৩০ দিনের অলৌকিক ঘটনানমুনা

প্রথম অলৌকিক মাছ ধরা
কল্পনা করতে পারেন, এক অভিজ্ঞ জেলে শিমোন পিতরকে তাঁর নিজের পেশা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন যীশু, এক কাঠমিস্ত্রি? কিন্তু পিতরের পক্ষ থেকে বললে, যীশু তখন যেমন ছিলেন, এখনো তেমনই আছেন, সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তা ও ধারক। যিনি তাঁর বাক্য দিয়ে পুরো জগতসংসাকে সৃষ্টি করেছেন, তাঁর জন্য পিতরের নৌকার কাছে একদল মাছ পাঠিয়ে জালের মধ্যে ঢুকিয়ে দেওয়া ছিল একেবারেই সহজ ব্যাপার।
আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বরের পক্ষে কিছুই কঠিন নয় এবং তাঁর সঙ্গে সবই সম্ভব, তাহলে আপনি নিজেকেও এমন এক অসাধারণ অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করে তুলছেন। আপনি হয়তো আপনার শক্তি ও দক্ষতার উপর ভরসা করে কাজ করছেন, কিন্তু সেখানে কি ঈশ্বরের স্পর্শের জন্য জায়গা রয়েছে?
যীশু যা আপনি শিখেছেন, তা আপনার চেয়েও ভালোভাবে করতে পারেন। আপনি যার প্রশিক্ষণ নিয়েছেন, যীশু তা আপনার চেয়েও উৎকৃষ্টভাবে করতে পারেন। এটি কি আপনাকে উৎসাহিত করে, নাকি আপনাকে নিরর্থক মনে করায়? আমি আশা করি, এটি জানা আপনাকে আশীর্বাদ দেবে যে ঈশ্বর অসীমভাবে সক্ষম সেই সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে, যা তিনি আপনার হাতে অর্পণ করেছেন।
তাহলে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব? প্রথমে, আমরা ঈশ্বরকে আমাদের কাজে কার্যকরভাবে আমন্ত্রণ জানাতে পারি এবং তাঁকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে পারি। আমরা আমাদের ব্যবসায় তাঁকে পরামর্শদাতা হিসেবে নিতে পারি এবং তাঁকে আমাদের প্রধান অংশীদার করতে পারি। আমরা আমাদের পড়াশোনায় তাঁর সঙ্গে যুক্ত হতে পারি, কারণ তিনিই হলেন জ্ঞান ও প্রজ্ঞার পরিপূর্ণ উৎস। আপনি যখন ঈশ্বরকে আপনার কাজে অন্তর্ভুক্ত করবেন, তখন অলৌকিক ঘটনাগুলিকে আপনার জীবনে উন্মোচিত হতে দেখবেন আর দেখবেন কিভাবে তিনি আপনার উপর অলৌকিক আশীর্বাদ ও অনুগ্রহ বর্ষণ করেন।
About this Plan

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।
More
এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা We Are Zion কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: www.instagram.com/wearezion.in









