যাত্রাপুস্তক 20
20
দশ অনুশাসন
(দ্বি.বি. 5:1-21)
1প্রভু পরমেশ্বর বললেন, 2আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।
3আমি ছাড়া তোমার আর কোন দেবতা থাকবে না।
4তুমি কোন প্রতিমা খোদাই করবে না। জল, স্থল এবং অন্তরীক্ষের কোন প্রাণীর প্রতিমূর্তিও নির্মাণ করবে না।#যাত্রা 34:17; লেবীয় 19:4; 26:1; দ্বি.বি. 4:15-18; 27:15 5তুমি সেগুলির সম্মুখে প্রণিপাত করবে না কিংবা সেগুলির পূজা-অর্চনা করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করি না। যারা আমাকে অবজ্ঞা করে, তাদের অপরাধের দণ্ড আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি।#যাত্রা 34:6-7; গণনা 14:18; দ্বি.বি. 7:9-10 6কিন্তু যারা আমাকে ভালবাসে, আমার আদেশ পালন করে তাদের সহস্রতম পুরুষ পর্যন্ত আমার করুণা বর্ষণ করে থাকি। 7তুমি অযথা তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরেরর নাম উচ্চারণ করবে না। যে ব্যক্তি অযথা তাঁর নাম উচ্চারণ করবে তাকে তিনি অব্যাহতি দেবেন না।#লেবীয় 19:12
8সাব্বাথ দিন পবিত্র ভাবে পালন করবে।#যাত্রা 16:23-30; 31:12-14 9ছয় দিন তুমি পরিশ্রম করবে, তোমার যাবতীয় কাজকর্ম করবে।#যাত্রা 23:12; 31:15; 34:31; 35:2; লেবীয় 23:3 10কিন্তু সপ্তম দিন তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানার্থে বিশ্রাম দিন। ঐ দিনে তুমি, তোমার পুত্র কন্যারা, তোমার দাসদাসী, পশুপালন কিম্বা তোমার দেশে বসবাসকারী কোন প্রবাসী, কেউই কোন কাজ করবে না।
11ছয় দিনে প্রভু পরমেশ্বর আকাশ, পৃথিবী, সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে সবই সৃষ্টি করেছিলেন। কিন্তু সপ্তম দিনে তিনি বিশ্রাম করলেন। সেই জন্যই প্রভু পরমেশ্বর বিশ্রাম দিনকে আশীর্বাদ করে পবিত্র করেছেন।#আদি 2:1-3; যাত্রা 31:17
12পিতা ও মাতাকে তুমি সম্মান করবে, তাহলে তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন সেই দেশে তুমি দীর্ঘকাল বসবাস করতে পারবে।#দ্বি.বি. 27:16; মথি 15:4; 19:19; মার্ক 7:10; 10:19; লুক 18:20; ইফি 6:2-3
13নরহত্যা করবে না।#আদি 9:6; লেবীয় 24:17; মথি 5:21; 19:18; মার্ক 10:19; লুক 18:20; রোমীয় 13:9; যাকোব 2:11
14ব্যভিচার করবে না।#লেবীয় 20:10; মথি 5:27; 19:18; মার্ক 10:19; লুক 18:20; রোমীয় 13:9; যাকোব 2:11
15চুরি করবে না।#লেবীয় 19:11; মথি 19:18; মার্ক 10:19; লুক 18:20; রোমীয় 13:9
16প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না।#যাত্রা 23:1; মথি 19:18; মার্ক 10:19; লুক 18:20
17প্রতিবেশীর ঘরবাড়ির প্রতি লোভ করবে না। তার স্ত্রী, দাস-দাসী, বলদ-গাধা প্রভৃতি কোন সম্পদের জন্য লালায়িত হবে না।#রোমীয় 7:7; 13:9
