যাত্রাপুস্তক ২৬
২৬
যবনিকা সমূহ
1 আর তুমি দশটি যবনিকা দ্বারা এক আবাস প্রস্তুত করিবে; সেইগুলি পাকান সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সূত্রে নির্মাণ করিবে; সেই যবনিকা সমূহে শিল্পিত করূবগণের আকৃতি থাকিবে। 2 প্রত্যেক যবনিকা দৈর্ঘ্যে আটাইশ হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে চারি হস্ত হইবে; সমস্ত যবনিকার এক পরিমাণ হইবে। 3 আর একত্র পাঁচটি যবনিকার পরস্পর যোগ থাকিবে, এবং অন্য পাঁচ যবনিকার পরস্পর যোগ থাকিবে। 4 আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে নীলসূত্রের ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানে দ্বিতীয় অন্ত্য যবনিকার মুড়াতেও তদ্রূপ করিবে। 5 প্রথম যবনিকাতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে; সেই দুইটি ঘুণ্টিঘরা শ্রেণী পরস্পর সম্মুখীন হইবে। 6 আর পঞ্চাশটি স্বর্ণঘুণ্টি গড়িয়া ঘুণ্টিতে যবনিকা সকল পরস্পর বদ্ধ করিবে; তাহাতে তাহা একই আবাস হইবে।
7 আর তুমি আবাসের উপরে আচ্ছাদনার্থ তাম্বুর নিমিত্তে ছাগলোমজাত যবনিকা সকল প্রস্তুত করিবে, একাদশ যবনিকা প্রস্তুত করিবে। 8 প্রত্যেক যবনিকা দৈর্ঘ্যে ত্রিশ হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে চারি হস্ত হইবে; এই একাদশ যবনিকার একই পরিমাণ হইবে। 9 পরে পাঁচ যবনিকা পরস্পর জোড়া দিয়া পৃথক রাখিবে, অন্য ছয় যবনিকাও পৃথক রাখিবে, এবং ইহাদের ষষ্ঠ যবনিকা দোহারা করিয়া তাম্বুর সম্মুখে রাখিবে। 10 আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং সংযোক্তব্য দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে। 11 পরে পিত্তলের পঞ্চাশটি ঘুণ্টি গড়িয়া সেই ঘুণ্টিঘরাতে তাহা প্রবেশ করাইয়া তাম্বু সংযুক্ত করিবে, 12 তাহাতে তাহা একই তাম্বু হইবে, তাম্বুর যবনিকার অতিরিক্ত অংশ, অর্থাৎ যে অর্ধ যবনিকা অতিরিক্ত থাকিবে, তাহা আবাসের পশ্চাৎপার্শ্বে ঝুলিয়া থাকিবে। 13 আর তাম্বুর যবনিকার দৈর্ঘ্যের যে অংশ এপার্শ্বে এক হস্ত, ওপার্শ্বে এক হস্ত অতিরিক্ত থাকিবে, তাহা আচ্ছাদনের জন্য আবাসের উপরে এপার্শ্বে ওপার্শ্বে ঝুলিয়া থাকিবে। 14 পরে তুমি তাম্বুর জন্য পরিশোধিত মেষচর্মের এক ছাদ প্রস্তুত করিবে, আবার তাহার উপরে তহশচর্মের এক ছাদ প্রস্তুত করিবে।
তক্তা ও অর্গল সমূহ
15 পরে তুমি আবাসের জন্য শিটীম কাষ্ঠের দাঁড় করান তক্তা প্রস্তুত করিবে। 16 প্রত্যেক তক্তা দৈর্ঘ্যে দশ হস্ত ও প্রস্থে দেড় হস্ত হইবে। 17 প্রত্যেক তক্তার পরস্পর সংযুক্ত দুই দুই পায়া থাকিবে; এইরূপে আবাসের সকল তক্তা প্রস্তুত করিবে। 18 আবাসের নিমিত্তে তক্তা প্রস্তুত করিবে, দক্ষিণদিকে দক্ষিণ পার্শ্বের জন্য বিংশতি তক্তা। 19 আর সেই বিংশতি তক্তার নিচে চল্লিশটি রৌপ্যের চুঙ্গি গড়িয়া দিবে; এক তক্তার নিচে তাহার দুই পায়ার জন্য দুই চুঙ্গি এবং অন্য অন্য তক্তার নীচেও তাহাদের দুই দুই পায়ার জন্য দুই দুই চুঙ্গি হইবে। 20 আর আবাসের দ্বিতীয় পার্শ্বের নিমিত্তে উত্তরদিকে বিংশতি তক্তা; 21 আর সেইগুলির জন্য রৌপ্যের চল্লিশটি চুঙ্গি এক তক্তার নিচে দুই চুঙ্গি ও অন্য অন্য তক্তার নীচেও দুই দুই চুঙ্গি হইবে। 22 আর আবাসের পশ্চিমদিকের পশ্চাৎভাগের নিমিত্তে ছয়খানি তক্তা করিবে। 23 আর আবাসের সেই পশ্চাৎভাগের দুই কোণের জন্য দুইখানি তক্তা করিবে। 24 সেই দুই তক্তার নিচে যোড় হইবে, এবং সেইরূপ মাথাতেও প্রথম কড়ার নিকটে যোড় হইবে; এইরূপ উভয়েতেই হইবে; তাহা দুই কোণের নিমিত্ত হইবে। 25 তক্তা আটখানা হইবে, ও সেইগুলির রৌপ্যের চুঙ্গি ষোলটি হইবে; এক তক্তার নিচে দুই চুঙ্গি ও অন্য তক্তার নিচে দুই চুঙ্গি থাকিবে।
26 আর তুমি শিটীম কাষ্ঠের অর্গল প্রস্তুত করিবে, 27 আবাসের এক পার্শ্বের তক্তাতে পাঁচটি অর্গল ও আবাসের অন্য পার্শ্বের তক্তাতে পাঁচটি অর্গল, এবং আবাসের পশ্চিমদিকের পশ্চাৎভাগের তক্তাতে পাঁচটি অর্গল দিবে। 28 এবং মধ্যবর্তী অর্গল তক্তাগুলির মধ্যস্থান দিয়া এক প্রান্ত অবধি অন্য প্রান্ত পর্যন্ত যাইবে। 29 আর ঐ তক্তাগুলি স্বর্ণে মুড়িবে, ও অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণকড়া গড়িবে, এবং অর্গল সকল স্বর্ণ দিয়া মুড়িবে। 30 আবাসের যে আদর্শ পর্বতে তোমাকে দেখান গেল, তদনুসারে তাহা স্থাপন করিবে।
তিরস্করিণী ও পর্দা
31 আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূত্র দ্বারা এক তিরস্করিণী প্রস্তুত করিবে; তাহা শিল্পকারের কর্ম হইবে, তাহাতে করূবগণের আকৃতি থাকিবে। 32 তুমি তাহা স্বর্ণে মুড়ান শিটীম কাষ্ঠের চারি স্তম্ভের উপরে খাটাইবে; সেইগুলির আঁকড়া স্বর্ণময় হইবে, এবং সেইগুলি রৌপ্যের চারিটি চুঙ্গির উপরে বসিবে। 33 আর ঘুণ্টি সকলের নিচে তিরস্করিণী খাটাইয়া দিবে, এবং তথায় তিরস্করিণীর ভিতরে সাক্ষ্য-সিন্দুক আনিবে। সেই তিরস্করিণী পবিত্র স্থানের ও অতিপবিত্র স্থানের মধ্যে তোমাদের জন্য প্রভেদ রাখিবে। 34 আর অতিপবিত্র স্থানে সাক্ষ্য-সিন্দুকের উপরে পাপাবরণ রাখিবে। 35 আর তিরস্করিণীর বাহিরে মেজ রাখিবে ও মেজের সম্মুখে আবাসের পার্শ্বে, দক্ষিণদিকে দীপবৃক্ষ রাখিবে, এবং উত্তরদিকে মেজ রাখিবে। 36 আর তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রনির্মিত শিল্পকারের কৃত এক পর্দা প্রস্তুত করিবে। 37 আর সেই পর্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটি স্তম্ভ নির্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচটি চুঙ্গি ঢালিবে।
S'ha seleccionat:
যাত্রাপুস্তক ২৬: বিবিএস
Subratllat
Comparteix
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
যাত্রাপুস্তক ২৬
২৬
যবনিকা সমূহ
1 আর তুমি দশটি যবনিকা দ্বারা এক আবাস প্রস্তুত করিবে; সেইগুলি পাকান সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সূত্রে নির্মাণ করিবে; সেই যবনিকা সমূহে শিল্পিত করূবগণের আকৃতি থাকিবে। 2 প্রত্যেক যবনিকা দৈর্ঘ্যে আটাইশ হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে চারি হস্ত হইবে; সমস্ত যবনিকার এক পরিমাণ হইবে। 3 আর একত্র পাঁচটি যবনিকার পরস্পর যোগ থাকিবে, এবং অন্য পাঁচ যবনিকার পরস্পর যোগ থাকিবে। 4 আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে নীলসূত্রের ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানে দ্বিতীয় অন্ত্য যবনিকার মুড়াতেও তদ্রূপ করিবে। 5 প্রথম যবনিকাতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে; সেই দুইটি ঘুণ্টিঘরা শ্রেণী পরস্পর সম্মুখীন হইবে। 6 আর পঞ্চাশটি স্বর্ণঘুণ্টি গড়িয়া ঘুণ্টিতে যবনিকা সকল পরস্পর বদ্ধ করিবে; তাহাতে তাহা একই আবাস হইবে।
7 আর তুমি আবাসের উপরে আচ্ছাদনার্থ তাম্বুর নিমিত্তে ছাগলোমজাত যবনিকা সকল প্রস্তুত করিবে, একাদশ যবনিকা প্রস্তুত করিবে। 8 প্রত্যেক যবনিকা দৈর্ঘ্যে ত্রিশ হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে চারি হস্ত হইবে; এই একাদশ যবনিকার একই পরিমাণ হইবে। 9 পরে পাঁচ যবনিকা পরস্পর জোড়া দিয়া পৃথক রাখিবে, অন্য ছয় যবনিকাও পৃথক রাখিবে, এবং ইহাদের ষষ্ঠ যবনিকা দোহারা করিয়া তাম্বুর সম্মুখে রাখিবে। 10 আর যোড়স্থানে প্রথম অন্ত্য যবনিকার মুড়াতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং সংযোক্তব্য দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে। 11 পরে পিত্তলের পঞ্চাশটি ঘুণ্টি গড়িয়া সেই ঘুণ্টিঘরাতে তাহা প্রবেশ করাইয়া তাম্বু সংযুক্ত করিবে, 12 তাহাতে তাহা একই তাম্বু হইবে, তাম্বুর যবনিকার অতিরিক্ত অংশ, অর্থাৎ যে অর্ধ যবনিকা অতিরিক্ত থাকিবে, তাহা আবাসের পশ্চাৎপার্শ্বে ঝুলিয়া থাকিবে। 13 আর তাম্বুর যবনিকার দৈর্ঘ্যের যে অংশ এপার্শ্বে এক হস্ত, ওপার্শ্বে এক হস্ত অতিরিক্ত থাকিবে, তাহা আচ্ছাদনের জন্য আবাসের উপরে এপার্শ্বে ওপার্শ্বে ঝুলিয়া থাকিবে। 14 পরে তুমি তাম্বুর জন্য পরিশোধিত মেষচর্মের এক ছাদ প্রস্তুত করিবে, আবার তাহার উপরে তহশচর্মের এক ছাদ প্রস্তুত করিবে।
তক্তা ও অর্গল সমূহ
15 পরে তুমি আবাসের জন্য শিটীম কাষ্ঠের দাঁড় করান তক্তা প্রস্তুত করিবে। 16 প্রত্যেক তক্তা দৈর্ঘ্যে দশ হস্ত ও প্রস্থে দেড় হস্ত হইবে। 17 প্রত্যেক তক্তার পরস্পর সংযুক্ত দুই দুই পায়া থাকিবে; এইরূপে আবাসের সকল তক্তা প্রস্তুত করিবে। 18 আবাসের নিমিত্তে তক্তা প্রস্তুত করিবে, দক্ষিণদিকে দক্ষিণ পার্শ্বের জন্য বিংশতি তক্তা। 