Logo de YouVersion
Icono de búsqueda

যাত্রাপুস্তক 36

36
1বৎসলেল, অহলিয়াব এবং অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছেন, পবিত্র আবাস নির্মাণের জন্য প্রয়োজনীয় সব কাজের অভিজ্ঞতা যাদের আছে, তারা সকলে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজ করবে।
2বৎসলেল, অহলিয়াব এবং এই কাজে আগ্রহী অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছিলেন তাদের সকলকে ডেকে মোশি কাজ সুরু করতে বললেন।
3পবিত্র আবাস নির্মাণের জন্য ইসরায়েলীরা যে সব জিনিস দান করেছিল, মোশির কাছ থেকে সবই তারা পেল। লোকেরা তখনও প্রতিদিন সকালে স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী দান করছিল। 4পবিত্র আবাস নির্মাণের কাজে নিযুক্ত কারিগরেরা তখন তাদের কাজ ছেড়ে মোশির কাছে এসে বলল, 5প্রভু পরমেশ্বর যে সব কাজ করার নির্দেশ দিয়েছেন, তার জন্য আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশী জিনিস লোকে নিয়ে আসছে। 6মোশি তখন ছাউনির সর্বত্র এই নির্দেশ জানিয়ে দিলেন যে পবিত্র আবাস নির্মাণের জন্য নারী বা পুরুষ কেউ যেন আর কোন উপহার না আনে। 7লোকেরা তখন উপহার আনা বন্ধ করল। সমস্ত কাজের জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশী উপহারসামগ্রী তখন সংগৃহীত হয়ে গিয়েছিল।
সম্মিলন শিবির নির্মাণ।
(যাত্রা 26:1-37)
8কাজে নিযুক্ত দক্ষ কারিগরেরা সকলে মিলে শিবিরটি তৈরী করল। নীল, বেগুনী ও লাল রং এর সূক্ষ্ম সুতোয় তৈরী দশটি পর্দা জুড়ে এটি তৈরী করা হল। এগুলির উপরে সূচীশিল্পের কাজ করা করূব মূর্তি আঁকা ছিল। 9সবগুলি পর্দা ছিল এক মাপের, আটাশ হাত লম্বা ও চার হাত চওড়া। 10তারা পাঁচটি করে পর্দা একসঙ্গে জোড়া দিয়েছিল। 11এবং প্রত্যেক প্রস্থ পর্দার ধারে নীল সুতো দিয়ে ফাঁস তৈরী করে দিয়েছিল। 12প্রত্যেক প্রস্থ পর্দার ধারে তারা পঞ্চাশটি ফাঁস তৈরী করেছিল। এই ফাঁসগুলি পরস্পর মুখোমুখিভাবে সাজানো হয়েছিল। 13পঞ্চাশটি সোনার আঙটা তৈরী করে তারা সেগুলির সাহায্যে ঐ দুই প্রস্থ পর্দা জোড়া দিয়ে পুরো একটি তাঁবু প্রস্তুত করল।
14তারপর তাঁবুর উপরে ছাউনির জন্য তারা ছাগলের লোমের এগারোটি পর্দা তৈরী করল। 15এগারোটি পর্দার সবগুলিই ছিল সমান মাপের, ত্রিশ হাত লম্বা ও চার হাত চওড়া। 16তারা এক প্রস্থে পাঁচটি পর্দা এবং অপর প্রস্থে বাকী ছয়টি পর্দা একসঙ্গে জুড়ে দিল। 17প্রথম প্রস্থের শেষ পর্দা এবং দ্বিতীয় প্রস্থের শেষ পর্দাটির ধারে পঞ্চাশটি করে ফাঁস তৈরী করা হল। 18পিতলের পঞ্চাশটি আঙটা দিয়ে সেগুলি জুড়ে গোটা একটা ছাউনি তৈরী করা হল। 19শিবিরের চূড়া ঢাকার জন্য তারা ভেড়ার পাকানো চামড়ার একটি এবং উৎকৃষ্ট চামড়ার একটি আচ্ছাদন তৈরী করল। 20তারপর তারা শিবিরের জন্য শিটিম কাঠের খাড়া তক্তা তৈরী করল। 21তক্তাগুলির প্রত্যেকটি ছিল দশহাত লম্বা ও দেড় হাত চওড়া।
22তক্তাগুলি পরস্পর জোড়া দেওয়ার জন্য প্রত্যেকটির সঙ্গে দুটো করে পায়া লাগানো ছিল। শিবিরের সবগুলি তক্তাই এই ভাবে তৈরী করা হল। 23তক্তাগুলি সাজানো হল এই ভাবে: দক্ষিণ দিকে কুড়িটি তক্তা। 24প্রত্যেকটি তক্তার নীচে তার পায়া দুটি বসানোর জন্য দুটি করে রূপোর খাপ। কুড়িটি তক্তার জন্য সবশুদ্ধ চল্লিশটির রূপোর খাপ। 25শিবিরের উত্তর দিকে কুড়িটি তক্তা। 26প্রত্যেকটি তক্তার নীচে দুটি করে মোট চল্লিশটি রূপোর খাপ। 27শিবিরের পিছনে পশ্চিম দিকে ছয়টি তক্তা। 28শিবিরের পিছনে দুই কোণে দুটি তক্তা। 29এই তক্তা দুটি ছিল দুভাঁজ করা, উপরে ও নীচে একটি আঙটা দিয়ে জোড়া দেওয়া। 30দুই কোণের দুটি তক্তা তারা একই ভাবে তৈরী করেছিল। সবশুদ্ধ ছিল আটটি তক্তা এবং এদের দুটি করে পায়ার জন্য মোট ষোলটি রূপোর খাপ।
31তারপর তারা শিটিম কাঠের খিল তৈরী করল। শিবিরের একদিকের জন্য পাঁচটি 32অন্যদিকের জন্য আর পাঁচটি এবং শিবিরের পিছনে পশ্চিম দিকের জন্য পাঁচটি খিল তৈরী করা হল। 33মাঝের খিলটি তক্তাগুলির মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত ছিল। 34তক্তাগুলি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল। খিলগুলি লাগানোর জন্য সোনার আঙটা তৈরী করা হল এবং খিলগুলিও সোনা দিয়ে মুড়ে দেওয়া হল।
35নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম সাদা সুতো দিয়ে তারা একটি পর্দা তৈরী করল। এটির উপরে সূচীশিল্পের কাজ করা করূবমূর্তি আঁকা ছিল। 36এটি টাঙ্গানোর জন্য তারা শিটিম কাঠের চারটি খুঁটি তৈরী করে সোনা দিয়ে মুড়ল। এগুলির আঙটাও ছিল সোনার। এগুলি বসানের জন্য চারটি রূপোর খাপ তৈরী করা হল। 37শিবিরের প্রবেশ দ্বারের জন্য তারা নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম সাদা সুতো দিয়ে আর একটি পর্দা তৈরী করল। এটিও সূচীশিল্প শোভিত। 38এটি টাঙ্গানোর জন্য আঙটা সমেত পাঁচটি খুঁটি তৈরী করা হল। এগুলির মাথা ও কাণ্ড সোনা দিয়ে মুড়ে দেওয়া হল কিন্তু এগুলির খাপ পাঁচটি হল পিতলের।

Destacar

Compartir

Copiar

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión