YouVersion Logo
Search Icon

মাতম 3

3
ভক্তের দুঃখ ও বিশ্বাস
1আমি সেই ব্যক্তি, যে তাঁর ক্রোধের দণ্ডঘটিত দুঃখ দেখেছে।
2আমাকে তিনি চালিয়েছেন, আর গমন করিয়েছেন,
অন্ধকারে, আলোকে নয়।
3সত্যিই আমার বিরুদ্ধে তিনি তাঁর হাত তুলেছেন;
সমস্ত দিন বারে বারে তুলেছেন।
4তিনি আমার মাংস ও চামড়া শুকিয়ে ফেলেছেন;
আমার অস্থিগুলো ভেঙ্গে দিয়েছেন।
5তিনি আমাকে অবরোধ করেছেন,
এবং তিক্ততা ও কষ্ট দ্বারা আমাকে বেষ্টন করেছেন;
6তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন,
বহুকালের মৃতদের মত করেছেন।
7তিনি আমার চারদিকে বেড়া দিয়েছেন,
আমি বের হতে পারি না;
তিনি আমার শিকল ভারী করেছেন।
8আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি,
তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন।
 
9তিনি খোদাই-করা পাথর দ্বারা আমার পথ রোধ করেছেন,
তিনি আমার পথ বাঁকা করেছেন।
10তিনি আমার পক্ষে লুকিয়ে থাকা ভল্লুক বা অন্তরালে গুপ্ত সিংহস্বরূপ।
11তিনি আমার পথ বিপথ করেছেন,
আমাকে খণ্ড-বিখণ্ড করেছেন, এতিম করেছেন।
12তিনি তাঁর ধনুকে চাড়া দিয়ে আমাকে তীরের লক্ষ্য করে রেখেছেন।
13তিনি তাঁর তূণ থেকে তীর নিয়ে আমার মর্মে প্রবেশ করিয়েছেন।
14আমি হয়েছি স্বজাতীয় সকলের উপহাসের বিষয়,
সমস্ত দিন তাদের গানের বিষয়।
15তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন,
আমাকে নাগদানায় পূরিত করেছেন।
16তিনি কঙ্কর দ্বারা আমার দাঁত ভেঙ্গেছেন,
আমাকে ভস্মে আচ্ছাদন করেছেন।
17তুমি আমার প্রাণ শান্তি থেকে দূর করেছ,
আমি মঙ্গল ভুলে গিয়েছি।
18আমি বললাম, আমার বল ও মাবুদতে আমার প্রত্যাশা নষ্ট হয়েছে।
19আমি স্মরণ করলাম আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ।
20আমার প্রাণ নিত্য তা স্মরণে রাখছে,
আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হচ্ছে।
21আমি পুনর্বার এই কথা মনে করি,
তাই আমার প্রত্যাশা আছে।
22মাবুদের অটল মহব্বতের গুণে আমরা নষ্ট হই নি;
কেননা তাঁর বিবিধ করুণা শেষ হয় নি।
23নতুন নতুন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।
24আমার প্রাণ বলে, মাবুদই আমার অধিকার;
এজন্য আমি তাঁতে প্রত্যাশা করবো।
25মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর আকাঙক্ষীদের পক্ষে,
তাঁর অন্বেষী প্রাণের পক্ষে।
26মাবুদের উদ্ধারের প্রত্যাশা করা,
নীরবে অপেক্ষা করা, এ-ই মঙ্গল।
27যৌবনকালে জোয়াল বহন করা মানুষের মঙ্গল।
28সে একাকী বসুক, নীরব থাকুক,
কারণ তিনি তার কাঁধে [জোয়াল] রেখেছেন।
29সে ধুলাতে মুখ দিক, তবে প্রত্যাশা হলে হতেও পারে।
30সে তার প্রহারকের কাছে গাল পেতে দিক; অপমানে পরিপূর্ণ হোক।
31কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করবেন না।
32যদিও মনস্তাপ দেন, তবুও তাঁর প্রচুর অটল মহব্বত অনুসারে করুণা করবেন।
33কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না,