19 আর সেই বিংশতি তক্তার নিচে চল্লিশটি রৌপ্যের চুঙ্গি গড়িয়া দিবে; এক তক্তার নিচে তাহার দুই পায়ার জন্য দুই চুঙ্গি এবং অন্য অন্য তক্তার নীচেও তাহাদের দুই দুই পায়ার জন্য দুই দুই চুঙ্গি হইবে। 20 আর আবাসের দ্বিতীয় পার্শ্বের নিমিত্তে উত্তরদিকে বিংশতি তক্তা; 21 আর সেইগুলির জন্য রৌপ্যের চল্লিশটি চুঙ্গি এক তক্তার নিচে দুই চুঙ্গি ও অন্য অন্য তক্তার নীচেও দুই দুই চুঙ্গি হইবে। 22 আর আবাসের পশ্চিমদিকের পশ্চাৎভাগের নিমিত্তে ছয়খানি তক্তা করিবে। 23 আর আবাসের সেই পশ্চাৎভাগের দুই কোণের জন্য দুইখানি তক্তা করিবে। 24 সেই দুই তক্তার নিচে যোড় হইবে, এবং সেইরূপ মাথাতেও প্রথম কড়ার নিকটে যোড় হইবে; এইরূপ উভয়েতেই হইবে; তাহা দুই কোণের নিমিত্ত হইবে। 25 তক্তা আটখানা হইবে, ও সেইগুলির রৌপ্যের চুঙ্গি ষোলটি হইবে; এক তক্তার নিচে দুই চুঙ্গি ও অন্য তক্তার নিচে দুই চুঙ্গি থাকিবে।
26 আর তুমি শিটীম কাষ্ঠের অর্গল প্রস্তুত করিবে, 27 আবাসের এক পার্শ্বের তক্তাতে পাঁচটি অর্গল ও আবাসের অন্য পার্শ্বের তক্তাতে পাঁচটি অর্গল, এবং আবাসের পশ্চিমদিকের পশ্চাৎভাগের তক্তাতে পাঁচটি অর্গল দিবে। 28 এবং মধ্যবর্তী অর্গল তক্তাগুলির মধ্যস্থান দিয়া এক প্রান্ত অবধি অন্য প্রান্ত পর্যন্ত যাইবে। 29 আর ঐ তক্তাগুলি স্বর্ণে মুড়িবে, ও অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণকড়া গড়িবে, এবং অর্গল সকল স্বর্ণ দিয়া মুড়িবে। 30 আবাসের যে আদর্শ পর্বতে তোমাকে দেখান গেল, তদনুসারে তাহা স্থাপন করিবে।
তিরস্করিণী ও পর্দা
31 আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকান সাদা মসীনা সূত্র দ্বারা এক তিরস্করিণী প্রস্তুত করিবে; তাহা শিল্পকারের কর্ম হইবে, তাহাতে করূবগণের আকৃতি থাকিবে। 32 তুমি তাহা স্বর্ণে মুড়ান শিটীম কাষ্ঠের চারি স্তম্ভের উপরে খাটাইবে; সেইগুলির আঁকড়া স্বর্ণময় হইবে, এবং সেইগুলি রৌপ্যের চারিটি চুঙ্গির উপরে বসিবে। 33 আর ঘুণ্টি সকলের নিচে তিরস্করিণী খাটাইয়া দিবে, এবং তথায় তিরস্করিণীর ভিতরে সাক্ষ্য-সিন্দুক আনিবে। সেই তিরস্করিণী পবিত্র স্থানের ও অতিপবিত্র স্থানের মধ্যে তোমাদের জন্য প্রভেদ রাখিবে। 34 আর অতিপবিত্র স্থানে সাক্ষ্য-সিন্দুকের উপরে পাপাবরণ রাখিবে। 35 আর তিরস্করিণীর বাহিরে মেজ রাখিবে ও মেজের সম্মুখে আবাসের পার্শ্বে, দক্ষিণদিকে দীপবৃক্ষ রাখিবে, এবং উত্তরদিকে মেজ রাখিবে। 36 আর তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রনির্মিত শিল্পকারের কৃত এক পর্দা প্রস্তুত করিবে। 37 আর সেই পর্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটি স্তম্ভ নির্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচটি চুঙ্গি ঢালিবে।
S'ha seleccionat:
:
Subratllat
Comparteix
Copia
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.