18বজ্রনাদ ও তূর্যধ্বনি শুনে এবং বিদ্যুৎস্ফুরণ ও ধূমায়মান পর্বত দেখে ইসরায়েলীরা ভয়ে কাঁপতে লাগল। তারা দূরে দাঁড়িয়ে রইল। 19মোশিকে তারা বলল, তুমিই আমাদের সঙ্গে কথা বল, তোমার কথা শুনে আমরা চলব। প্রভু পরমেশ্বর যেন আমদের সঙ্গে কথা না বলেন, তাহলে আমরা মারা পড়ব।#হিব্রু 12:18-19 20মোশি তাদের বললেন, ভয় করো না, ঈশ্বর তোমাদের শুধু পরীক্ষা করার জন্য এবং তোমাদের মনে তাঁর প্রতি সম্ভ্রমবোধ জাগ্রত করে পাপাচরণ থেকে তোমাদের নিবৃত্ত করার জন্য আবির্ভূত হয়েছেন।
21ইসরায়েলীরা তবু দূরেই দাঁড়িয়ে রইল। মোশি নিবিড় ঘন মেঘের আড়ালে যেখানে ঈশ্বর ছিলেন সেই দিকে এগিয়ে গেলেন। 22প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ইসরায়েলীদের এই কথা বল: 23তোমরা এখন দেখলে যে অন্তরীক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বললাম। তোমরা আমার প্রতিদ্বন্দ্বী ঈশ্বররূপে সোনা বা রূপোর কোন দেবমূর্তি তৈরী করবে না। 24তোমরা মাটি দিয়ে আমার উদ্দেশে একটি বেদী নির্মাণ করবে এবং তার উপরে তোমরা হোম, স্বস্ত্যয়ন বলি, মেষ ও বৃষ উৎসর্গ করবে। আমার ভজন-পূজনের জন্য যে সব স্থান আমি নির্দিষ্ট করে দেব সেই সব স্থানে আবির্ভূত হয়ে আমি তোমাদের আশীর্বাদ করব। 25তোমরা যদি আমার উদ্দেশে পাথরের বেদী নির্মাণ করতে চাও, তাহলে পাথর কেটে তা নির্মাণ করবে না, কারণ বাটালী ব্যবহার করার ফলে সেই বেদী অশুচি হয়ে যাবে।#দ্বি.বি. 27:5-7; যিহো 8:31 26তোমরা আমার বেদীতে সিঁড়ি তৈরী করবে না কারণ সিঁড়ি বেয়ে বেদীতে উঠতে গেলে তোমাদের নগ্নতা প্রকাশ পাবে।
Actualmente seleccionado:
যাত্রাপুস্তক 20: BENGALCL-BSI
Destacar
Compartir
Copiar
¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
যাত্রাপুস্তক 20
20
দশ অনুশাসন
(দ্বি.বি. 5:1-21)
1প্রভু পরমেশ্বর বললেন, 2আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।
3আমি ছাড়া তোমার আর কোন দেবতা থাকবে না।
4তুমি কোন প্রতিমা খোদাই করবে না। জল, স্থল এবং অন্তরীক্ষের কোন প্রাণীর প্রতিমূর্তিও নির্মাণ করবে না।#যাত্রা 34:17; লেবীয় 19:4; 26:1; দ্বি.বি. 4:15-18; 27:15 5তুমি সেগুলির সম্মুখে প্রণিপাত করবে না কিংবা সেগুলির পূজা-অর্চনা করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করি না। যারা আমাকে অবজ্ঞা করে, তাদের অপরাধের দণ্ড আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি।#যাত্রা 34:6-7; গণনা 14:18; দ্বি.বি. 7:9-10 6কিন্তু যারা আমাকে ভালবাসে, আমার আদেশ পালন করে তাদের সহস্রতম পুরুষ পর্যন্ত আমার করুণা বর্ষণ করে থাকি। 7তুমি অযথা তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরেরর নাম উচ্চারণ করবে না। যে ব্যক্তি অযথা তাঁর নাম উচ্চারণ করবে তাকে তিনি অব্যাহতি দেবেন না।#লেবীয় 19:12
8সাব্বাথ দিন পবিত্র ভাবে পালন করবে।#যাত্রা 16:23-30; 31:12-14 9ছয় দিন তুমি পরিশ্রম করবে, তোমার যাবতীয় কাজকর্ম করবে।#যাত্রা 23:12; 31:15; 34:31; 35:2; লেবীয় 23:3 10কিন্তু সপ্তম দিন তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানার্থে বিশ্রাম দিন। ঐ দিনে তুমি, তোমার পুত্র কন্যারা, তোমার দাসদাসী, পশুপালন কিম্বা তোমার দেশে বসবাসকারী কোন প্রবাসী, কেউই কোন কাজ করবে না।
11ছয় দিনে প্রভু পরমেশ্বর আকাশ, পৃথিবী, সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে সবই সৃষ্টি করেছিলেন। কিন্তু সপ্তম দিনে তিনি বিশ্রাম করলেন। সেই জন্যই প্রভু পরমেশ্বর বিশ্রাম দিনকে আশীর্বাদ করে পবিত্র করেছেন।#আদি 2:1-3; যাত্রা 31:17
12পিতা ও মাতাকে তুমি সম্মান করবে, তাহলে তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দেবেন সেই দেশে তুমি দীর্ঘকাল বসবাস করতে পারবে।#দ্বি.বি. 27:16; মথি 15:4; 19:19; মার্ক 7:10; 10:19; লুক 18:20; ইফি 6:2-3
13নরহত্যা করবে না।#আদি 9:6; লেবীয় 24:17; মথি 5:21; 19:18; মার্ক 10:19; লুক 18:20; রোমীয় 13:9; যাকোব 2:11
14ব্যভিচার করবে না।#লেবীয় 20:10; মথি 5:27; 19:18; মার্ক 10:19; লুক 18:20; রোমীয় 13:9; যাকোব 2:11
15চুরি করবে না।#লেবীয় 19:11; মথি 19:18; মার্ক 10:19; লুক 18:20; রোমীয় 13:9
16প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না।#যাত্রা 23:1; মথি 19:18; মার্ক 10:19; লুক 18:20
17প্রতিবেশীর ঘরবাড়ির প্রতি লোভ করবে না। তার স্ত্রী, দাস-দাসী, বলদ-গাধা প্রভৃতি কোন সম্পদের জন্য লালায়িত হবে না।#রোমীয় 7:7; 13:9
18বজ্রনাদ ও তূর্যধ্বনি শুনে এবং বিদ্যুৎস্ফুরণ ও ধূমায়মান পর্বত দেখে ইসরায়েলীরা ভয়ে কাঁপতে লাগল। তারা দূরে দাঁড়িয়ে রইল। 19মোশিকে তারা বলল, তুমিই আমাদের সঙ্গে কথা বল, তোমার কথা শুনে আমরা চলব। প্রভু পরমেশ্বর যেন আমদের সঙ্গে কথা না বলেন, তাহলে আমরা মারা পড়ব।#হিব্রু 12:18-19 20মোশি তাদের বললেন, ভয় করো না, ঈশ্বর তোমাদের শুধু পরীক্ষা করার জন্য এবং তোমাদের মনে তাঁর প্রতি সম্ভ্রমবোধ জাগ্রত করে পাপাচরণ থেকে তোমাদের নিবৃত্ত করার জন্য আবির্ভূত হয়েছেন।
21ইসরায়েলীরা তবু দূরেই দাঁড়িয়ে রইল। মোশি নিবিড় ঘন মেঘের আড়ালে যেখানে ঈশ্বর ছিলেন সেই দিকে এগিয়ে গেলেন। 22প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ইসরায়েলীদের এই কথা বল: 23তোমরা এখন দেখলে যে অন্তরীক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বললাম। তোমরা আমার প্রতিদ্বন্দ্বী ঈশ্বররূপে সোনা বা রূপোর কোন দেবমূর্তি তৈরী করবে না। 24তোমরা মাটি দিয়ে আমার উদ্দেশে একটি বেদী নির্মাণ করবে এবং তার উপরে তোমরা হোম, স্বস্ত্যয়ন বলি, মেষ ও বৃষ উৎসর্গ করবে। আমার ভজন-পূজনের জন্য যে সব স্থান আমি নির্দিষ্ট করে দেব সেই সব স্থানে আবির্ভূত হয়ে আমি তোমাদের আশীর্বাদ করব। 25তোমরা যদি আমার উদ্দেশে পাথরের বেদী নির্মাণ করতে চাও, তাহলে পাথর কেটে তা নির্মাণ করবে না, কারণ বাটালী ব্যবহার করার ফলে সেই বেদী অশুচি হয়ে যাবে।#দ্বি.বি. 27:5-7; যিহো 8:31 26তোমরা আমার বেদীতে সিঁড়ি তৈরী করবে না কারণ সিঁড়ি বেয়ে বেদীতে উঠতে গেলে তোমাদের নগ্নতা প্রকাশ পাবে।
Actualmente seleccionado:
:
Destacar
Compartir
Copiar
¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.