মানুষকে শোকার্ত করেন না।
34লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,
35সর্বশক্তিমানের সম্মুখে মানুষের প্রতি অন্যায় করে,
36কারো বিবাদের অন্যায় নিষ্পত্তি করে,
তা প্রভু দেখতে পারেন না।
37প্রভু হুকুম না করলে কার কালাম সিদ্ধ হতে পারে?
38সর্বশক্তিমানের মুখ থেকে কি বিপদ ও সম্পদ দুই বের হয় না?
39জীবিত মানুষ কেন আক্ষেপ করে,
প্রত্যেক ব্যক্তি তার গুনাহ্‌র দণ্ডের জন্য?
40এসো, আমরা নিজ নিজ পথের সন্ধান ও পরীক্ষা করি,
এবং মাবুদের কাছে ফিরে আসি;
41এসো, হস্তযুগলের সঙ্গে হৃদয়কেও
বেহেশত-নিবাসী আল্লাহ্‌র দিকে উত্তোলন করি।
42আমরা অধর্মও বিদ্রোহাচরণ করেছি;
তুমি মাফ কর নি।
43তুমি ক্রোধে আচ্ছাদন করে আমাদেরকে তাড়না করেছ,
হত্যা করেছ, রহম কর নি।
44তুমি মেঘে নিজেকে আচ্ছাদন করেছ,
মুনাজাত তা ভেদ করতে পারে না।
45তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল ও আবর্জনার মত করেছ।
46আমাদের সমস্ত দুশমন আমাদের বিরুদ্ধে মুখ খুলে হা করেছে।
47ত্রাস ও খাত, উৎসন্নতা ও ভঙ্গ, আমাদের প্রতি উপস্থিত।
48আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে
আমার চোখ থেকে পানির ধারা বইছে।
49আমার চোখ অবিশ্রান্ত অশ্রুতে ভাসছে, বিরাম পায় না,
50যে পর্যন্ত মাবুদ বেহেশত থেকে হেঁট হয়ে দৃষ্টিপাত না করেন।
51আমার নগরীর সমস্ত কন্যার বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার কাঁদছে।
52অকারণে যারা আমার দুশমন,
তারা আমাকে পাখির মত শিকার করেছে।
53তারা আমার জীবন কূপে সংহার করেছে,
এবং আমার উপরে পাথর নিক্ষেপ করেছে।
54আমার মাথার উপর দিয়ে পানি বয়ে গেল;
আমি বললাম, আমি উচ্ছিন্ন হয়েছি।
55হে মাবুদ, আমি পাতালের কুয়ার মধ্য থেকে
তোমার নামে ডেকেছি।
56তুমি আমার ফরিয়াদ শুনেছ;
আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ থেকে কান লুকিয়ে রেখো না।
57যেদিন আমি তোমাকে ডেকেছি,
সেই দিন তুমি কাছে এসেছো, বলেছ, ভয় করো না।
58হে, প্রভু, তুমি আমার প্রাণের সমস্ত ঝগড়া নিষ্পত্তি করেছ;
আমার জীবন মুক্ত করেছ।
59হে মাবুদ, তুমি আমার প্রতি কৃত জুলুম দেখেছ,
আমার বিচার নিষ্পত্তি কর।
60ওদের সমস্ত প্রতিশোধ ও আমার বিরুদ্ধে কৃত সমস্ত সঙ্কল্প তুমি দেখেছো।
61হে মাবুদ, তুমি ওদের টিটকারি
ও আমার বিরুদ্ধে কৃত ওদের সমস্ত সঙ্কল্প শুনেছ;
62আমার প্রতিরোধীদের মুখের বচন
ও আমার বিরুদ্ধে সমস্ত দিন তাদের বক্‌বকানি শুনেছ।
63তাদের উপবেশন ও উত্থান নিরীক্ষণ কর,
আমি তাদের গানস্বরূপ।
64হে মাবুদ, তুমি তাদের হস্তকৃত কাজ অনুযায়ী
প্রতিফল তাদেরকে দেবে।
65তুমি তাদেরকে অন্তরের জড়তা দেবে,
তোমার বদদোয়া তাদের প্রতি বর্তিবে।
66তুমি তাদেরকে ক্রোধে তাড়না করবে,
মাবুদের বেহেশতের নিচে থেকে উচ্ছিন্ন করবে।
 

Currently Selected:

মাতম 3: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy