বালা তৈরী করেছিলেন এবং সব খুঁটির মাথা রূপো দিয়ে মুড়ে দিয়েছিলেন। 29উপহারস্বরূপ প্রাপ্ত পরিমাণ ছিল সত্তর তালন্ত দুহাজার চারশো শেকেল। 30এর দ্বারা তিনি সম্মিলন শিবিরের দরজার খাপ, পিতলের বেদী ও তার পিতলের ঝাঁঝরি, বেদীর সমস্ত পাত্র, প্রাঙ্গণের চারিদিকের খাপ, প্রাঙ্গণের দরজার খাপ এবং শিবির ও প্রাঙ্গণের সমস্ত খোঁটা তৈরী করেছিলেন।
Actualmente seleccionado:
যাত্রাপুস্তক 38: BENGALCL-BSI
Destacar
Compartir
Copiar
¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.