৩০ দিনের অলৌকিক ঘটনানমুনা

৩০ দিনের অলৌকিক ঘটনা

DAY 1 OF 30

জলকে দাক্ষারসে পরিণত করা

আজকের বাইবেল পাঠে আমরা যীশুর প্রথম অলৌকিক ঘটনার কথা পড়ি। এটি ঘটেছিল কানা নামক একটি ছোট ও অখ্যাত শহরের এক বিবাহের অনুষ্ঠানে। সেই বিবাহের ভোজে দাক্ষারসের প্রাচুর্য থাকার কথা ছিল, যাতে সবাই ইচ্ছামতো পান করতে পারেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বা দুর্ভাগ্যজনকভাবে সেই বিবাহে দাক্ষারস ফুরিয়ে গিয়েছিল। তখন যীশুর মা মরিয়ম এই পরিস্থিতি সম্পর্কে যীশুকে জানালেন। এতে যীশু ওনাকে শান্ত থাকতে বললেন, কারণ তাঁর সময় এখনো আসেনি, বা কী এসেগিয়েছিল?

ঈশ্বরপুত্র যীশু জানতেন তাঁর সময় কখন আসবে, কিন্তু সেই বিবাহের দিনটি তা ছিল না। তবে মাতৃসুলভ অনুভূতিতে মরিয়ম দাসদের বললেন, তাঁর ছেলে যা বলবে তারা যেন তাই করে। আমি অনুমান করছি, এতদিন পর্যন্ত যীশু তাঁর মায়ের কাছে সাধারণ বিষয়ের মধ্যে অলৌকিক কাজ করে তাঁকে বহুবার বিস্মিত করেছিলেন, তাই তিনি যেকোনো কিছুর জন্য প্রস্তুত ছিলেন। যীশু তাঁর মায়ের সেই অনুভূতিকে অনুসরণ করে দাসদের বললেন, বিশাল পাথরের কলসগুলো জল দিয়ে ভরে দিতে। এই কলসগুলি ইহুদীদের ধর্মীয় শুচিতা বিধি অনুসারে শুদ্ধিকরণের জন্য ব্যবহৃত হত। দাসেরা কলসগুলো জল দিয়ে পূর্ণ করার পর, যীশু তাঁদের বললেন কিছু জল তুলে ভোজের প্রধানের কাছে নিয়ে যেতে। জল কলসে ঢালা থেকে শুরু করে ভোজের প্রধানের তা স্বাদ নেওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যেই কিছু একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। এটি কোনো জাদুকরের কৌশল বা কোনো তত্ত্বাবধায়কের চালাকি ছিল না, কারণ এই অলৌকিক ঘটনা স্বাদ গ্রহণের মধ্যেই প্রকাশ পেয়েছিল। ভোজের প্রধান বললেন এ দাক্ষারস তিনি সারা দিনে যত পান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ! সত্যিই আশ্চর্য! প্রমাণ দেখা গেল স্বাদ গ্রহণের মধ্যেই। কয়েক মিনিটের মধ্যেই যীশু তাঁর শিষ্যদের কাছে তাঁর ঈশ্বরত্ব প্রমাণ করলেন, তাঁরা তাঁর উপর বিশ্বাস স্থাপন করলেন, আর তাঁর মহিমা প্রকাশিত হল।

আগামী ৩০ দিনের পথে আমরা যখন এগোবো, আশা এই যে, আপনি আপনার জীবনের গভীরতম সাধারণ মুহূর্ত এবং রহস্যময় অলৌকিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁর মহিমা আপনার চোখের সামনে উন্মোচিত হতে দেখবেন। ঈশ্বরের মহিমা আপনাকে বিস্মিত করবে, আবার আপনাকে সান্ত্বনা দেবে, আর ঈশ্বরের ইচ্ছায়, আপনার মনে গভীর ও অটল বিশ্বাস পুনঃস্থাপন করবে।

যীশুর প্রাথমিক পরিচর্যার এই অংশে আরেকটি আকর্ষণীয় পরিবর্তন হল, তিনি কীভাবে দক্ষতার সাথে এবং সহজভাবে আধ্যাত্মিক ক্ষেত্রে আরও গভীর পরিবর্তনকে স্পষ্টভাবে প্রকাশ করেছেন কারণ এখন তিনি পরিচর্যায় প্রবেশ করেছেন। যীশু প্রায়ই “নতুন দাক্ষারস নতুন দাক্ষারসের পাত্রে” রাখার দৃষ্টান্ত ব্যবহার করতেন, যা মানুষের জীবনে তাঁর অভিষেকের মাধ্যমে শুরু হওয়া নতুন পরিচর্যার প্রতীক ছিল। কানার এই বিবাহের ঘটনাটি ভবিষ্যতের সময়গুলিতে সেই পরিচর্যা কেমন হবে, তার এক স্পষ্ট চিত্র তুলে ধরে।

যে পাথরের কলসগুলো ইহুদীদের হাত-পা ধোয়ার ধর্মীয় আচার পালনের জন্য ব্যবহৃত হত, সেগুলোই এখন উৎকৃষ্ট দাক্ষারস ধারণ করছিল—যা পানকারীদের হৃদয় আনন্দে ভরে তুলছিল। সে সময়ের সাংস্কৃতিক প্রেক্ষাপটে, দাক্ষারস ছিল আনন্দ ও প্রাচুর্যের প্রতীক। যীশু নিজেই বলেছেন, “তোমরা আমার মধ্যে থাকো, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়” (যোহন ১৫:১১)। আবার যোহন ১০:১০—এ তিনি নিজের তুলনা শত্রুর সঙ্গে করে বলেছিলেন, শত্রু আসে চুরি করতে, হত্যা করতে ও ধ্বংস করতে; কিন্তু তিনি এসেছেন যেন আমরা জীবন পাই এবং তা প্রাচুর্যে পাই।

জলকে দাক্ষারসে পরিণত করার মাধ্যমে, সম্ভবত যীশু আমাদেরকে একটি গভীর আহ্বান জানাচ্ছেন, পুরনো ধর্মীয় প্রথা থেকে নয়, বরং স্বয়ং তাঁর কাছ থেকে আহরণ করতে, যাতে আমরা প্রকৃত আনন্দ ও পূর্ণতার জীবন যাপন করতে পারি। কারণ যারা যীশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, তারা নতুন হয়ে যায়, “পুরোনো বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে” (২ করিন্থীয় ৫:১৭)।

ধর্মগ্রন্থ

About this Plan

৩০ দিনের অলৌকিক ঘটনা

যখন যীশু পৃথিবীতে হেঁটে বেড়িয়েছিলেন, তখন তিনি মানুষের জন্য কিছু অসাধারণ কাজ করেছিলেন। আপনি যখন এই বাইবেল পাঠ পরিকল্পনাটি পড়বেন, আমরা আশা করি আপনি নিজের জন্য যীশুকে তাঁর পূর্ণ মহিমায় অনুভব করবেন। যাতে আমাদের এই পৃথিবীর জীবনের দিনগুলিতে আমরা যেন ঈশ্বরের অলৌকিক কার্যক্ষমতার উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করি।

More

এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা We Are Zion কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: www.instagram.com/wearezion.in