1
যাত্রাপুস্তক 9:16
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কিন্তু তোমার কাছে আমার শক্তির পরিচয় দেওয়ার জন্য এবং সারা পৃথিবীতে আমার নাম মাহাত্ম্য প্রচারের জন্যই আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি।
Vergleichen
Studiere যাত্রাপুস্তক 9:16
2
যাত্রাপুস্তক 9:1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি ফারাও-এর কাছে গিয়ে বল, ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন, আমার আরাধনা করার জন্য আমার প্রজাদের ছেড়ে দাও।
Studiere যাত্রাপুস্তক 9:1
3
যাত্রাপুস্তক 9:15
আমি যদি সর্বশক্তি প্রয়োগ করে তোমাকে এবং তোমার প্রজাদের মহামারীর দ্বারা আঘাত করতাম তা হলে তোমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে।
Studiere যাত্রাপুস্তক 9:15
4
যাত্রাপুস্তক 9:3-4
তাহলে তোমাদের ঘোড়া, গাধা, উট, গরু, ভেড়া ইত্যাদি যে পশুপাল মাঠে চরছে সেগুলিকে তিনি সাংঘাতিক এক মড়ক পাঠিয়ে বিনাশ করবেন। প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের পশুপাল ও তোমাদের পশুপালের মধ্যে প্রভেদ রাখবেন, ইসরায়েলীদের কোন পশু মারবেন না।
Studiere যাত্রাপুস্তক 9:3-4
5
যাত্রাপুস্তক 9:18-19
তাই আগামী কাল এমনি সময়ে আমি ভীষণ শিলাবৃষ্টি ঘটাব, যা মিশরের পত্তন থেকে আজ অবধি আর কখনও হয় নি। তুমি এখন নির্দেশ দাও যেন তোমাদের পশুপাল এবং অন্যান্য যা কিছু মাঠে রয়েছে, সবই যেন ছাউনির নীচে আনা হয়। মানুষ কিংবা পশু যা কিছু বাইরে অরক্ষিত অবস্থায় থাকবে তাদের সকলের উপরে শিলাবর্ষণ হবে এবং সকলেই মারা পড়বে।
Studiere যাত্রাপুস্তক 9:18-19
6
যাত্রাপুস্তক 9:9-10
সূক্ষ্ম ধূলিকণার মত সেই ছাই তখন সারা মিশরে ছড়িয়ে পড়বে এবং দেশের সর্বত্র তা মানুষ ও পশুর দেহে বিষাক্ত ফোনা সৃষ্টি করবে। তাঁরা একটা চুল্লী থেকে ছাই নিয়ে ফারাও-এর সামনে গিয়ে দাঁড়ালেন। মোশি সেই ছাই আকাশের দিকে উড়িয়ে দিলেন, ফলে মানুষ ও পশুর দেহে বিষ ফোড়া উৎপন্ন হল।
Studiere যাত্রাপুস্তক 9:9-10
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos