পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ননমুনা

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

DAY 5 OF 5

প্রভু যীশুর প্রতিশ্রুত প্রাচুর্যময় জীবন যাপনের জন্য, কেন আমরা আগ্রহভরে পুনঃপ্রতিষ্ঠা কামনা করব?

যোহন ১০ম অধ্যায়ে প্রভু যীশু নিজেকে “উত্তম মেষপালক” রূপে পরিচয় দিয়ে বলেছেন, তিনি তাঁর মেষদের, অর্থাৎ, আমাদের জন্য তাঁর প্রাণ সমর্পণ করবেন। তিনি আরও বলেছেন যে, তাঁর মেষেরা তাঁর রব শোনে ও তাঁকে অনুসরণ করে। তারপর তিনি তাঁর ও‍ চোরের মধ্যে একটি পার্থক্য নিরূপণ করেছেন। আমরা সবাই জানি, চোর আসে কেবলমাত্র চুরি, হত্যা ও বিনাশ করতে; অন্যদিকে খ্রীষ্ট আসেন প্রাচুর্যময় জীবন দিতে।

শত্রু সর্বশক্তি দিয়ে পুনঃপ্রতিষ্ঠার প্রতিরোধ করতে চাইবে, কারণ পুনঃপ্রতিষ্ঠিত খ্রীষ্টিয়ান একজন বৈপ্লবিক ব্যক্তি হতে পারেন!

শয়তান আপনাকে বিশ্বাস করাতে চাইবে যে, আপনার সুস্থ ভাবাবেগে কিছু এসে যায় না। সে আপনাকে শান্ত থাকার জন্য উৎসাহিত করবে এবং বিশ্বাস করতে বলবে যে, আপনার সমস্যাগুলি কোনো বড়ো ব্যাপার নয়, কারণ অন্য লোকদের সমস্যাগুলি আপনার থেকেও অনেক বড়ো। সে আপনাকে ক্ষণস্থায়ী সুখ দিয়ে অন্ধ করে দিতে চাইবে, যেন আপনি চিরস্থায়ী আনন্দ হারাতে পারেন।

প্রাচুর্যময় জীবন হল এমনই, যেখানে আমাদের প্রাণ সমৃদ্ধি লাভ করে – আবশ্যকীয়রূপে এ-রকম নয় যে, সব শূন্যস্থানগুলি পূর্ণ বা সব ব্যথাবেদনা অতীত হয়ে যাবে বা সব খোলা প্রান্তগুলি বেঁধে ফেলা হবে। এ এমন এক জীবন, যেখানে আমাদের আন্তরিক মনুষ্যত্ব ঈশ্বরের আত্মার দ্বারা উদ্দীপিত ও পুনঃস্থাপিত হয়, যেন যে-কিছুরই সম্মুখীন আমরা হই না কেন, সেগুলি সামাল দিতে পারি – তা সে মৃত্যুচ্ছায়ার উপত্যকা হোক বা আমাদের উপরে শত্রুর সার্বিক আক্রমণ।

এ আপনার উপরে নির্ভর করে।

আপনি যদি এক প্রাচুর্যময় জীবন পেতে চান, তাহলে ভেতর থেকে বাইরে আপনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য ঈশ্বরকে স্থান দিতে হবে। শত্রু আপনার এই প্রাচুর্য হরণ করতে, আপনার আনন্দ নষ্ট করতে ও শান্তি ধ্বংস করে দিতে চাইবে, কিন্তু সেই উত্তম মেষপালক, প্রভু যীশু, আপনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন, সব কিছুই করবেন।

এই বিষয়ে আগাগোড়া চিন্তা করুন:

যা আপনার জন্য নির্ধারিত, সেই প্রাচুর্যময় জীবন আপনি কি যাপন করছেন? কোন্‌ জিনিস আপনাকে বাধা দিচ্ছে বলে আপনি মনে করেন?

এর জন্য প্রার্থনা করুন:

বিশ্বাস করুন ও প্রার্থনা করুন, যেন খ্রীষ্টে আপনি এক প্রাচুর্যময় জীবন লাভ করতে পারেন। শত্রু আপনার জীবনের যে-সমস্ত বছর অপহরণ করেছে, প্রভুকে বলুন, তিনি যেন সেগুলি আপনাকে পুনরায় ফিরিয়ে দেন।

ধর্মগ্রন্থ

About this Plan

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

আমাদের দৈনন্দিন নবায়ন ও রূপান্তরণে ঈশ্বরের আত্মা সক্রিয়ভাবে জড়িত থাকেন, যেন আমরা আরও বেশি করে প্রভু যীশুর মতো হই। পুনঃপ্রতিষ্ঠা হল এই নবায়নের কাজের একটি অংশ এবং খ্রীষ্টিয় জীবনের এক আবশ্যকীয় অঙ্গ। একে বাদ দিয়ে আমরা পুরোনো ছাঁচ, আচরণ, বিভিন্ন অভ্যাস ও আচরণগুলি ভেঙে বেরিয়ে আসতে পারতাম না। পুনঃপ্রতিষ্ঠার জীবনভর যাত্রায় বাইবেলের পরিকল্পনা, আপনাকে প্রাথমিক পদক্ষেপগুলি নিতে সাহায্য করবে।

More

এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা Christine Jayakaran কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://www.instagram.com/christinegershom/