1
যিহোশূয়ের পুস্তক 6:2
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন, দেখ, রাজা ও সৈনসামন্তসহ যিরিহো নগর আমি তোমার হাতে তুলে দিলাম।
Vergleichen
Studiere যিহোশূয়ের পুস্তক 6:2
2
যিহোশূয়ের পুস্তক 6:5
তুরীধ্বনি শোনা মাত্রই তোমাদের সমগ্র সেনাবাহিনী একসঙ্গে রণহুঙ্কার দিয়ে উঠবে, আর সেই মুহূর্তে নগরের প্রাচীর ধসে পড়বে। সঙ্গে সঙ্গে ইসরায়েলীরা নগরে সবেগে প্রবেশ করবে।
Studiere যিহোশূয়ের পুস্তক 6:5
3
যিহোশূয়ের পুস্তক 6:3
তোমাদের সমস্ত যোদ্ধা প্রতিদিন একবার করে ছদিন এই নগর প্রদক্ষিণ করবে।
Studiere যিহোশূয়ের পুস্তক 6:3
4
যিহোশূয়ের পুস্তক 6:4
চুক্তি সিন্দুকের সামনে সাতজন যাজক মেষের শিঙের তৈরী সাতটি তুরী বয়ে নিয়ে চলবে। কিন্তু সপ্তম দিনে তোমরা সাতবার নগরটি প্রদক্ষিণ করবে এবং যাজকেরা সেই তুরী বাজাবে।
Studiere যিহোশূয়ের পুস্তক 6:4
5
যিহোশূয়ের পুস্তক 6:1
সেইসময় ইসরায়েলীদের প্রতিরোধ করার জন্য যিরিহো নগরের সমস্ত প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। নগর থেকে কেউ বাইরে যেতে বা প্রবেশ করতে পারত না।
Studiere যিহোশূয়ের পুস্তক 6:1
6
যিহোশূয়ের পুস্তক 6:16
যাজকেরা সপ্তমবার তুরীধ্বনি করলে যিহোশূয় জনতাকে বললেন, এবার রণহুঙ্কার দাও, কেননা প্রভু পরমেশ্বর তোমাদের হাতে এই নগর সমর্পণ করেছেন। মনে রেখ
Studiere যিহোশূয়ের পুস্তক 6:16
7
যিহোশূয়ের পুস্তক 6:17
এই নগর এবং এখানকার সব কিছুই তাঁর। একে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। কেবলমাত্র বারাঙ্গনা রাহাব এবং তার বাড়ির লোকজন রক্ষা পাবে, কারণ সে আমাদের চরদের লুকিয়ে রেখেছিল।
Studiere যিহোশূয়ের পুস্তক 6:17
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos