পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ননমুনা

পুনঃপ্রতিষ্ঠিতকরণ সাধারণভাবে ভাঙ্গনের গোড়া থেকে আসে
বৎশেবার সঙ্গে পাপ করার পর দাউদ ৫১র গীতটি লিখেছিলেন। তার পরবর্তী ক্রিয়াকলাপ মারাত্মক পরিণামসহ উপস্থিত হয়েছিল। এই পরিণামগুলির অন্যতম হল, সেই পাপ থেকে জন্ম নেওয়া সদ্যোজাত শিশুটির মৃত্যু। এই গীতটি ঈশ্বরের কাছে তাঁর অনুতাপ করার ইতিহাস লিপিবদ্ধ করেছে, যখন তিনি পরিত্রাণের আনন্দ তাঁকে পুনরায় ফিরিয়ে দিতে বলেছিলেন, যা তিনি তাঁর স্বেচ্ছাচারী জীবনযাপনের কারণে হারিয়েছিলেন। তিনি ঈশ্বরের সঙ্গে এমনই ঘনিষ্ঠরূপে পরিচিত ছিলেন যে, তাঁর সঙ্গে সহভাগিতার সম্পর্ক হারিয়ে না ফেললেও, তিনি তাঁর আনন্দ হারিয়ে ফেলেছিলেন, যে আনন্দ ছিল সেই সম্পর্কের নিরবচ্ছিন্ন পরিণামস্বরূপ।
ঈশ্বর ছিলেন বিশ্বাসভাজন। তিনি তাঁকে ক্ষমা করে তাঁদের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। শলোমনের জন্মই ছিল এর প্রমাণ, যাঁর নাম রাখা হয়েছিল যিদিদীয়, কারণ “ঈশ্বর তাঁকে ভালোবেসেছিলেন।”
আমাদের ঈশ্বর পুনঃপ্রতিষ্ঠিতকরণের দায়িত্ব পালন করেন। এ এমন বিষয় নয় যা আমরা উৎপাদন করতে বা মিথ্যাভাবে উদ্ভাবন করতে পারি, কিন্তু এর মধ্যে আমরা সক্রিয়রূপে অংশগ্রহণ করতে ও তার জন্য স্থান প্রস্তুত করতে পারি। আপনার মনে হতে পারে, মূর্খের মতো জীবনপথে বাঁক নেওয়ার জন্য, আপনার জীবন বুঝি ধ্বংসের পথে চলেছে। সম্ভবত আপনার কোনো দোষ না-থাকলেও আপনি নিজেকে এক বিপৎসংকুল অবস্থার মধ্যে দেখতে পাচ্ছেন। এই সব বিষয় হয়তো বহু পূর্বেই ঘটে গেছে, কিন্তু তবুও সেগুলি এই বর্তমান সময়ে আপনার বেদনার উদ্রেক ও ক্ষতিসাধন করে চলেছে।
প্রভু যীশু আপনার জন্য চিন্তা করেন, যেমন তিনি ২০০০ বছর পূর্বে তাঁর সাক্ষাৎ পাওয়া মানুষদের জন্য তিনি করেছিলেন। তিনি কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয়, কিন্তু তাদের মানসিক অসুস্থতা ও আত্মিক মৃত্যু থেকেও আরোগ্যদান করেছিলেন। তিনি তাদের জীবনের কেবলমাত্র দৃশ্যমান অঙ্গগুলি নয়, কিন্তু সমস্ত ব্যক্তিগত সত্তারই তত্ত্বাবধান করেছিলেন। তিনি তাদের হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করতে বলেছিলেন, কারণ তা থেকেই জীবনের সমস্যাগুলি নির্গত হয়। তিনি তাদের সম্পূর্ণ হৃদয়, প্রাণ, মন ও শক্তি দিয়ে তাঁকে ভালোবাসতে বলেছিলেন। এর থেকে বেশি উপকার আর কোনো কিছুর দ্বারা হতে পারত না।
এই বিষয়ে আগাগোড়া চিন্তা করুন:
আপনার আরোগ্যলাভ নিয়ে আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করবেন?
এর জন্য প্রার্থনা করুন:
রোজ রোজ একটু একটু করে আপনাকে পুনঃস্থাপিত করার জন্য, আপনি কি তাঁর কাছে প্রার্থনা করবেন?
ধর্মগ্রন্থ
About this Plan

আমাদের দৈনন্দিন নবায়ন ও রূপান্তরণে ঈশ্বরের আত্মা সক্রিয়ভাবে জড়িত থাকেন, যেন আমরা আরও বেশি করে প্রভু যীশুর মতো হই। পুনঃপ্রতিষ্ঠা হল এই নবায়নের কাজের একটি অংশ এবং খ্রীষ্টিয় জীবনের এক আবশ্যকীয় অঙ্গ। একে বাদ দিয়ে আমরা পুরোনো ছাঁচ, আচরণ, বিভিন্ন অভ্যাস ও আচরণগুলি ভেঙে বেরিয়ে আসতে পারতাম না। পুনঃপ্রতিষ্ঠার জীবনভর যাত্রায় বাইবেলের পরিকল্পনা, আপনাকে প্রাথমিক পদক্ষেপগুলি নিতে সাহায্য করবে।
More
এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা Christine Jayakaran কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://www.instagram.com/christinegershom/
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Jesus When the Church Hurts

The Artist's Identity: Rooted and Secure

The Gospel of Matthew

Meet God Outside: 3 Days in Nature

Genesis | Reading Plan + Study Questions

One New Humanity: Mission in Ephesians

The Wonder of Grace | Devotional for Adults

Evangelistic Prayer Team Study - How to Be an Authentic Christian at Work

Finding Freedom: How God Leads From Rescue to Rest
