যিহোশূয়ের পুস্তক 16

16
যোষেফের বংশধরদের এলাকা
1যোষেফের বংশধরদের জন্য নির্দিষ্ট হল দেশের দক্ষিণ সীমা: যিরিহোর নিকটবর্তী জর্ডন নদী এবং যিরিহোর পূর্ব প্রান্তে অবস্থিত জলস্রোত থেকে যিরিহোর পার্বত্য অঞ্চল হয়ে প্রান্তরে বেথেল পর্যন্ত এদের সীমানা নিরূপিত হল। 2বেথেল থেকে লুসের এবং সেখান থেকে অর্কীয় জাতির এলাকার সীমান্তে অটারোৎ-অদ্দর পর্যন্ত, 3এবং পশ্চিমে যফ্‌লেটীয়দের এলাকার সীমান্তে বেথ-হোরোণের নিম্নভূমির প্রান্তে গেষর এবং ভূমধ্যসাগর পর্যন্ত তাদের সীমানা নিরূপিত হল। 4এই ভাবে যোষেফের সন্তান মনঃশি ও ইফ্রয়িমের বংশধরেরা ভূমির অধিকার লাভ করল।
ইফ্রয়িম
5ইফ্রয়িম গোষ্ঠীর পরিবার সমূহের নির্দিষ্ট অঞ্চল এই: পূর্ব দিকে বেথ-হোরোণের উঁচু অঞ্চল থেকে অটারোৎ-অদ্দর হয়ে তাদের সীমানা 6ভূমধ্যসাগরের উপকূলে গিয়ে শেষ হল। সীমানা পশ্চিম দিকে মিকমথ হয়ে উত্তরে বিস্তৃত হল, পরে তা ঘুরে পূর্বদিকে তানাৎ-শীলো পর্যন্ত গেল এবং সেখান থেকে যানোহের পূর্ব দিকে গেল। 7যানোহ্‌ থেকে অটারোৎ-অদ্দর, নারাহ্ ও যিরিহো হয়ে জর্ডন পর্যন্ত প্রসারিত হল। 8তারপর সেই সীমারেখা তপুয়াহ্ থেকে পশ্চিম দিকে কান্নাহ্ স্রোত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এই ছিল ইফ্রয়িম গোষ্ঠীভুক্ত পরিবারগুলি এলাকা।
9এ ছাড়াও মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত এলাকার মধ্যে ইফ্রয়িম গোষ্ঠীর জন্য বিভিন্ন নগর ও সেগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চল পৃথক করে নির্দিষ্ট হয়েছিল। 10কিন্তু তারা গেষর নিবাসী কনানীদের উৎখাত করল না। কনানীরা আজও ইফ্রয়িম গোষ্ঠীর মাঝে তাদের অধীন দাস হয়ে বসবাস করছে।#বিচার 1:29

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.