ইব্রীয় ভূমিকা

ভূমিকা
ইব্রীয়দের প্রতি লিখিত এই পত্রটি একদল খ্রীষ্টবিশ্বাসীদের নিকটে- যাহারা ক্রমবর্ধমান বাধা-বিপত্তি ও নিপীড়নের মুখে পড়িয়া খ্রীষ্টীয় বিশ্বাস ত্যাগ করিয়া বিপদগ্রস্ত হইয়াছিল তাহাদের নিকটে- লিখিত হইয়াছিল। তাহাদের এই নৈরাশ্য ও হতোদ্যম অবস্থা দেখিয়া পত্রলেখক তাহাদের অন্তরে নূতন উৎসাহ, অনুপ্রেরণা, মনোবল ও হারানো বিশ্বাস ফিরাইয়া আনিবার জন্য প্রাথমিকভাবে মূল সত্যকে তুলিয়া ধরিয়াছেন। বলিয়াছেন, যীশু খ্রীষ্টই হইলেন ঈশ্বরের প্রকৃত ও চরম প্রকাশ। এই সত্যকে আরও স্পষ্টভাবে বুঝাইবার জন্য তিনি তিনটি সত্যের উপর জোর দিয়াছেন: (১) যীশু খ্রীষ্ট হইলেন ঈশ্বরের শাশ্বত পুত্র, যিনি দুঃসহ নির্যাতন বরণের মাধ্যমে পিতার নিকটে বাধ্যতার চরম পরাকাষ্ঠা দেখাইয়াছিলেন। ঈশ্বরের পুত্ররূপে যীশুই হইলেন পুরাতন নিয়মের নবীদের অপেক্ষা, স্বর্গদূতদের চেয়ে এবং স্বয়ং মোশির অপেক্ষাও শ্রেষ্ঠ। (২) ঈশ্বর যীশুকে পুরাতন নিয়মের সমস্ত যাজক-ভাববাদীগণ অপেক্ষা শ্রেষ্ঠ অনন্তকালীন যাজকরূপে ঘোষণা করিয়াছেন। (৩) যীশু খ্রীষ্টের মাধ্যমে খ্রীষ্টভক্তগণ পাপ, ভয় এবং মৃত্যু হইতে পরিত্রাণ লাভ করে এবং যীশু প্রধান যাজকরূপে প্রকৃত পরিত্রাণ দান করেন, যাহা একমাত্র যিহূদী ধর্মে বিধি-ব্যবস্থা পালন ও পশুবলি দ্বারা আভাসিত হইয়াছে।
ইস্রায়েল জাতির ইতিহাসের কয়েকজন বিখ্যাত ব্যক্তির উদাহরণ (১১ অধ্যায়) দেখাইয়া লেখক তাঁহার পাঠকদের নিকটে বিশ্বাস অটুট রাখিবার আবেদন জানাইয়াছেন এবং ১২ অধ্যায়ে যে কোন ধরণের দুঃখ, যন্ত্রণা নিপীড়ন আইসুক না কেন, যীশুর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়া পাঠকদের শেষ পর্যন্ত অখণ্ড বিশ্বাসে অবিচল থাকিবার অনুরোধ করিয়াছেন। পরামর্শ ও সাবধানবাণী দিয়া পত্রটি শেষ করা হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-৩
স্বর্গদূত অপেক্ষা খ্রীষ্টের শ্রেষ্ঠতা - ১:৪—২:১৮
মোশি ও যিহোশূয় অপেক্ষা খ্রীষ্টের শ্রেষ্ঠতা - ৩:১—৪:১৩
খ্রীষ্টের যাকজকত্বের শ্রেষ্ঠতা - ৪:১৪—৭:২৮
খ্রীষ্টের নূতন ঈশ্বরীয় নিয়মের শ্রেষ্ঠতা - ৮:১—৯:২৮
খ্রীষ্টের আত্মবলিদানের শ্রেষ্ঠতা - ১০:১-৩৯
বিশ্বাসের মুখ্য প্রয়োজনীয়তা - ১১:১—১২:২৯
শেষ উপদেশ ও উপসংহার - ১৩:১-২৫

Subratllat

Comparteix

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió