পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ননমুনা

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

DAY 4 OF 5

পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য পুনঃপ্রতিষ্ঠিত হওয়া

পবিত্র আত্মা আপনাকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন, যেন আপনিও অন্যদের পুনঃপ্রতিষ্ঠিত করেন!

গীতসংহিতা ৫১:১৩ পদে দাউদের কথা বলা হয়েছে, যে সহায়তা তিনি ঈশ্বরের কাছ থেকে লাভ করেছিলেন, সেভাবেই তিনি যেন অন্যদেরও সাহায্য করতে পারেন।

আমাদের পুনঃপ্রতিষ্ঠা কখনও নিজেদেরকে ঘিরে নয়। এক নির্দিষ্ট অবস্থানে এসে ঈশ্বর আপনাকে চালিত করবেন অন্যদেরও পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্য করতে। ভাববাদী যিশাইয় এই বিষয়ে সুন্দরভাবে লিখেছেন, যখন তিনি ইস্রায়েলী লোকেদের উৎসাহিত করে বলেছেন যে, তারা যদিও নির্বাসিত ছিল, ঈশ্বর তাদের উদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন। ব্যাপারটি সেখানেই থেমে থাকার ছিল না, কারণ তিনি স্থির করেছিলেন, নগরগুলি পুনর্নির্মাণ ও সেই জাতিকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য তিনি তাদের ব্যবহার করবেন।

একদিকে আমাদের ব্যক্তিগত পুনঃপ্রতিষ্ঠা যেমন এক জীবনব্যাপী প্রক্রিয়া, অন্যদিকে অন্যদের পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আমরা কিন্তু উদারমনা হবে। ঈশ্বর এই বিষয় ভালোবাসেন, যখন আমরা লোকদের আমাদের জীবনে প্রবেশ করার অনুমতি দিই, যেন তারা তাঁর সন্ধান পায় ও যে আরোগ্যতা তিনি নিয়ে আসেন, তা তারা লাভ করে। তিনি তাঁর জন্য এক ইচ্ছুক ও উপলব্ধ ব্যক্তিকে চান, যেন সে তাঁর পুনঃপ্রতিষ্ঠিতকরণের শক্তির মাধ্যমস্বরূপ প্রণালী বা চ্যানেল হয়।

আপনি একজন শিক্ষার্থী, একজন পেশাদার বা বৃত্তিজীবী বা ঘর-গৃহস্থালী করা ব্যক্তি হতে পারেন – তাতে কিছু এসে যায় না। যে মানুষদের কিছু প্রয়োজন আছে, তাদের প্রতি আপনি যখন দয়া ও বদান্যতা প্রদর্শন করেন, আপনি যেন ভাঙা পাঁচিল মেরামত করেন এবং বসবাসযোগ্য পথঘাটের নির্মাণকারী হন। যাদের আপনি সাহায্য করবেন, তারা চিরকালের জন্য পরিবর্তিত হবে। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্ম, লোকেরা তার দ্বারা প্রভাবিত হবে।

আমাদের জন্য ব্যক্তিগতভাবে যে আহ্বান দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যখন আমরা জীবনযাপন করি এবং আমাদের নির্দিষ্ট প্রসঙ্গ অনুযায়ী সেই মহান আদেশ পালন করি, আমরা দেখি, আমরা যাদেরই সাক্ষাৎ পাই, তাদের জন্য চিরস্থায়ী পুনঃপ্রতিষ্ঠার কাজ আমরা করতে পেরেছি।

এই বিষয়ে আগাগোড়া চিন্তা করুন:

কার কাছে আপনি আপনার কাহিনী বলতে পারেন, যার শোনার মতো কান ও সহায়তা করার জন্য হাত আছে? আপনি কীভাবে ঈশ্বরের উৎকৃষ্টতার সংরক্ষিত আধার হওয়ার চেয়ে, একটি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমস্বরূপ হবেন? কেউ দান করে, আবার গ্রহণও করে, যখন অন্যেরা কেবলই মজুত করে যায়।

এর জন্য প্রার্থনা করুন:

আপনার চারপাশের লোকদের প্রয়োজন মেটানোর উদ্দেশে আপনার চোখ খুলে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ও অন্যদের কাছে আশীর্বাদের কারণস্বরূপ হওয়ার জন্য আপনাকে সাহায্য করতে বলুন।

ধর্মগ্রন্থ

About this Plan

পুনঃপ্রতিষ্ঠা মনোনয়ন

আমাদের দৈনন্দিন নবায়ন ও রূপান্তরণে ঈশ্বরের আত্মা সক্রিয়ভাবে জড়িত থাকেন, যেন আমরা আরও বেশি করে প্রভু যীশুর মতো হই। পুনঃপ্রতিষ্ঠা হল এই নবায়নের কাজের একটি অংশ এবং খ্রীষ্টিয় জীবনের এক আবশ্যকীয় অঙ্গ। একে বাদ দিয়ে আমরা পুরোনো ছাঁচ, আচরণ, বিভিন্ন অভ্যাস ও আচরণগুলি ভেঙে বেরিয়ে আসতে পারতাম না। পুনঃপ্রতিষ্ঠার জীবনভর যাত্রায় বাইবেলের পরিকল্পনা, আপনাকে প্রাথমিক পদক্ষেপগুলি নিতে সাহায্য করবে।

More

এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা Christine Jayakaran কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://www.instagram.com/christinegershom/